শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৩ আগস্ট ২০২৪ ১৭ : ১০Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: নালার উপর দোকান। বুজেছে নিকাশি। বৃষ্টির জল যাওয়ার জায়গা নেই। জমা জল রাস্তা উপচে বাড়ির উঠোন রান্নাঘর বৈঠকখানা ছাপিয়ে সোজা পৌঁছেছে বেডরুমে। গত দু'দিন ধরে জলমগ্ন পান্ডুয়ার ক্ষীরখুন্ডি নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের উত্তরায়ন এলাকা। চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে প্রায় আড়াইশ পরিবার।
বাড়ির ভিতর জল থৈথৈ করছে। রান্নাঘর, বেডরুম, বৈঠকখানা জলে ভাসছে। ঘরের ভেতরে আনাগোনা করছে সাপ ব্যাঙ। রান্না, খাওয়া শিকেয় তুলে জল নামার অপেক্ষায় প্রহর গুনছেন বাসিন্দারা। এক হাঁটু জল পেরিয়ে স্কুলে যাচ্ছে স্কুল পড়ুয়ারা। গোটা এলাকার জল নিকাশির একমাত্র মাধ্যম পাণ্ডুয়া স্টেশন সংলগ্ন রেলের নিকাশি নালা। সেটা বেশ কয়েক বছর সংস্কার হয়নি। নালা বন্ধ হয়ে রয়েছে। শুধু তাই নয়, তার উপরে দোকান বানিয়ে বসে দেদার চলছে ব্যবসা।
শুক্রবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পান্ডুয়া স্টেশন সংলগ্ন দক্ষিণ দিকের নালা জেসিবি মেশিন দিয়ে সংস্কারের চেষ্ঠা চালানো হয়। কোনও সুরাহা হয়নি। স্থানীয় বাসিন্দা শম্পা ঘোষের অভিযোগ, রেলের নালার উপর দোকান বসেছে। নালা বুজে গেছে। ছেলে, শ্বশুর-শাশুড়িকে নিয়ে কষ্টের মধ্যে তার দিন কাটছে। কোনওরকমে রান্না করছেন। ঘরের ভেতর সাপ, ব্যাঙ ডুকছে। পরিবার নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় পল্লব মুখার্জি বলেছেন, বৃষ্টি শুরু হওয়ার পরই কয়েক ঘণ্টার মধ্যেই গোটাপাড়া জলমগ্ন হয়ে যায়। এলাকায় নিকাশি বলতে তেমন কিছুই নেই। স্টেশন সংলগ্ন রেলের নিকাশি নালা ছিল একমাত্র ভরসা। ওই নালার মাধ্যমে এলাকার জল বেরিয়ে যেত। সেই নালা বন্ধ হয়ে থাকায় গোটা এলাকা জলমগ্ন হয়েছে। স্থানীয় স্টেশন ম্যানেজারকে বিষয়টি জানানো হয়েছে, কোনও সুরাহা হয়নি।
স্থানীয় ক্ষীরকুণ্ডী নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনা বেগম জানিয়েছেন, জল নিকাশের জন্য তিনি চেষ্টার কোনও ত্রুটি রাখেননি। জেসিবি মেশিন দিয়ে ড্রেন সংস্কারের চেষ্টা করেছেন। নিকাশি নালা না থাকার কারণেই জল জমে যাচ্ছে। রেলের ড্রেন থাকলেও তা বুঝে গিয়েছে, ফলে এই সমস্যা হচ্ছে। এই প্রসঙ্গে পান্ডুয়া রেল স্টেশনের স্টেশন ম্যানেজার নাগেশ্বর পাশয়ান বলেছেন, তিনি রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের বিষয়টি জানিয়েছেন। তাঁরা বিষয়টি দেখবেন বলেছেন। রেলের নিকাশি নালা পরিষ্কার করার কথা বলা হয়েছে। দু এক দিনের মধ্যেই ড্রেন পরিষ্কার করার কাজ হবে।
ছবি পার্থ রাহা।
#Hooghly #Pandua #Waterlogged #Heavy rainfall
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
মাদক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে, আগাম জামিন চাইতে গিয়ে জুটলো জেল ...
অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...
কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...
নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...
বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...
মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...
বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...
আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো, র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...
বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...
বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...
অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...
বড়দিনের ‘উপহার’ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...
মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...
আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...
বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...
চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...