শনিবার ১৯ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

sarfaraz khan gets century in bengaluru test

খেলা | প্রথম আন্তর্জাতিক শতরান সরফরাজের, মুম্বইকর ও মারকুটে পন্থ ম্যাচে ফেরালেন ভারতকে 

Rajat Bose | ১৯ অক্টোবর ২০২৪ ১১ : ২০Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতকে লড়াইয়ে ফেরালেন সরফরাজ খান ও ঋষভ পন্থ। জীবনের প্রথম আন্তর্জাতিক শতরান এল মুম্বইকরের ব্যাট থেকে। টেস্টে তো বটেই। চতুর্থ দিন সকাল থেকে রীতিমতো মারকুটে মেজাজে ব্যাট করেছেন সরফরাজ ও পন্থ। বৃষ্টিতে খেলা বন্ধের সময় ভারতের রান ৩৪৪/‌৩। তখনই মধ্যাহ্নভোজের ঘোষণা করা হয়। ভারত পিছিয়ে মাত্র ১২ রানে। সরফরাজ অপরাজিত আছেন ১২৫ রানে। খেলেছেন ১৫৪ বল। মেরেছেন ১৬টি চার ও তিনটি ছয়। আর পন্থ অপরাজিত আছেন ৫৩ রানে। খেলেছেন ৫৪ বল। মেরেছেন পাঁচটি চার ও তিনটি ছয়। এক ওভারে দুটি ছয় সহ ১৬ রান তোলেন পন্থ। দু’‌জনে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে তুলে ফেলেছেন ১১৩ রান। বেঙ্গালুরু টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল মাত্র ৪৬ রানে। জবাবে নিউজিল্যান্ড তোলে ৪০২।


খেলার দ্বিতীয় দিন জাদেজার বলে কিপিং করার সময় ডান হাঁটুতে চোট পেয়েছিলেন পন্থ। ফলে তৃতীয় দিন কিপিং করতে পারেননি। তবে চতুর্থ দিন তিনি ব্যাট হাতে একেবারে স্বমহিমায়।


প্রসঙ্গত, শুক্রবার সরফরাজ এবং বিরাট কোহলি মিলে ১৩৬ রানের জুটি গড়েন। কিন্তু দিনের শেষ বলে বিরাট আউট হওয়ায় দায়িত্ব বেড়ে যায় সরফরাজের। সেই কাজে তিনি পুরো সফল। 


২০১৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল সরফরাজের। দু’টি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে খেলেছেন তিনি। ২০০৯ সালে হ্যারিস শিল্ডের একটি ম্যাচে ৪৩৯ রান করে সাড়া ফেলে দিয়েছিলেন। এরপরই সরফরাজকে মুম্বইয়ের অনূর্ধ্ব–১৯ দলে নেওয়া হয়। সেখানে ভাল খেলে ভারতের অনূর্ধ্ব–১৯ দলে সুযোগ। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ইতিহাসে সরফরাজের ৫৬৬ রান তৃতীয় সর্বোচ্চ। 


তাঁর জীবনে বিতর্কও কিছু কম নয়। বয়স ভাঁড়ানোর অভিযোগে তাঁকে সাসপেন্ড করেছিল মুম্বই ক্রিকেট সংস্থা। শৃঙ্খলাজনিত কারণে এমসিএ–র ইন্ডোর অ্যাকাডেমি ক্যাম্প থেকেও নির্বাসিত করা হয় তাঁকে। ২০১৪–১৫ মরসুমে ঘরোয়া ক্রিকেটে তাঁর ম্যাচ ফি আটকে রাখা হয়েছিল। অনূর্ধ্ব–১৯ ক্রিকেটের একটি ম্যাচে নির্বাচকদের উদ্দেশে কিছু অঙ্গভঙ্গি করেছিলেন তিনি। ২০১৪–১৫ মরসুমের পরেই সরফরাজ মুম্বই ছেড়ে উত্তরপ্রদেশের হয়ে খেলতে চলে যান। সেখানে দু’‌টি মরসুম কাটালেও সাফল্য আসেনি। ২০১৯–২০ মরসুমে তিনি ফিরে আসেন মুম্বইয়ে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সরফরাজকে। ক্রমাগত রান করে যান তিনি। 


চলতি বছরের শুরুতে জাতীয় দলে অভিষেক হয়ে সরফরাজের। ইংল্যান্ডের বিরুদ্ধে। খেলেছিলেন তিন টেস্ট। আর চতুর্থ টেস্টেই পেলেন শতরান। 

 


#Aajkaalonline#sarfarazkhancentury#bengalurutest



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ডার্বির আকর্ষণ ইস্ট-মোহনের 'প্রাক্তনীদের' দ্বৈরথ, শেষ হাসি হাসবে কে?...

আজ সন্ধ্যায় ডার্বি, ভোরে শহরে এলেন ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ...

ম্যাচের পর রোহিতদের দেশে ফেরার পরামর্শ, ভারতীয় বোর্ডকে অদ্ভুত প্রস্তাব পিসিবির...

রোহিতের নেতৃত্বের প্রশংসায়, ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী প্রাক্তন তারকা...

রোহিতের নেতৃত্বের প্রশংসায়, ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী প্রাক্তন তারকা...

৪৬ রানে অলআউট হওয়ার পরও টেস্ট জিতবে ভারত? টিম ইন্ডিয়ার তারকা বোলারের অদ্ভুত দাবি...

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন পন্থ? এল বড় আপডেট...

নেতৃত্ব বদলের পথে হাঁটলেন না নির্বাচকরা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হরমনপ্রীতই অধিনায়ক ...

টস জিতে কেন প্রথমে ব্যাটিং? রোহিত বললেন, 'পিচের চরিত্র বুঝতেই পারিনি'...

ঢাকায় না আসার পরামর্শ শাকিবকে, মিরপুরে নামা হচ্ছে না তারকা অলরাউন্ডারের...

কলকাতা ডার্বিতে ডাগ আউটে পরিবর্তন? ম্যাচের আগে সুখবর লাল হলুদ সমর্থকদের জন্য...

দিল্লি ক্যাপিটালসের কোচ হেমাঙ্গ বাদানি, ডিরেক্টর অফ ক্রিকেট বেণুগোপাল রাও, কোন পদ দেওয়া হল সৌরভকে?...

বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে অবসর নিয়ে মুখ খুললেন মেসি, কী বললেন আর্জেন্টাইন তারকা? ...

জীবনের সেরা রেটিং রুটের, টেস্ট ব্যাটারদের মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ইংরেজ তারকা ...

'ওদের থেকে এখনও আমি ভাল বক্সার', নিখাত-লভলিনাদের একহাত নিলেন মেরি ...

সাজিদ খানের ঘূর্ণিতে বেসামাল স্টোকসরা, ১২৭ রানে পিছিয়ে ইংল্যান্ড ...

ভারত নিয়ে কথাবার্তা নিষিদ্ধ পাক সাজঘরে, বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন পাকিস্তান এ দলের অধিনায়ক...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 24