বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: ড্রেনের উপর বসেছে দোকান, বেহাল রেলের নিকাশি, জলমগ্ন পান্ডুয়ার বিস্তীর্ণ এলাকা

Pallabi Ghosh | ০৩ আগস্ট ২০২৪ ১৭ : ১০Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: নালার উপর দোকান। বুজেছে নিকাশি। বৃষ্টির জল যাওয়ার জায়গা নেই। জমা জল রাস্তা উপচে বাড়ির উঠোন রান্নাঘর বৈঠকখানা ছাপিয়ে সোজা পৌঁছেছে বেডরুমে। গত দু'দিন ধরে জলমগ্ন পান্ডুয়ার ‌‍ক্ষীরখুন্ডি নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের উত্তরায়ন এলাকা। চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে প্রায় আড়াইশ পরিবার।

বাড়ির ভিতর জল থৈথৈ করছে। রান্নাঘর, বেডরুম, বৈঠকখানা জলে ভাসছে। ঘরের ভেতরে আনাগোনা করছে সাপ ব্যাঙ। রান্না, খাওয়া শিকেয় তুলে জল নামার অপেক্ষায় প্রহর গুনছেন বাসিন্দারা। এক হাঁটু জল পেরিয়ে স্কুলে যাচ্ছে স্কুল পড়ুয়ারা। গোটা এলাকার জল নিকাশির একমাত্র মাধ্যম পাণ্ডুয়া স্টেশন সংলগ্ন রেলের নিকাশি নালা। সেটা বেশ কয়েক বছর সংস্কার হয়নি। নালা বন্ধ হয়ে রয়েছে। শুধু তাই নয়, তার উপরে দোকান বানিয়ে বসে দেদার চলছে ব্যবসা।

শুক্রবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পান্ডুয়া স্টেশন সংলগ্ন দক্ষিণ দিকের নালা জেসিবি মেশিন দিয়ে সংস্কারের চেষ্ঠা চালানো হয়। কোনও সুরাহা হয়নি। স্থানীয় বাসিন্দা শম্পা ঘোষের অভিযোগ, রেলের নালার উপর দোকান বসেছে। নালা বুজে গেছে। ছেলে, শ্বশুর-শাশুড়িকে নিয়ে কষ্টের মধ্যে তার দিন কাটছে। কোনওরকমে রান্না করছেন। ঘরের ভেতর সাপ, ব্যাঙ ডুকছে। পরিবার নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় পল্লব মুখার্জি বলেছেন, বৃষ্টি শুরু হওয়ার পরই কয়েক ঘণ্টার মধ্যেই গোটাপাড়া জলমগ্ন হয়ে যায়। এলাকায় নিকাশি বলতে তেমন কিছুই নেই। স্টেশন সংলগ্ন রেলের নিকাশি নালা ছিল একমাত্র ভরসা। ওই নালার মাধ্যমে এলাকার জল বেরিয়ে যেত। সেই নালা বন্ধ হয়ে থাকায় গোটা এলাকা জলমগ্ন হয়েছে। স্থানীয় স্টেশন ম্যানেজারকে বিষয়টি জানানো হয়েছে, কোনও সুরাহা হয়নি।

স্থানীয় ক্ষীরকুণ্ডী নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনা বেগম জানিয়েছেন, জল নিকাশের জন্য তিনি চেষ্টার কোনও ত্রুটি রাখেননি। জেসিবি মেশিন দিয়ে ড্রেন সংস্কারের চেষ্টা করেছেন। নিকাশি নালা না থাকার কারণেই জল জমে যাচ্ছে। রেলের ড্রেন থাকলেও তা বুঝে গিয়েছে, ফলে এই সমস্যা হচ্ছে। এই প্রসঙ্গে পান্ডুয়া রেল স্টেশনের স্টেশন ম্যানেজার নাগেশ্বর পাশয়ান বলেছেন, তিনি রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের বিষয়টি জানিয়েছেন। তাঁরা বিষয়টি দেখবেন বলেছেন। রেলের নিকাশি নালা পরিষ্কার করার কথা বলা হয়েছে। দু এক দিনের মধ্যেই ড্রেন পরিষ্কার করার কাজ হবে।
ছবি পার্থ রাহা।


#Hooghly #Pandua #Waterlogged #Heavy rainfall



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন

জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘‌প্রতিবাদী’‌...

শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...

নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...

৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...

বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...



সোশ্যাল মিডিয়া



08 24