বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | Neeraj Chopra: সোনা হাতছাড়া, জ্যাভলিনে রুপো জিতলেন নীরজ চোপড়া

Sampurna Chakraborty | ০৯ আগস্ট ২০২৪ ০১ : ১৯Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: অলিম্পিক চলাকালীন জ্যোতিষী প্রশান্ত কিনি জানিয়েছিলেন, এবার সোনা পাবে না ভারত। তাঁর ভবিষ্যদ্বাণী সত্যি হল। একমাত্র যাকে ঘিরে সোনার স্বপ্ন ছিল, তিনিই পারলেন না। টোকিওর পুনরাবৃত্তি হল না প্যারিসে। সোনা পেলেন না নীরজ চোপড়া। শেষ করলেন রুপোতে। দ্বিতীয় থ্রোয়ে পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে হার মানেন। নীরজের হাত ধরে পঞ্চম পদক জিতল ভারত। চারটে ব্রোঞ্জের পর প্রথম রুপো। কিন্তু নীরজের ওপর যা প্রত্যাশা ছিল, তাঁর সোনা মিস হওয়া হারের সমতুল্য। ভারত-পাকিস্তান লড়াইয়ে জয়ী পাকিস্তান। তবে অলিম্পিকে জোড়া পদক জিতে সুশীল কুমার, পিভি সিন্ধু, মানু ভাকেরের তালিকায় প্রবেশ করলেন নীরজ চোপড়া।

শুরুটা ভাল হয়নি নীরজের। প্রথম থ্রো ফাউলের জন্য বাতিল হয়ে যায়। বর্শা ছোড়ার পর ফলো থ্রুতে তাঁর পা লাইন ছুঁয়ে ফেলে। দ্বিতীয় থ্রোয়ে ৮৯.৪৫ মিটার জ্যাভলিন ছোড়েন নীরজ। ছাপিয়ে যান নিজের কোয়ালিফায়ারের দূরত্বকেও। দুর্দান্ত থ্রো। প্রথম থ্রোয়ের সময় বেশ চনমনে ছিলেন নীরজ। কিন্তু দ্বিতীয় থ্রোয়ের আগে চোখে-মুখে চাপ স্পষ্ট ছিল। যার প্রভাব তৃতীয় থ্রোয়ে পড়ে। তৃতীয় থ্রোও বাতিল হয়ে যায়। প্রথম রাউন্ডে তিন থ্রোয়ের মধ্যে দুটো বাতিল। তবে তাসত্ত্বেও দ্বিতীয় স্থানে ছিলেন নীরজ। চতুর্থ থ্রোও বাতিল। থ্রোয়ের পর পা লাইন ছুঁয়ে ফেলে। পঞ্চম থ্রোও বাতিল। ষষ্ঠ থ্রোয়েও ফাউল। মোট ছ'টি থ্রোয়ের মধ্যে একটাই সঠিক। যা তাঁকে রুপো এনে দিল। অন্যদিকে প্রথম থ্রো বাতিল হওয়ার পর দ্বিতীয় প্রচেষ্টায় বিশাল থ্রো পাকিস্তানের আরশাদ নাদিমের। ৯২.৯৭ মিটার বর্শা ছোড়েন। যা অলিম্পিক রেকর্ড। তৃতীয় থ্রোয়ে ৮৮.৭২ মিটার ছোড়েন পাকিস্তানের থ্রোয়ার। চতুর্থ থ্রোয়ে পারফরম্যান্স গ্রাফ নিম্নমুখী নাদিমের। ৭৯.৪০ মিটার বর্শা ছোড়েন। পঞ্চম থ্রো ৮৪.৮৭ মিটার। শেষ থ্রো ৯১.৭৯। দুটো বিশাল থ্রোয়ে সোনা নিশ্চিত করেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার। ক্রিকেটের বিশ্বমঞ্চে পাকিস্তানকে হারালেও, অলিম্পিকের মঞ্চে পারল না ভারত।

ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ছিলেন নীরজ চোপড়া। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে সোনা জয়ের হাতছানি ছিল। তবে প্রথম থেকেই লড়াইটা কঠিন ছিল। টোকিওয় সোনা জেতায় তাঁর ওপর প্রত্যাশার চাপ ছিল। যা গতবছর ছিল না। সেই চাপ সামলে সোনা জয় একেবারেই সহজ ছিল না। তারওপর কয়েকজন কঠিন প্রতিযোগীর মোকাবিলা করতে হয় তাঁকে। নীরজ যে দারুণ ফর্মে আছে সেটা যোগ্যতা অর্জন পর্বেই বোঝা গিয়েছিল। একটি থ্রোয়েই ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করেন। ৮৯.৩৪ মিটার বর্শা ছুড়ে চলতি মরশুমের সেরা থ্রো করেন নীরজ। কেরিয়ারে তাঁর সেরা থ্রো ৮৯.৯৪ মিটার। অলিম্পিকে দ্বিতীয় সেরা থ্রো ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের। তাঁর সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিল পাকিস্তানের আরশাদ নাদিম। কেরিয়ারে ৯০ মিটারের বেশি ছোড়ার নজির ছিল তাঁর। তাই চ্যালেঞ্জের মুখে ছিলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। পারলেন না। দ্বিতীয় থ্রোয়ে বাজিমাত নাদিমের। যা অলিম্পিক রেকর্ড।  

টোকিও অলিম্পিকে সোনা জিতে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেন নীরজ। অভিনব বিন্দ্রার পর একমাত্র ভারতীয় অ্যাথলিট হিসেবে সোনা জেতেন। বিশ্বচ্যাম্পিয়নশিপে একবার সোনা এবং রুপো জেতেন। ডায়মন্ড লিগে এবছর রুপো পেলেও গতবছর সোনা জিতেছিলেন। এশিয়ান গেমসে জোড়া সোনাজয়ী। ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথে সোনা জেতেন নীরজ। এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনার অধিকারী। বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপেও সোনা পান। কিন্তু এবার স্বপ্ন অধরা থেকে গেল। 


#Neeraj Chopra#Javelin #Paris Olympics



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'আমি হার্দিক পাণ্ডিয়ার জন্য খেলি না, আমি দেশের...', একথা কেন বললেন পাণ্ডিয়া? ...

বিমানেই তুমুল ঝগড়া শচীন ও ম্যাকগ্রাথের, জানুন আসল কারণ ...

নেটে পুরোনো রো-কো জুটির ঝলক, কাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া শুরু ভারতের...

ব্যক্তিগত হেলিকপ্টারে স্যান্টোসের অনুশীলনে নেইমার, হেলিকপ্টারের দাম কত জানা আছে? ...

আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিরাট উত্থান, ৩৮ ধাপ এগিয়ে একলাফে দ্বিতীয় স্থানে অভিষেক...

সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে রিঙ্কু সিংয়ের বোন, ফলোয়ারের সংখ্যা শুনলে চমকে যাবেন...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আনফিট বুমরাকে খেলানো নিয়ে আগাম সতর্কবাণী শাস্ত্রীর...

বিশ্বক্রিকেটকে শাসন করছে ভারত, বিরাট সার্টিফিকেট প্রাক্তন তারকার...

ভারতের বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচে অনিশ্চিত ইংল্যান্ডের উঠতি তারকা...

এ কী কাণ্ড! ভারতীয় দলের অতি গুরুত্বপূর্ণ সদস্যকে হোটেলে ঢুকতে বাধা পুলিশের, দেখুন ভাইরাল সেই ভিডিও ...

পিসিবির চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে সন্তুষ্ট আইসিসি, ত্রিদেশীয় সিরিজের পর হস্তান্তর করা হবে স্টেডিয়াম...

সূর্য ও সঞ্জু বারবার ব্যর্থ, সাফল্যের দাওয়াই দিলেন অশ্বিন...

বুমরা দুঃস্বপ্ন এখনও যায়নি মার্শের, কেন? অজি তারকা যা বললেন... ...

২৪ ঘণ্টারও কম সময়ে দু’‌দেশের মাঠে খেলতে নেমে পড়লেন কেকেআর অলরাউন্ডার, কীভাবে সম্ভব হল?‌...

পক্ষপাতিত্ব ও দুর্নীতির পুরনো দিনে ফিরছে আইসিসি, কনকাশন সাব নিয়ে বিস্ফোরক ম্যাচ রেফারি...



সোশ্যাল মিডিয়া



08 24