রবিবার ০২ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Bengaluru wins in style against Mohun Bagan

খেলা | রূপকথার কান্তিরাভায় বেঙ্গালুরুর কাছে বিধ্বস্ত মোহনবাগান, আইএসএলে প্রথম হার কামিন্সদের

KM | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১ : ৪৬Krishanu Mazumder


বেঙ্গালুরু -৩ মোহনবাগান-০ 
(মেনডেজ, সুরেশ, সুনীল ছেত্রী পেনাল্টি)


আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর মাঠে বিধ্বস্ত মোহনবাগান। সুনীল ছেত্রীদের কাছে তিন-তিনটি গোলে হার মানল হোসে মোলিনার দল।গতবারের আইএসএলে এই কান্তিরাভাতেই বেঙ্গালুরুকে ০-৪ গোলে মাটি ধরিয়েছিল মোহনবাগান। তখন অবশ্য আন্তোনিও লোপেজ হাবাসের হাতেই ছিল দলের রিমোট কন্ট্রোল। 

মোহনবাগান কোচের হটসিটে এবার পরিবর্তন এসেছে। হাবাসের পরিবর্তে দলের রিমোট কন্ট্রোল মোলিনার হাতে। আগের ম্যাচেই মোহনবাগান লড়াকু জয় ছিনিয়ে নিয়েছিল নর্থ ইস্টের কাছ থেকে। সেই ম্যাচ অবশ্য হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু এবার রণক্ষেত্র কান্তিরাভা স্টেডিয়াম। এই কান্তিরাভা স্টেডিয়ামেই অতীতে রূপকথা লিখেছিল সবুজ-মেরুন। শনি সন্ধ্যায় সেখানেই বিষাদ সিন্ধুর হাহাকার। 

প্রথম ২০ মিনিটেই ম্যাচের রাশ চলে যায় বেঙ্গালুরুর হাতে। তার পর থেকে ম্যাচের ভরকেন্দ্র আর বদলাল না। খেলা যত গড়াল বেঙ্গালুরু ততই রং ছড়িয়ে গেল। চলতি আইএসএলে প্রথম হারের স্বাদও পেয়ে গেল মোহনবাগান।

দু' গোল হজম করে ম্যাচ আগেও বের করে নিয়েছে মোহনবাগান। স্মরণকালের মধ্যে ডুরান্ড কাপের কথা বলাই যায়। ঐতিহ্যবাহী সেই টুর্নামেন্টে দু'গোল খেয়েও মোহনবাগান টাইব্রেকারে ম্যাচ জিতে নিয়েছিল। 

এদিন হল না। প্রথম ২০ মিনিটেই বেঙ্গালুরু ২-০ গোলে এগিয়ে যায়। কিছু বুঝে ওঠার  আগেই বেঙ্গালুরুর মায়ায় আচ্ছন্ন হয় সবুজ-মেরুন। মোলিনার দলের ডিফেন্সে তখন হাঙরের হাঁ। 

৯ মিনিটে কর্নার থেকে ভাসানো বলে হেড করেন নিখিল পুজারী। বলতে গেলে ফাঁকায় হেড করেন তিনি। জেসন কামিন্স যখন বুঝতে পারেন তাঁদের রক্ষণে বিপদের গন্ধ, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। নিখিল পুজারীর হেড থেকে মেনডেজ চকিতে শট নিয়ে এগিয়ে দেন বেঙ্গালুরুকে। মেনডেজকে পাহারা দিচ্ছিলেন দীপেন্দু। ইদানীং কালে তাঁকে নিয়ে চর্চা হচ্ছিল। মোলিনাও প্রশংসা করেছিলেন তরুণ দীপেন্দুর। কিন্তু অভিজ্ঞতার কাছে হার মানতে হল তারুণ্যকে। বেঙ্গালুরুর তারকা ফুটবলার যে চকিত শটে গোল করে দেবেন, তা বুঝতেও পারেননি দীপেন্দু। বাগান গোলকিপার বিশাল কাইথ হতাশ। হতাশ বাকিরাও। 

