রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Neeraj Chopra: সোনা হাতছাড়া, জ্যাভলিনে রুপো জিতলেন নীরজ চোপড়া

Sampurna Chakraborty | ০৯ আগস্ট ২০২৪ ০১ : ১৯Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: অলিম্পিক চলাকালীন জ্যোতিষী প্রশান্ত কিনি জানিয়েছিলেন, এবার সোনা পাবে না ভারত। তাঁর ভবিষ্যদ্বাণী সত্যি হল। একমাত্র যাকে ঘিরে সোনার স্বপ্ন ছিল, তিনিই পারলেন না। টোকিওর পুনরাবৃত্তি হল না প্যারিসে। সোনা পেলেন না নীরজ চোপড়া। শেষ করলেন রুপোতে। দ্বিতীয় থ্রোয়ে পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে হার মানেন। নীরজের হাত ধরে পঞ্চম পদক জিতল ভারত। চারটে ব্রোঞ্জের পর প্রথম রুপো। কিন্তু নীরজের ওপর যা প্রত্যাশা ছিল, তাঁর সোনা মিস হওয়া হারের সমতুল্য। ভারত-পাকিস্তান লড়াইয়ে জয়ী পাকিস্তান। তবে অলিম্পিকে জোড়া পদক জিতে সুশীল কুমার, পিভি সিন্ধু, মানু ভাকেরের তালিকায় প্রবেশ করলেন নীরজ চোপড়া।

শুরুটা ভাল হয়নি নীরজের। প্রথম থ্রো ফাউলের জন্য বাতিল হয়ে যায়। বর্শা ছোড়ার পর ফলো থ্রুতে তাঁর পা লাইন ছুঁয়ে ফেলে। দ্বিতীয় থ্রোয়ে ৮৯.৪৫ মিটার জ্যাভলিন ছোড়েন নীরজ। ছাপিয়ে যান নিজের কোয়ালিফায়ারের দূরত্বকেও। দুর্দান্ত থ্রো। প্রথম থ্রোয়ের সময় বেশ চনমনে ছিলেন নীরজ। কিন্তু দ্বিতীয় থ্রোয়ের আগে চোখে-মুখে চাপ স্পষ্ট ছিল। যার প্রভাব তৃতীয় থ্রোয়ে পড়ে। তৃতীয় থ্রোও বাতিল হয়ে যায়। প্রথম রাউন্ডে তিন থ্রোয়ের মধ্যে দুটো বাতিল। তবে তাসত্ত্বেও দ্বিতীয় স্থানে ছিলেন নীরজ। চতুর্থ থ্রোও বাতিল। থ্রোয়ের পর পা লাইন ছুঁয়ে ফেলে। পঞ্চম থ্রোও বাতিল। ষষ্ঠ থ্রোয়েও ফাউল। মোট ছ'টি থ্রোয়ের মধ্যে একটাই সঠিক। যা তাঁকে রুপো এনে দিল। অন্যদিকে প্রথম থ্রো বাতিল হওয়ার পর দ্বিতীয় প্রচেষ্টায় বিশাল থ্রো পাকিস্তানের আরশাদ নাদিমের। ৯২.৯৭ মিটার বর্শা ছোড়েন। যা অলিম্পিক রেকর্ড। তৃতীয় থ্রোয়ে ৮৮.৭২ মিটার ছোড়েন পাকিস্তানের থ্রোয়ার। চতুর্থ থ্রোয়ে পারফরম্যান্স গ্রাফ নিম্নমুখী নাদিমের। ৭৯.৪০ মিটার বর্শা ছোড়েন। পঞ্চম থ্রো ৮৪.৮৭ মিটার। শেষ থ্রো ৯১.৭৯। দুটো বিশাল থ্রোয়ে সোনা নিশ্চিত করেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার। ক্রিকেটের বিশ্বমঞ্চে পাকিস্তানকে হারালেও, অলিম্পিকের মঞ্চে পারল না ভারত।

ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ছিলেন নীরজ চোপড়া। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে সোনা জয়ের হাতছানি ছিল। তবে প্রথম থেকেই লড়াইটা কঠিন ছিল। টোকিওয় সোনা জেতায় তাঁর ওপর প্রত্যাশার চাপ ছিল। যা গতবছর ছিল না। সেই চাপ সামলে সোনা জয় একেবারেই সহজ ছিল না। তারওপর কয়েকজন কঠিন প্রতিযোগীর মোকাবিলা করতে হয় তাঁকে। নীরজ যে দারুণ ফর্মে আছে সেটা যোগ্যতা অর্জন পর্বেই বোঝা গিয়েছিল। একটি থ্রোয়েই ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করেন। ৮৯.৩৪ মিটার বর্শা ছুড়ে চলতি মরশুমের সেরা থ্রো করেন নীরজ। কেরিয়ারে তাঁর সেরা থ্রো ৮৯.৯৪ মিটার। অলিম্পিকে দ্বিতীয় সেরা থ্রো ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের। তাঁর সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিল পাকিস্তানের আরশাদ নাদিম। কেরিয়ারে ৯০ মিটারের বেশি ছোড়ার নজির ছিল তাঁর। তাই চ্যালেঞ্জের মুখে ছিলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। পারলেন না। দ্বিতীয় থ্রোয়ে বাজিমাত নাদিমের। যা অলিম্পিক রেকর্ড।  

টোকিও অলিম্পিকে সোনা জিতে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেন নীরজ। অভিনব বিন্দ্রার পর একমাত্র ভারতীয় অ্যাথলিট হিসেবে সোনা জেতেন। বিশ্বচ্যাম্পিয়নশিপে একবার সোনা এবং রুপো জেতেন। ডায়মন্ড লিগে এবছর রুপো পেলেও গতবছর সোনা জিতেছিলেন। এশিয়ান গেমসে জোড়া সোনাজয়ী। ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথে সোনা জেতেন নীরজ। এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনার অধিকারী। বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপেও সোনা পান। কিন্তু এবার স্বপ্ন অধরা থেকে গেল। 


#Neeraj Chopra#Javelin #Paris Olympics



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'ডিএনএ পরীক্ষার দরকারই নেই', ব্রাজিলের প্রাক্তন তারকা কাকার ছেলেকে নিয়ে হঠাৎই শোরগোল সোশ্যাল মিডিয়ায় ...

গর্জে উঠল তৃষার ব্যাট, বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত ...

‘ফলো অন বাঁচানোর চেষ্টাই করিনি’, ব্রিসবেনের ইনিংসের পর মুখ খুললেন আকাশ দীপ...

দুর্দান্ত কামব্যাক অ্যাটলেটিকো মাদ্রিদের, দুর্দান্ত শুরু করেও লা লিগার মাঝে মুখ থুবড়ে পড়ল বার্সেলোনা...

‘বল ছাড়ার জন্য মানুষ তোমাকে মনে রাখবে’, অশ্বিনকে লেখা চিঠিতে কেন এমন বললেন প্রধানমন্ত্রী?...

ফর্মে ফেরার মন্ত্র রোহিতকে, এই প্রাক্তনের পরামর্শ শুনলে রানে ফিরবেনই হিটম্যান ...

'হায়দরাবাদের বিরুদ্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলব', জামশেদপুরকে হারিয়ে হুঙ্কার অস্কারের...

সন্তোষে চতুর্থ ম্যাচে এসে থেমে গেল বাংলার জয়ের ধারা, মণিপুরের সঙ্গে ড্র সঞ্জয়ের ছেলেদের ...

আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র, জামশেদপুরকে হারিয়ে দশে উঠে এল ইস্টবেঙ্গল...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ কবে? ভারত-পাক দ্বৈরথই বা কবে? জানা গেল সম্ভাব্য সূচি ...

'সবকিছু না জেনে, মন্তব্য করবেন না', সমালোচকদের পাল্টা জবাব পৃথ্বীর...

ভাগ্য বদলাতে ভোল বদলালেন, বক্সিং ডে টেস্টের আগে নতুন লুকে কোহলি ...

ম্যাচটা অন্তত ড্র হওয়া উচিত ছিল, গোয়ার কাছে হেরে ভাগ্যকে দুষলেন মোলিনা...

মাণ্ডবীতে নৌকাডুবি! থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...

গোয়ায় থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



08 24