মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: ড্রেনের উপর বসেছে দোকান, বেহাল রেলের নিকাশি, জলমগ্ন পান্ডুয়ার বিস্তীর্ণ এলাকা

Pallabi Ghosh | ০৩ আগস্ট ২০২৪ ১৭ : ১০Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: নালার উপর দোকান। বুজেছে নিকাশি। বৃষ্টির জল যাওয়ার জায়গা নেই। জমা জল রাস্তা উপচে বাড়ির উঠোন রান্নাঘর বৈঠকখানা ছাপিয়ে সোজা পৌঁছেছে বেডরুমে। গত দু'দিন ধরে জলমগ্ন পান্ডুয়ার ‌‍ক্ষীরখুন্ডি নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের উত্তরায়ন এলাকা। চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে প্রায় আড়াইশ পরিবার।

বাড়ির ভিতর জল থৈথৈ করছে। রান্নাঘর, বেডরুম, বৈঠকখানা জলে ভাসছে। ঘরের ভেতরে আনাগোনা করছে সাপ ব্যাঙ। রান্না, খাওয়া শিকেয় তুলে জল নামার অপেক্ষায় প্রহর গুনছেন বাসিন্দারা। এক হাঁটু জল পেরিয়ে স্কুলে যাচ্ছে স্কুল পড়ুয়ারা। গোটা এলাকার জল নিকাশির একমাত্র মাধ্যম পাণ্ডুয়া স্টেশন সংলগ্ন রেলের নিকাশি নালা। সেটা বেশ কয়েক বছর সংস্কার হয়নি। নালা বন্ধ হয়ে রয়েছে। শুধু তাই নয়, তার উপরে দোকান বানিয়ে বসে দেদার চলছে ব্যবসা।

শুক্রবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পান্ডুয়া স্টেশন সংলগ্ন দক্ষিণ দিকের নালা জেসিবি মেশিন দিয়ে সংস্কারের চেষ্ঠা চালানো হয়। কোনও সুরাহা হয়নি। স্থানীয় বাসিন্দা শম্পা ঘোষের অভিযোগ, রেলের নালার উপর দোকান বসেছে। নালা বুজে গেছে। ছেলে, শ্বশুর-শাশুড়িকে নিয়ে কষ্টের মধ্যে তার দিন কাটছে। কোনওরকমে রান্না করছেন। ঘরের ভেতর সাপ, ব্যাঙ ডুকছে। পরিবার নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় পল্লব মুখার্জি বলেছেন, বৃষ্টি শুরু হওয়ার পরই কয়েক ঘণ্টার মধ্যেই গোটাপাড়া জলমগ্ন হয়ে যায়। এলাকায় নিকাশি বলতে তেমন কিছুই নেই। স্টেশন সংলগ্ন রেলের নিকাশি নালা ছিল একমাত্র ভরসা। ওই নালার মাধ্যমে এলাকার জল বেরিয়ে যেত। সেই নালা বন্ধ হয়ে থাকায় গোটা এলাকা জলমগ্ন হয়েছে। স্থানীয় স্টেশন ম্যানেজারকে বিষয়টি জানানো হয়েছে, কোনও সুরাহা হয়নি।

স্থানীয় ক্ষীরকুণ্ডী নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনা বেগম জানিয়েছেন, জল নিকাশের জন্য তিনি চেষ্টার কোনও ত্রুটি রাখেননি। জেসিবি মেশিন দিয়ে ড্রেন সংস্কারের চেষ্টা করেছেন। নিকাশি নালা না থাকার কারণেই জল জমে যাচ্ছে। রেলের ড্রেন থাকলেও তা বুঝে গিয়েছে, ফলে এই সমস্যা হচ্ছে। এই প্রসঙ্গে পান্ডুয়া রেল স্টেশনের স্টেশন ম্যানেজার নাগেশ্বর পাশয়ান বলেছেন, তিনি রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের বিষয়টি জানিয়েছেন। তাঁরা বিষয়টি দেখবেন বলেছেন। রেলের নিকাশি নালা পরিষ্কার করার কথা বলা হয়েছে। দু এক দিনের মধ্যেই ড্রেন পরিষ্কার করার কাজ হবে।
ছবি পার্থ রাহা।


Hooghly Pandua Waterlogged Heavy rainfall

নানান খবর

নানান খবর

চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপট চলবে উত্তর থেকে দক্ষিণে, আপনার জেলায় কবে দুর্যোগ জানুন ক্লিক করে 

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে ৭ মে, কখন কোথায় দেখা যাবে রেজাল্ট, জানাল সংসদ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে পুলিশের জালে বিল্লি আর মনি

'অশান্ত' সামশেরগঞ্জ থেকে উদ্ধার সাম্প্রতিক সময়ের সবথেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট', গ্রেপ্তার দুই

বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘিতে ডুবে মৃত্যু তিন শিশুর

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর

ভরসন্ধেয় আসানসোলে চলল গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে

তীব্র গরম থেকে রেহাই, শিলাবৃষ্টিতে স্বস্তি ফিরল বাঁকুড়ায়

'কাশ্মীরে ২৬ পর্যটক আর কুম্ভমেলায় মৃত্যু হয়েছে ১০০ পুণ্যার্থীর, সংসদে আলোচনা চাই', আর্জি কল্যাণের

অনাথ আশ্রমে প্রয়াত মৌ রায়চৌধুরীর স্মরণসভা, গানে-কথায় শ্রদ্ধাজ্ঞাপন

দিঘার পর্যটন ব্যবসায়ে নতুন জোয়ার, জগন্নাথ ধামের উদ্বোধনে বাড়ছে পর্যটকদের ভিড়

সোশ্যাল মিডিয়া