শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১০ জুলাই ২০২৪ ২০ : ১৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: তৃতীয় টি-২০ ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত। প্রথম ম্যাচে শুভমন গিলদের হারিয়ে চমক দেওয়ার পর বাকি দুই ম্যাচে আত্মসমর্পণ জিম্বাবোয়ের। বুধবার হারারে স্পোর্টস ক্লাবে ২৩ রানে জিতে সিরিজ ২-১ এ এগিয়ে গেলেন শুভমন গিলরা। ৬৬ রান করেন ভারত অধিনায়ক। বল হাতে ৩ উইকেট ওয়াশিংটন সুন্দরের। ম্যাচের সেরা ভারতের অলরাউন্ডার। একমাত্র ডিয়ন মেয়ার্স ছাড়া জিম্বাবোয়ের কোনও ব্যাটার রান পায়নি। ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে ভারত। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানে শেষ হয় জিম্বাবোয়ের ইনিংস।
প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠিয়ে হারতে হয় ভারতকে। তাই পরের দুই ম্যাচে কোনও ঝুঁকি নেননি শুভমন। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথম উইকেটে ৬৭ রান যোগ করে শুভমন গিল, যশস্বী জয়েসওয়াল জুটি। বিশ্বকাপের দলে থাকলেও খেলার সুযোগ হয়নি। প্রায় দেড় মাস পর বাইশ গজে ব্যাট হাতে নামেন। শুরুতে কয়েকটা বড় শটও হাঁকান। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি যশস্বী। ২টি ছয়, ৪টি চারের সাহায্যে ২৭ বলে ৩৬ রান করেন।
রানে ফেরেন গিল। আরও একটি অর্ধশতরান তুলে নেন। ৩৬ বলে ৫০ রানে পৌঁছে যান। শেষপর্যন্ত ৪৯ বলে ৬৬ রান করে আউট হন শুভমন। ইনিংসে ছিল ৩টি ছয়, ৭টি চার। রান পাননি অভিষেক শর্মা। প্রথম দুই ম্যাচে ওপেন করলেও, যশস্বী দলে ফিরতেই ওয়ান ডাউনে জায়গা হয় তাঁর। কিন্তু ব্যর্থ। মাত্র ১০ রানে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। মাত্র ১ রানের জন্য ব্যাক টু ব্যাক অর্ধশতরানের থেকে বঞ্চিত হন ঋতুরাজ গায়কোয়াড়। ৩টি ছয়, ৪টি চারের সাহায্যে ২৮ বলে ৪৯ রান করে আউট হন। ১২ রানে অপরাজিত থাকেন সঞ্জু। জোড়া উইকেট পান সিকান্দর রাজা এবং ব্লেসিং মুজারাবানি।
রান তাড়া করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে শুরু করে জিম্বাবোয়ে। মাত্র ৩৯ রানে ৫ উইকেট পড়ে যায়। আবেশ খান, খলিল আহমেদ টপ অর্ডারকে ফিরিয়ে দেন। বাকি কাজটা সারেন ওয়াশিংটন সুন্দর। তিন উইকেট তুলে নেন। ভারতীয় বোলারদের সামনে আত্মসমর্পণ জিম্বাবোয়ে টপ অর্ডারের। একমাত্র সফল ব্যাটার ডিয়ন মেয়ার্স। ৪৯ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল ১টি ছয়, ৭টি চার। তবে ভারতের শেষদিকের বোলিং চিন্তায় রাখবে। লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ৩৭ রান যোগ করেন ক্লাইভ মাদান্ডে। কিন্তু দলের হার বাঁচাতে পারেননি।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
আলবার্তোর জোড়া গোল, হাফ টাইমে পিছিয়ে পড়েও পাঞ্জাব বধ মোহনবাগানের...
তৈরি হয়েছে বিতর্ক, কাটা গিয়েছে ম্যাচ-ফি, এত কাণ্ডের পরেও মেলবোর্নে নাচছেন কোহলি, ব্যাপারটা কী?...
কনস্টাসের উত্থানের পিছনে রয়েছেন এক বাঙালি কোচ, জেনে নিন খবরের ভিতরের খবর...
বুমরা-সিরাজকে ব্যাট হাতে তুলোধোনা, বাবার এই ভুল কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছিল কনস্টাসকে...
অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...
'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও...
বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজিত হয় কেন? জেনে নিন আসল কারণ ...
মেলবোর্নে কোহলির বড়দিন, অনুষ্কার সঙ্গে ক্যাফেতে, হাঁটলেন ব্যস্ত রাস্তায়, ভিডিও ভাইরাল ...
'একদল নির্বোধ ১৮ বছর বয়সে আমাকে দলে নিয়েছিল', ১৯ বছরের কনস্টাসের অভিষেকের আগে বার্তা কামিন্সের ...
সান্তা সাজে ক্যাপ্টেন কুল, বক্সিং ডে টেস্টের আগে বিরাটরা কী উপহার চাইলেন মাহির কাছে?...
দর্শকদের বললেন চুপ থাকতে, মেলবোর্নে ভারতীয় দলের অনুশীলনে অন্য কোহলিকে দেখল অস্ট্রেলিয়া...
কেমন আছেন কাম্বলি? জানুন চিকিৎসক কী বলছেন
'ও তো আমেরিকায় কৃষকদের লিগে খেলে', মেসিকে তীব্র আক্রমণ কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলারের ...
অনুশীলনে বলের গ্রিপ নিয়ে রোহিতের পরীক্ষা নিরীক্ষা, মেলবোর্ন টেস্টে কি বল করবেন ভারত অধিনায়ক? ...
পাড়ুকোন ব্যাডমিন্টন স্কুল ও বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির শীতকালীন ক্যাম্প শেষ হল বানতলায়, উঠতি খেলোয়াড়দের দক্ষতা বাড...