শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: ড্রেনের উপর বসেছে দোকান, বেহাল রেলের নিকাশি, জলমগ্ন পান্ডুয়ার বিস্তীর্ণ এলাকা

Pallabi Ghosh | ০৩ আগস্ট ২০২৪ ১৭ : ১০Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: নালার উপর দোকান। বুজেছে নিকাশি। বৃষ্টির জল যাওয়ার জায়গা নেই। জমা জল রাস্তা উপচে বাড়ির উঠোন রান্নাঘর বৈঠকখানা ছাপিয়ে সোজা পৌঁছেছে বেডরুমে। গত দু'দিন ধরে জলমগ্ন পান্ডুয়ার ‌‍ক্ষীরখুন্ডি নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের উত্তরায়ন এলাকা। চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে প্রায় আড়াইশ পরিবার।

বাড়ির ভিতর জল থৈথৈ করছে। রান্নাঘর, বেডরুম, বৈঠকখানা জলে ভাসছে। ঘরের ভেতরে আনাগোনা করছে সাপ ব্যাঙ। রান্না, খাওয়া শিকেয় তুলে জল নামার অপেক্ষায় প্রহর গুনছেন বাসিন্দারা। এক হাঁটু জল পেরিয়ে স্কুলে যাচ্ছে স্কুল পড়ুয়ারা। গোটা এলাকার জল নিকাশির একমাত্র মাধ্যম পাণ্ডুয়া স্টেশন সংলগ্ন রেলের নিকাশি নালা। সেটা বেশ কয়েক বছর সংস্কার হয়নি। নালা বন্ধ হয়ে রয়েছে। শুধু তাই নয়, তার উপরে দোকান বানিয়ে বসে দেদার চলছে ব্যবসা।

শুক্রবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পান্ডুয়া স্টেশন সংলগ্ন দক্ষিণ দিকের নালা জেসিবি মেশিন দিয়ে সংস্কারের চেষ্ঠা চালানো হয়। কোনও সুরাহা হয়নি। স্থানীয় বাসিন্দা শম্পা ঘোষের অভিযোগ, রেলের নালার উপর দোকান বসেছে। নালা বুজে গেছে। ছেলে, শ্বশুর-শাশুড়িকে নিয়ে কষ্টের মধ্যে তার দিন কাটছে। কোনওরকমে রান্না করছেন। ঘরের ভেতর সাপ, ব্যাঙ ডুকছে। পরিবার নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় পল্লব মুখার্জি বলেছেন, বৃষ্টি শুরু হওয়ার পরই কয়েক ঘণ্টার মধ্যেই গোটাপাড়া জলমগ্ন হয়ে যায়। এলাকায় নিকাশি বলতে তেমন কিছুই নেই। স্টেশন সংলগ্ন রেলের নিকাশি নালা ছিল একমাত্র ভরসা। ওই নালার মাধ্যমে এলাকার জল বেরিয়ে যেত। সেই নালা বন্ধ হয়ে থাকায় গোটা এলাকা জলমগ্ন হয়েছে। স্থানীয় স্টেশন ম্যানেজারকে বিষয়টি জানানো হয়েছে, কোনও সুরাহা হয়নি।

স্থানীয় ক্ষীরকুণ্ডী নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনা বেগম জানিয়েছেন, জল নিকাশের জন্য তিনি চেষ্টার কোনও ত্রুটি রাখেননি। জেসিবি মেশিন দিয়ে ড্রেন সংস্কারের চেষ্টা করেছেন। নিকাশি নালা না থাকার কারণেই জল জমে যাচ্ছে। রেলের ড্রেন থাকলেও তা বুঝে গিয়েছে, ফলে এই সমস্যা হচ্ছে। এই প্রসঙ্গে পান্ডুয়া রেল স্টেশনের স্টেশন ম্যানেজার নাগেশ্বর পাশয়ান বলেছেন, তিনি রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের বিষয়টি জানিয়েছেন। তাঁরা বিষয়টি দেখবেন বলেছেন। রেলের নিকাশি নালা পরিষ্কার করার কথা বলা হয়েছে। দু এক দিনের মধ্যেই ড্রেন পরিষ্কার করার কাজ হবে।
ছবি পার্থ রাহা।


#Hooghly #Pandua #Waterlogged #Heavy rainfall



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সকাল থেকেই শীতের শিরশিরানি, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা জানুন ক্লিক করে ...

ফুটবলারের রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য, তদন্তে পুলিশ...

Exclusive: ১৩ বছর বয়সে বাল্য বিবাহ, মা-ই  নামিয়েছিল দেহ ব্যবসায়, উদ্ধার হয়ে সমাজে ফিরে এল ' তিলোত্তমা'...

দাউদাউ করে জ্বলছে রিষড়া ওয়েলিংটন জুট মিল, ঘটনাস্থলে দমকল...

বাড়ির ছাদে হঠাৎ বিকট শব্দ! তড়িঘড়ি ছুটে গিয়ে মহিলা দেখলেন রক্তে ভাসছে ছাদ, তারপর যা হল.......

ব্যাগে রাখা টাকা না পেয়ে স্কুলেই পড়ুয়াদের পোশাক খুলিয়ে মার শিক্ষিকার...

শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...

দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...

নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...

বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...

৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...

বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...

বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...

সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...

বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...

লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...

রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...



সোশ্যাল মিডিয়া



08 24