রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | পুজোর মুখেই সুখবর, মজুরি নিয়ে বড় সিদ্ধান্ত, হাসি ফুটবে শ্রমিকদের মুখে

Riya Patra | ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০ : ৫০Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ প্রায় তিন বছরের টালবাহানার পর দুর্গাপুজোর মুখে অবশেষে রাজ্যের কয়েক লক্ষ বিড়ি শ্রমিকদের জন্য সুখবর। আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকে মুর্শিদাবাদ, মালদা, বীরভূম ,পুরুলিয়া, উত্তর দিনাজপুর ,দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়খণ্ডের পাকুড় জেলার বিড়ি তৈরির কারিগরদের মজুরি বাড়তে চলেছে। 

 

শনিবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে একাধিক বিড়ি শ্রমিক ইউনিয়ন এবং মালিকপক্ষের সঙ্গে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা দীর্ঘ বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকে এক হাজার বিডি তৈরির মজুরি ২৪ টাকা বেড়ে হবে ২০২ টাকা। এই চুক্তিপত্রে ৯ টি বিড়ি শ্রমিক ইউনিয়ন এবং মালিকপক্ষের তরফে ঔরঙ্গাবাদ ও ধুলিয়ান বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে। 

 

ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার জৈন বলেন, '২০২১ সালের ২৮শে সেপ্টেম্বর বিড়ি শ্রমিকদের মজুরি শেষবারের মতো বেড়েছিল। বিড়ি শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। শনিবার বিডি শ্রমিকদের ন' টি ইউনিয়নের সঙ্গে বসে দীর্ঘ আলোচনার পর স্থির হয়েছে আগামী ১ নভেম্বর থেকে ১০০০ বিড়ি তৈরির মজুরি ১৭৮ টাকা থেকে বেড়ে ২০২ টাকা হবে।'

 

 

তিনি আরও বলেন, 'বিড়ি শ্রমিক ইউনিয়নের সঙ্গে এই চুক্তির ফলে রাজ্যের প্রায় ২০ লক্ষের বেশি বিড়ি শ্রমিক উপকৃত হবে। সবথেকে বেশি উপকৃত হবেন মালদা এবং মুর্শিদাবাদের বিপুল সংখ্যক বিড়ি শ্রমিক।'

 

 

১০০০ বিড়ি তৈরির জন্য সরকার ঘোষিত মজুরি ২৭৪ টাকা হলেও বিড়ি শিল্পের বর্তমান দুরবস্থার কারণে বেশিরভাগ জায়গাতেই শ্রমিকরা ১৭৮ টাকা মজুরি পান না বলে অভিযোগ। যদিও বিড়ি শ্রমিকদের ইউনিয়নগুলি দীর্ঘদিন ধরে সরকার ঘোষিত মজুরি পাওয়ার জন্য আন্দোলন করছে। 

জানা যায়, বাস্তব অবস্থার কথা বিড়ি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পদাধিকারীদের বারবার বুঝিয়ে বলার পর তারা ২০২ টাকা মজুরি মেনে নিতে রাজি হয়েছে। সূত্রের খবর, শনিবার অনেক রাত পর্যন্ত চলা এই বৈঠকে একাধিকবার শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে মালিকপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। বৈঠকের ঘর ছেড়ে দু'পক্ষই বেরিয়ে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে।  

রাজকুমার জৈন বলেন, 'যেহেতু মুর্শিদাবাদের বিড়ি শিল্পের সঙ্গে মালদা, দুই দিনাজপুর ,পুরুলিয়া ,বীরভূম এবং পাকুড় জেলার নিবিড় সম্পর্ক রয়েছে সেই কারণে এই মজুরি বৃদ্ধির সুফল এই জেলাগুলোতে বিড়ি তৈরির সঙ্গে যুক্ত শ্রমিকরাও পাবেন।'

 

জঙ্গিপুর মহকুমা বিড়ি শ্রমিক ইউনিয়নের সম্পাদক মহম্মদ আলি রেজা বলেন, ' আমরা সরকার ঘোষিত মজুরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কিন্তু বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রমিকদের স্বার্থে আমরা ২৪ টাকা মজুরি বৃদ্ধির আপাতত মেনে নিয়েছি। ভবিষ্যতে আরও মজুরি বৃদ্ধির জন্য আমাদের আন্দোলন জারি থাকবে।'


#Murshidabad#Workers meeting# Durga puja# Birbhum# Purulia#



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...

অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...

ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...

৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...

ক্যানিং থেকে গ্রেপ্তার সন্দেহভাজন সঙ্গি, ধৃত তেহরিক-উল-মুজাহিদিনের অন্যতম সদস্য ...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24