বুধবার ১৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | Tripura: ‌‌বন্যা পরিস্থিতি মোকাবিলায় নজির গড়েছে ত্রিপুরা, দাবি মুখ্যমন্ত্রী মানিক সাহার 

Rajat Bose | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ৩৭Rajat Bose


নিতাই দে, আগরতলা:‌ রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় নজির গড়েছে ত্রিপুরা। যখনই কোনও সমস্যা আসে তখনই সবাই একসঙ্গে মিলে মোকাবিলা করার মতো উদাহরণ সারা দেশে তৈরি করেছে ত্রিপুরা। বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সকল অংশের মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসেছেন। সোমবার আগরতলার একটি রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 

 

 


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, গত ১৯ আগস্ট থেকে রাজ্যে ২৪ আগস্ট পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে, এমন বৃষ্টিপাত আমরা আর কখনো দেখিনি। চারিদিকে শুধু বন্যা আর বন্যা। যে কারণে ভূমিধস, রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ, কৃষি, উদ্যান ক্ষেত্র সবকিছু ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। এধরণের ভারী বৃষ্টিপাত ত্রিপুরার ইতিহাসে আর কখনো দেখা যায়নি। সাব্রুম সহ দক্ষিণ জেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। যেটা এর আগে প্রত্যক্ষ হয়নি। ৪৯৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় আমাদের সরকার যথাসাধ্য চেষ্টা করেছে, যাতে এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ করা সম্ভব হয়। 

 


        মুখ্যমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের সর্বতোভাবে সহায়তা করেছেন। আমি নিজেও রাজ্যের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে মনিটরিং করেছি। প্রশাসনের সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করি। পরিস্থিতি মোকাবিলা নিয়ে রূপরেখা তৈরি করা হয়। পরে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গোটা বিষয় সম্পর্কে অবহিত করি। পরিস্থিতি মোকাবিলায় চারটি হেলিকপ্টার, এনডিআরএফের অতিরিক্ত বাহিনী, রাবার বোট সহ আনুষাঙ্গিক যাবতীয় সাজসরঞ্জাম পাঠিয়েছেন তিনি। এসডিআরএফ থেকে শুরু করে ভলান্টিয়ার, আপদমিত্র সহ সংশ্লিষ্ট সকলে মিলে বন্যা পরিস্থিতি থেকে উত্তরণে কাজ হয়েছে। এর পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষও দুর্যোগ মোকাবিলায় এগিয়ে এসেছেন। যেটা আগে আমরা প্রত্যক্ষ করিনি। মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে মানুষ সাধ্যমতো আর্থিক অনুদান প্রদান করছেন। এবং যখনই কোন সমস্যা আসে সবাই একসঙ্গে মিলে মোকাবিলা করার মতো উদাহরণ তৈরি করেছে ত্রিপুরা। 

 


                            মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে স্বেচ্ছা রক্তদানের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, সুস্থ ও সবল দেহের অধিকারী যারা এখনো রক্তদানে কুণ্ঠিত রয়েছেন তারা যাতে কোনও সংশয় ছাড়া রক্তদানে এগিয়ে আসেন। আমরা সবাই জানি রক্তদান মহৎ দান। এই দানের কোনও বিকল্প হয় না। ১৮ থেকে ৬০ বছর এবং যারা নিয়মিত রক্তদান করেন তারা ৬৫ বছর পর্যন্ত রক্তদান করতে পারেন। রক্তদান করলে নিজের স্বাস্থ্য সম্পর্কেও অবগত হতে পারেন মানুষ। কারণ রক্তদানের আগে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা ওই ব্যক্তির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। তখনই নিজের ফিটনেস সম্পর্কে জানা যায়। একজন ব্যক্তির রক্তে চারজন মুমূর্ষু ব্যক্তির জীবন রক্ষা হয়। রাজ্যে এখন রক্তের শ্রেণি বিন্যাস করা সম্ভব।



##Aajkaalonline##Tripura##Floodsituation



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

পরিবারের পছন্দে বিয়ে করতে রাজি নন, মেয়ের ওপর গুলি চালালেন বাবা...

নৌসেনাকে আরও মজবুত করার লক্ষ্য, প্রধানমন্ত্রী মোদির হাতে তিনটি নতুন যুদ্ধজাহাজের আত্মপ্রকাশ...

দিল্লির নির্বাচনের আগে চাপে কেজরি, আবগারি দুর্নীতিতে আইনি প্রক্রিয়া চালাতে পারবে ইডি, অনুমোদন শাহের মন্ত্রকের...

কুয়াশার চাদরে মুড়ে রয়েছে দিল্লি, দৃশ্যমানতা শূন্য, জারি শৈত্যপ্রবাহ সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস...

ফের সোনার দামে পতন, আজ কলকাতায় ২২ ক্যারাটের দাম জানলে চমকে যাবেন ...

মনোবিদের বিরুদ্ধে কাউন্সেলিং করার অছিলায় ধর্ষণের অভিযোগ!...

'পুষ্পা ২'র গানে চুটিয়ে নাচ বৃদ্ধ দম্পতির, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা...

তিন মিনিটের জন্য মৃত্যু, জেগে উঠতেই যে কাহিনি শোনালেন তাতে ভিরমি খেতে হবে!...

আর রেখে-ঢেকে নয়, 'ইন্ডিয়া' জোট নিয়ে এবার সবচেয়ে বড় সত্যিটা খোলসা করে ফেললেন শরদ পাওয়ার ...

উধাও শীত, আসছে বৃষ্টি, কোন রাজ্যগুলিতে সতর্ক করল হাওয়া অফিস জেনে নিন এখনই...

কূপ কেন গোলাকার! জানুন রহস্য

লোকসভা ভোটের ফল নিয়ে চাঞ্চল্যকর দাবি জুকারবার্গের, ফুৎকারে উড়িয়ে পাল্টা দিলেন মোদির মন্ত্রী...

ভিড়ে পদপিষ্টের পর তিরুপতির লাড্ডু কাউন্টারে লাগল আগুন, তুমুল চাঞ্চল্য...

কুম্ভমেলা থেকে যোগী সরকারর আয় হতে পারে দু’ লক্ষ কোটি টাকা! কীভাবে? বিশাল অঙ্কের হিসেব জানলে চমকে যাবেন...

হঠাৎই হইহই পড়ে গেল কুম্ভমেলা চত্বরে, গঙ্গায় ডুব দিতে কে এসেছেন জানেন?...



সোশ্যাল মিডিয়া



09 24