বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | Tripura: ‌‌বন্যা পরিস্থিতি মোকাবিলায় নজির গড়েছে ত্রিপুরা, দাবি মুখ্যমন্ত্রী মানিক সাহার 

Rajat Bose | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ৩৭Rajat Bose


নিতাই দে, আগরতলা:‌ রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় নজির গড়েছে ত্রিপুরা। যখনই কোনও সমস্যা আসে তখনই সবাই একসঙ্গে মিলে মোকাবিলা করার মতো উদাহরণ সারা দেশে তৈরি করেছে ত্রিপুরা। বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সকল অংশের মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসেছেন। সোমবার আগরতলার একটি রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 

 

 


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, গত ১৯ আগস্ট থেকে রাজ্যে ২৪ আগস্ট পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে, এমন বৃষ্টিপাত আমরা আর কখনো দেখিনি। চারিদিকে শুধু বন্যা আর বন্যা। যে কারণে ভূমিধস, রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ, কৃষি, উদ্যান ক্ষেত্র সবকিছু ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। এধরণের ভারী বৃষ্টিপাত ত্রিপুরার ইতিহাসে আর কখনো দেখা যায়নি। সাব্রুম সহ দক্ষিণ জেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। যেটা এর আগে প্রত্যক্ষ হয়নি। ৪৯৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় আমাদের সরকার যথাসাধ্য চেষ্টা করেছে, যাতে এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ করা সম্ভব হয়। 

 


        মুখ্যমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের সর্বতোভাবে সহায়তা করেছেন। আমি নিজেও রাজ্যের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে মনিটরিং করেছি। প্রশাসনের সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করি। পরিস্থিতি মোকাবিলা নিয়ে রূপরেখা তৈরি করা হয়। পরে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গোটা বিষয় সম্পর্কে অবহিত করি। পরিস্থিতি মোকাবিলায় চারটি হেলিকপ্টার, এনডিআরএফের অতিরিক্ত বাহিনী, রাবার বোট সহ আনুষাঙ্গিক যাবতীয় সাজসরঞ্জাম পাঠিয়েছেন তিনি। এসডিআরএফ থেকে শুরু করে ভলান্টিয়ার, আপদমিত্র সহ সংশ্লিষ্ট সকলে মিলে বন্যা পরিস্থিতি থেকে উত্তরণে কাজ হয়েছে। এর পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষও দুর্যোগ মোকাবিলায় এগিয়ে এসেছেন। যেটা আগে আমরা প্রত্যক্ষ করিনি। মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে মানুষ সাধ্যমতো আর্থিক অনুদান প্রদান করছেন। এবং যখনই কোন সমস্যা আসে সবাই একসঙ্গে মিলে মোকাবিলা করার মতো উদাহরণ তৈরি করেছে ত্রিপুরা। 

 


                            মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে স্বেচ্ছা রক্তদানের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, সুস্থ ও সবল দেহের অধিকারী যারা এখনো রক্তদানে কুণ্ঠিত রয়েছেন তারা যাতে কোনও সংশয় ছাড়া রক্তদানে এগিয়ে আসেন। আমরা সবাই জানি রক্তদান মহৎ দান। এই দানের কোনও বিকল্প হয় না। ১৮ থেকে ৬০ বছর এবং যারা নিয়মিত রক্তদান করেন তারা ৬৫ বছর পর্যন্ত রক্তদান করতে পারেন। রক্তদান করলে নিজের স্বাস্থ্য সম্পর্কেও অবগত হতে পারেন মানুষ। কারণ রক্তদানের আগে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা ওই ব্যক্তির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। তখনই নিজের ফিটনেস সম্পর্কে জানা যায়। একজন ব্যক্তির রক্তে চারজন মুমূর্ষু ব্যক্তির জীবন রক্ষা হয়। রাজ্যে এখন রক্তের শ্রেণি বিন্যাস করা সম্ভব।



##Aajkaalonline##Tripura##Floodsituation



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সরগরম রাজধানী, দিল্লি ভোটের আগে কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর ...

ডাকাতির টাকায় বান্ধবীর জন্য কলকাতায় ৩ কোটির বাড়ি, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত ...

দিল্লি বিধানসভা ভোট ২০২৫: ঝাড়ু-পদ্ম-হাত শিবিরের জোর টক্কর, গেম-চেঞ্জার হতে পারে কোন বিষয়গুলি?...

কাল থেকে দিল্লির ভোট, বাজল যুদ্ধের দামামা

ভারতরত্নের সঙ্গে কলকাতার একটি যোগ রয়েছে, আপনি কী জানেন ...

লিখিত পরীক্ষা ছাড়াই NTPC-তে চাকরির সুবর্ণ সুযোগ, বেতন ১ লাখ ৪০ হাজার টাকা...

দুই মদ্যপের বিবাদ, বন্ধুর গলার নলি কেটে খুন করল যুবক, গ্রেপ্তার ২ ...

ফের রক্তাক্ত উপত্যকা, বাড়িতে ঢুকে প্রাক্তন সেনাকর্মীকে হত্যা করল জঙ্গিরা...

অতি লোভের মাসুল, হোয়াটসঅ্যাপ মেসেজে প্রতারণা! গায়েব ৫১ লাখের-ও বেশি...

আরও স্বস্তি মধ্যবিত্তের! এবার কমতে পারে সুদের হার, বড় ঘোষণার সম্ভাবনা কবে? ...

কাজে অনীহা? 'ফক্সডাক্টিভিটি' হয়নি তো? মারণ রোগ বাসা বাঁধছে শরীরে!...

এসি চালিয়ে বেমালুম ঘুরছেন! গাড়ির কতো পেট্রোল পোড়ে জানেন! শুনলে মাথায় হাত পড়বে আপনার! ...

৪০ হাজার টাকা ঋণ নিয়ে শ্যালিকাকে খুন ও গণধর্ষণ, কিন্তু শেষরক্ষা হল না, পুলিশের জালে জামাইবাবু...

বাজাটে বিহারকে ঢালাও 'উপহার', কেন? জবাবে আব্রাহাম লিঙ্কনের উদ্ধতি তুলে ধরলেন নির্মলা!...

চিপস, কোল্ড ড্রিঙ্কস, ওয়াইফাই, অ্যাপ ক্যাবে কী নেই! চালকের কীর্তিতে জোর চর্চা নেট দুনিয়ায় ...



সোশ্যাল মিডিয়া



09 24