প্রথম গোলের রেশ যেতে না যেতেই বেঙ্গালুরুর দ্বিতীয় গোল। গোলের পিছনে সেই মেনডেজেরই অবদান। উইং থেকে তাঁর গড়ানে সেন্টারেই ছিল গোলের গন্ধ। সুনীল ছেত্রী হয়ে বল যখন সুরেশের কাছে, তখন মরিয়া ঝাঁপ দিয়েছিলেন আশিস রাই। এগিয়ে এসেছিলেন বিশালও। কিন্তু সুরেশ ঠান্ডা মাথায় বল জড়িয়ে দেন বাগানের জালে। তার পরই রোনাল্ডোর কায়দায় সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি। 

দু' গোলে পিছিয়ে পড়ার পরে যে কামড়টা প্রত্যাশিত ছিল বাগানের কাছ থেকে, তা দেখা যায়নি। বরং কান্তিরাভা শাসন করে যান সুনীল-মেনডেজ-নোগুয়েরা-সুরেশরা। 

দ্বিতীয়ার্ধে মোলিনা ম্যাজিকও দেখা গেল না। বরং দ্বিতীয় হাফে সুনীল ছেত্রী পেনাল্টি থেকে গোল করে ম্যাচ নিয়ে চলে যান বেঙ্গালুরুর সাজঘরে। বক্সের ভিতরে দীপেন্দু টেনে ফেলে দেন মেনডেজকে। বেঙ্গালুরুর তিনটি গোলেই তাঁর অবদান স্পষ্ট। রেফারি পেনাল্টি দেন। সুনীল ছেত্রী পেনাল্টি থেকে ৩-০ করে যান। এই গোলের সঙ্গে সঙ্গেই আইএসএলের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন সুনীল ছেত্রী। আইএসএলে তার গোলসংখ্যা ৬৪। এই ম্যাচ জেতার ফলে বেঙ্গালুরু লিগ টেবলের শীর্ষে। ছুটছে নতুন বেঙ্গালুরু। অন্যদিকে এদিন প্রথম হারের স্বাদ পেল মোলিনার দল। মুম্বইয়ের সঙ্গে ড্র, নর্থ-ইস্টকে হারানোর পরে এদিন নিজেরাই হেরে গেলেন কামিন্সরা।  


##Aajkaalonline##Isl##Mohunbaganvsbengaluru



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

লজ্জার হারে মহমেডান সমর্থকদের বিক্ষোভ, ১৫টি ক্লিনশিট রাখাই লক্ষ্য শুভাশিসের...

চার গোলে রিংমাস্টার কামিন্স, মহমেডানকে হেলায় হারাল মোহনবাগান...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য ভূমিকায় দেখা যাবে বাবর আজমকে, জানিয়ে দিল পিসিবি ...

সামিকে নিয়ে আশার বাণী শোনালেন মর্কেল, কী বললেন ভারতের বোলিং কোচ? ...

ভিনিসিয়াস কি রিয়াল ছাড়ছেন? সৌদির লোভনীয় টাকার প্রস্তাব পেয়ে ব্রাজিলীয় তারকা যা বললেন......

এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয়, অভিষেকে চমক হর্ষিত রানার ...

একাধিক গোল মিস, ভাঙা দলে মুম্বই থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছে ইস্টবেঙ্গল...

প্রাথমিক বিপর্যয় সামলে 'ব্রাত্য' তারকার হাত ধরেই ম্যাচে ফিরল ভারত...

অনিশ্চিত রডরিগেজ, মিনি ডার্বির আগে অভিনব অনুশীলন মোহনবাগানে...

হারানোর কিছু নেই, অলআউট ঝাঁপানোর বার্তা দিলেন মেহরাজ...

অবিচারের শিকার হয়ে কি জাতীয় দল থেকে বাদ? বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন ঋদ্ধি ...

ফুটবলবিশ্বের কাছে তিনিই শ্রেষ্ঠ, কিন্তু রোনাল্ডোর ছেলের কাছে সেরা অন্য কেউ ...

একদিন জার্সি পুড়িয়ে পালিয়েছিলেন দেশ থেকে, পুনর্মিলন ম্যাচে নামলেন আফগান মহিলা ক্রিকেটাররা ...

কোহলিকে বল করতে দাও, গ্যালারি থেকে উড়ে এল ভক্তদের আর্তি, তার পরে যা হল......

ঋদ্ধির বিদায়ী ম্যাচে বাংলার বোলারদের দাপট, পাঞ্জাবের আনমোলের সেঞ্চুরি ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24