রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১ : ৪৬Krishanu Mazumder
বেঙ্গালুরু -৩ মোহনবাগান-০
(মেনডেজ, সুরেশ, সুনীল ছেত্রী পেনাল্টি)
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর মাঠে বিধ্বস্ত মোহনবাগান। সুনীল ছেত্রীদের কাছে তিন-তিনটি গোলে হার মানল হোসে মোলিনার দল।গতবারের আইএসএলে এই কান্তিরাভাতেই বেঙ্গালুরুকে ০-৪ গোলে মাটি ধরিয়েছিল মোহনবাগান। তখন অবশ্য আন্তোনিও লোপেজ হাবাসের হাতেই ছিল দলের রিমোট কন্ট্রোল।
মোহনবাগান কোচের হটসিটে এবার পরিবর্তন এসেছে। হাবাসের পরিবর্তে দলের রিমোট কন্ট্রোল মোলিনার হাতে। আগের ম্যাচেই মোহনবাগান লড়াকু জয় ছিনিয়ে নিয়েছিল নর্থ ইস্টের কাছ থেকে। সেই ম্যাচ অবশ্য হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু এবার রণক্ষেত্র কান্তিরাভা স্টেডিয়াম। এই কান্তিরাভা স্টেডিয়ামেই অতীতে রূপকথা লিখেছিল সবুজ-মেরুন। শনি সন্ধ্যায় সেখানেই বিষাদ সিন্ধুর হাহাকার।
প্রথম ২০ মিনিটেই ম্যাচের রাশ চলে যায় বেঙ্গালুরুর হাতে। তার পর থেকে ম্যাচের ভরকেন্দ্র আর বদলাল না। খেলা যত গড়াল বেঙ্গালুরু ততই রং ছড়িয়ে গেল। চলতি আইএসএলে প্রথম হারের স্বাদও পেয়ে গেল মোহনবাগান।
দু' গোল হজম করে ম্যাচ আগেও বের করে নিয়েছে মোহনবাগান। স্মরণকালের মধ্যে ডুরান্ড কাপের কথা বলাই যায়। ঐতিহ্যবাহী সেই টুর্নামেন্টে দু'গোল খেয়েও মোহনবাগান টাইব্রেকারে ম্যাচ জিতে নিয়েছিল।
এদিন হল না। প্রথম ২০ মিনিটেই বেঙ্গালুরু ২-০ গোলে এগিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই বেঙ্গালুরুর মায়ায় আচ্ছন্ন হয় সবুজ-মেরুন। মোলিনার দলের ডিফেন্সে তখন হাঙরের হাঁ।
৯ মিনিটে কর্নার থেকে ভাসানো বলে হেড করেন নিখিল পুজারী। বলতে গেলে ফাঁকায় হেড করেন তিনি। জেসন কামিন্স যখন বুঝতে পারেন তাঁদের রক্ষণে বিপদের গন্ধ, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। নিখিল পুজারীর হেড থেকে মেনডেজ চকিতে শট নিয়ে এগিয়ে দেন বেঙ্গালুরুকে। মেনডেজকে পাহারা দিচ্ছিলেন দীপেন্দু। ইদানীং কালে তাঁকে নিয়ে চর্চা হচ্ছিল। মোলিনাও প্রশংসা করেছিলেন তরুণ দীপেন্দুর। কিন্তু অভিজ্ঞতার কাছে হার মানতে হল তারুণ্যকে। বেঙ্গালুরুর তারকা ফুটবলার যে চকিত শটে গোল করে দেবেন, তা বুঝতেও পারেননি দীপেন্দু। বাগান গোলকিপার বিশাল কাইথ হতাশ। হতাশ বাকিরাও।
প্রথম গোলের রেশ যেতে না যেতেই বেঙ্গালুরুর দ্বিতীয় গোল। গোলের পিছনে সেই মেনডেজেরই অবদান। উইং থেকে তাঁর গড়ানে সেন্টারেই ছিল গোলের গন্ধ। সুনীল ছেত্রী হয়ে বল যখন সুরেশের কাছে, তখন মরিয়া ঝাঁপ দিয়েছিলেন আশিস রাই। এগিয়ে এসেছিলেন বিশালও। কিন্তু সুরেশ ঠান্ডা মাথায় বল জড়িয়ে দেন বাগানের জালে। তার পরই রোনাল্ডোর কায়দায় সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি।
দু' গোলে পিছিয়ে পড়ার পরে যে কামড়টা প্রত্যাশিত ছিল বাগানের কাছ থেকে, তা দেখা যায়নি। বরং কান্তিরাভা শাসন করে যান সুনীল-মেনডেজ-নোগুয়েরা-সুরেশরা।
দ্বিতীয়ার্ধে মোলিনা ম্যাজিকও দেখা গেল না। বরং দ্বিতীয় হাফে সুনীল ছেত্রী পেনাল্টি থেকে গোল করে ম্যাচ নিয়ে চলে যান বেঙ্গালুরুর সাজঘরে। বক্সের ভিতরে দীপেন্দু টেনে ফেলে দেন মেনডেজকে। বেঙ্গালুরুর তিনটি গোলেই তাঁর অবদান স্পষ্ট। রেফারি পেনাল্টি দেন। সুনীল ছেত্রী পেনাল্টি থেকে ৩-০ করে যান। এই গোলের সঙ্গে সঙ্গেই আইএসএলের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন সুনীল ছেত্রী। আইএসএলে তার গোলসংখ্যা ৬৪। এই ম্যাচ জেতার ফলে বেঙ্গালুরু লিগ টেবলের শীর্ষে। ছুটছে নতুন বেঙ্গালুরু। অন্যদিকে এদিন প্রথম হারের স্বাদ পেল মোলিনার দল। মুম্বইয়ের সঙ্গে ড্র, নর্থ-ইস্টকে হারানোর পরে এদিন নিজেরাই হেরে গেলেন কামিন্সরা।
নানান খবর
নানান খবর

চার্চিলই চ্যাম্পিয়ন, ফেডারেশনের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবে ইন্টার কাশি

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই