আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডের বিরুদ্ধে এসেছে জয়। গুজরাটের বিরুদ্ধে আসবে? ইডেনে তৃতীয় দিনের শেষে বলতেই হচ্ছে অ্যাডভান্টেজ বাংলা। শাহবাজ আহমেদ, মহম্মদ সামির দাপটে অল্প রানে গুটিয়ে যায় গুজরাট। ১১২ রানের লিড পায় বাংলা। জবাবে ব্যাট করতে নেমে বাংলার স্কোর দিনের শেষে ৬ উইকেটে ১৭০। অর্থাৎ ২৮২ রানে এগিয়ে বাংলা।
 
 ১০৭/৭ অবস্থায় তৃতীয় দিনের খেলা শুরু করেছিল গুজরাট। শুরুতেই চিন্তন গাজার উইকেট হারায় তারা। তাঁকে ফিরিয়ে প্রত্যাবর্তনের ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন শাহবাজ। এরপর আরজান নাগওয়াসওয়ালার সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন গুজরাট অধিনায়ক মানান হিংরাজিয়া। জুটি ভাঙেন সেই শাহবাজই। তাঁর বলেই এলবিডবলিউ হন আরজান। এরপর কিছুটা চালিয়ে খেলে গুজরাটের রান ১৬৭ তে নিয়ে যান হিংরাজিয়া। তিনি ৮০ রানে অপরাজিত থাকলেও সামির শিকার হন প্রিয়জিতসিং জাদেজা। বাংলার হয়ে ৩৪ রানে ৬ উইকেট পেয়েছেন শাহবাজ। ৪৪ রানে ৩ উইকেট পান সামি। একটি মাত্র উইকেট পেয়েছেন আকাশদীপ।
 
 প্রথম ইনিংসের সুবাদে ১১২ রানের লিড ছিল বাংলার। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাট করছিলেন সুদীপ ঘরামি এবং অভিমন্যু ঈশ্বরণ। তবে আচমকাই তাল কেটে যায়। সিদ্ধার্থ দেশাইয়ের বলে ২৫ রানে আউট হন বাংলার অধিনায়ক। ঠিক দু’ওভার পরেই আউট হন প্রথম ইনিংসে ৫৬ রান করা কাজি জুনায়েদ সাইফি (১)। তবে সোমবার রান পেয়েছেন অনুষ্টুপ মজুমদার। তৃতীয় দিনের শেষে অপরাজিত রয়েছেন তিনি। ব্যাট হাতে শাহবাজ আহমেদ ঝোড়ো শুরু করেও ২০ রানে সাজঘরে ফেরেন। বাংলার রান যখন ৬ উইকেটে ১৭০, কম আলোর কারণে খেলা বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে ২৮২ রানে এগিয়ে রয়েছে বাংলা। চতুর্থ দিন কি জিততে পারবে বাংলা? রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 
 
 
