বুধবার ২২ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০ : ৫০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ প্রায় তিন বছরের টালবাহানার পর দুর্গাপুজোর মুখে অবশেষে রাজ্যের কয়েক লক্ষ বিড়ি শ্রমিকদের জন্য সুখবর। আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকে মুর্শিদাবাদ, মালদা, বীরভূম ,পুরুলিয়া, উত্তর দিনাজপুর ,দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়খণ্ডের পাকুড় জেলার বিড়ি তৈরির কারিগরদের মজুরি বাড়তে চলেছে।
শনিবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে একাধিক বিড়ি শ্রমিক ইউনিয়ন এবং মালিকপক্ষের সঙ্গে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা দীর্ঘ বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকে এক হাজার বিডি তৈরির মজুরি ২৪ টাকা বেড়ে হবে ২০২ টাকা। এই চুক্তিপত্রে ৯ টি বিড়ি শ্রমিক ইউনিয়ন এবং মালিকপক্ষের তরফে ঔরঙ্গাবাদ ও ধুলিয়ান বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে।
ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার জৈন বলেন, '২০২১ সালের ২৮শে সেপ্টেম্বর বিড়ি শ্রমিকদের মজুরি শেষবারের মতো বেড়েছিল। বিড়ি শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। শনিবার বিডি শ্রমিকদের ন' টি ইউনিয়নের সঙ্গে বসে দীর্ঘ আলোচনার পর স্থির হয়েছে আগামী ১ নভেম্বর থেকে ১০০০ বিড়ি তৈরির মজুরি ১৭৮ টাকা থেকে বেড়ে ২০২ টাকা হবে।'
তিনি আরও বলেন, 'বিড়ি শ্রমিক ইউনিয়নের সঙ্গে এই চুক্তির ফলে রাজ্যের প্রায় ২০ লক্ষের বেশি বিড়ি শ্রমিক উপকৃত হবে। সবথেকে বেশি উপকৃত হবেন মালদা এবং মুর্শিদাবাদের বিপুল সংখ্যক বিড়ি শ্রমিক।'
১০০০ বিড়ি তৈরির জন্য সরকার ঘোষিত মজুরি ২৭৪ টাকা হলেও বিড়ি শিল্পের বর্তমান দুরবস্থার কারণে বেশিরভাগ জায়গাতেই শ্রমিকরা ১৭৮ টাকা মজুরি পান না বলে অভিযোগ। যদিও বিড়ি শ্রমিকদের ইউনিয়নগুলি দীর্ঘদিন ধরে সরকার ঘোষিত মজুরি পাওয়ার জন্য আন্দোলন করছে।
জানা যায়, বাস্তব অবস্থার কথা বিড়ি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পদাধিকারীদের বারবার বুঝিয়ে বলার পর তারা ২০২ টাকা মজুরি মেনে নিতে রাজি হয়েছে। সূত্রের খবর, শনিবার অনেক রাত পর্যন্ত চলা এই বৈঠকে একাধিকবার শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে মালিকপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। বৈঠকের ঘর ছেড়ে দু'পক্ষই বেরিয়ে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে।
রাজকুমার জৈন বলেন, 'যেহেতু মুর্শিদাবাদের বিড়ি শিল্পের সঙ্গে মালদা, দুই দিনাজপুর ,পুরুলিয়া ,বীরভূম এবং পাকুড় জেলার নিবিড় সম্পর্ক রয়েছে সেই কারণে এই মজুরি বৃদ্ধির সুফল এই জেলাগুলোতে বিড়ি তৈরির সঙ্গে যুক্ত শ্রমিকরাও পাবেন।'
জঙ্গিপুর মহকুমা বিড়ি শ্রমিক ইউনিয়নের সম্পাদক মহম্মদ আলি রেজা বলেন, ' আমরা সরকার ঘোষিত মজুরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কিন্তু বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রমিকদের স্বার্থে আমরা ২৪ টাকা মজুরি বৃদ্ধির আপাতত মেনে নিয়েছি। ভবিষ্যতে আরও মজুরি বৃদ্ধির জন্য আমাদের আন্দোলন জারি থাকবে।'
#Murshidabad#Workers meeting# Durga puja# Birbhum# Purulia#
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
৮৭ বছর আগে সভা করেছিলেন, মুর্শিদাবাদের পাঁচথুপিবাসীর হৃদয়ে নেতাজির স্মৃতি আজও অমলিন...
টিটাগড়ে ভাগাড় থেকে মিলল কিশোরের দেহ, জড়িত সন্দেহে ধৃত এক...
ঘন কুয়াশায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত ১, আহত একাধিক ...
চকোলেট কিনতে আসা নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দোকানদারের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত...
ক্রমেই চড়ছে পারদ, আগামী তিনদিনে আরও বাড়বে তাপমাত্রা, ঠান্ডা ফিরবে কবে? ...
আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...
ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...
কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...
পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...
সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...
বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...
রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...
অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...
পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...
১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...