বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
সম্পূর্ণ খবর

কৃষানু মজুমদার | ৩০ জুলাই ২০২৫ ২৩ : ৩৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: গত মরশুমের ডুরান্ড কাপ ফাইনালিস্ট ও আইএসএলের জোড়া খেতাবজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট পরবর্তী ক্লাব মরশুমের প্রথম ম্যাচ খেলতে নামলে তাদের কাছে যথেষ্ট প্রত্যাশা থাকবেই। চিরপ্রতিদ্বন্দ্বী মহমেডান এসসি-র বিরুদ্ধে এই প্রত্যাশার চাপ সামলে সফল হওয়া তাই কঠিন চ্যালেঞ্জ বলেই মনে করছে সবুজ-মেরুন শিবির। বৃহস্পতিবার এই চ্যাালেঞ্জ নিয়েই যুবভারতী ক্রীড়াঙ্গনে নামবে তারা।
সপ্তাহখানেক আগে মহমেডান এসসি চলতি ডুরান্ড কাপের প্রথম ম্যাচে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেয় নবাগত ডায়মন্ড এফসি-র বিরুদ্ধে। কিন্তু এক গোলে এগিয়ে যাওয়ার পরও ১-২-এ হারতে হয় তাদের। মূলত ফিনিশিংয়ের দক্ষতার অভাবই সেই ম্যাচে ভোগায় তাদের। তবে সে দিন তাদের খেলায় যথেষ্ট লড়াকু মনোভাব দেখা যায়, যা সমস্যায় ফেলতে পারে বাগান-বাহিনীকে।
মোহনবাগান সুপার জায়ান্ট জাতীয় ক্লাব মরশুমের প্রথম ম্যাচেই পূর্ণশক্তির দল নামাবে কি না, এই নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। কারণ, কয়েক দিন আগেই প্রস্তুতি শুরু করেছেন তাদের তারকা ফুটবলাররা। বরং অনেক আগে থেকে অনুশীলন শুরু করে এখন ম্যাচের মধ্যে আছেন তাদের রিজার্ভ দলের ফুটবলাররা। তাই বৃহস্পতিবারের ডার্বিতে যুব ফুটবলারদের অনেককেই দেখা যেতে পারে।
আরও পড়ুন: ওভালে বড় ঝুঁকি নিতে চলেছে ভারত, শেষ টেস্টে খেলতে পারেন তারকা ক্রিকেটার, কে তিনি?
বুধবার মোহনবাগান সুপার জায়ান্টের সহকারী কোচ বাস্তব রায়ও তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন। সাংবাদিকদের তিনি বলেন, “মনবীর সিংয়ের পেশীতে সমস্যা রয়েছে। ও ছাড়া সবাই স্কোয়াডে থাকবে। তবে তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণে দল নামাব কাল। প্রথম এগারোয় কারা থাকবে, সে সিদ্ধান্ত ম্যাচের দিন সকালেই নেব”।
ডুরান্ড কাপে এই গ্রুপই সবচেয়ে কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই গ্রুপ ‘বি’-র প্রথম ম্যাচে ডায়মন্ড হারবার এফসি তাদের অভিজ্ঞ স্লোভেনিয়ান তারকা লুকা মাজেনের করা শেষ মুহূর্তের গোলে জেতায় তারাই এখন তিন পয়েন্ট নিয়ে শীর্ষে। বৃহস্পতিবারের ডার্বি কোনও ভাবে যদি ড্র হয়, তা হলে সবচেয়ে বেশি খুশি হবে তারাই। যেহেতু প্রতি গ্রুপ থেকে সেরা দলই নক আউটে উঠবে, তাই বৃহস্পতিবার দুই দলের কাছেই জয় খুব জরুরি। তাই বাস্তব বলেন, “ডুরান্ড কাপের ফরম্যাট এমন, যেখানে একটা ম্যাচে এদিক-ওদিক হলেই ছিটকে যেতে হতে পারে। তাই এখানে জেতা ছাড়া কোনও লক্ষ্য নেই”।
মহমেডান প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এটি তাদের কাছে মরণ-বাঁচন ম্যাচ বলা যায়। মোহনবাগান সুপার জায়ান্টকে হারাতে না পারলে তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতে পারে। তাদের দলও তরুণ ফুটবলারে ভরা। কোচ মেহরাজউদ্দিন ওয়াডু দলগত খেলার ওপরই জোর দিচ্ছেন।
প্রথম ম্যাচেও যে মহমেডান দল হিসেবেই খেলেছে, তা মানছেন বাস্তব। তাই প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন তিনি। বলেন, “মহমেডান যুব দল। দল হিসেবে খেলেছে ওরা। তাই ওরা বিপজ্জনক হয়ে উঠতেই পারে। ওরা একটা ম্যাচ খেলে ফেলেছে। আমাদের এটাই প্রথম ম্যাচ। তাই আমাদেরই কাল বেশি পরিশ্রম করতে হবে। আমাদের পক্ষে ম্যাচটা সোজা হবে না। ওরা যেহেতু হেরে গিয়েছে, এই ম্যাচে জেতা জরুরি। তাই দ্বিগুন উজ্জীবিত হয়ে মাঠে নামবে ওরা। তবে আমরাও তৈরি। জেতার জন্যই দল মাঠে নামবে”।
গতবার ডুরান্ড কাপের গ্রুপ শীর্ষে থেকে নক আউট পর্বে ওঠা মোহনবাগান সুপার জায়ান্ট শেষ আটে পাঞ্জাব এফসি-কে ও শেষ চারে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে ফাইনালে ওঠে। তবে ফাইনালে হেরে যায় তারা। নক আউটে তাদের তিনটি ম্যাচেই ফয়সালা হয় পেনাল্টি শুট আউটে। প্রথম দু’বার সফল হলেও ফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি তাদের গোলকিপার বিশাল কয়েথ।
বৃহস্পতিবার দলকে নেতৃত্ব দেবেন তাদের তারকা গোলকিপার। গত আইএসএলে গোল্ডেন গ্লাভজয়ী বিশাল তাঁর এই নতুন ভূমিকা নিয়ে রোমাঞ্চিত। বলেন, “যে কোনও দলকে নেতৃত্ব দেওয়া কঠিন। আমার ওপর যে ভরসা রেখেছে দল, অধিনায়ক হওয়ার সুযোগ দিয়েছে, সে জন্য আমি কৃতজ্ঞ। কালকের ম্যাচে একশো শতাংশ দেওয়ার চেষ্টা করব”।
প্রতিপক্ষ মহমেডান এসসি-কে গুরুত্ব দিচ্ছেন ভারতীয় দলের গোলকিপারও। তারা সহজ প্রতিপক্ষ কি না জিজ্ঞেস করায় বলেন, “কোনও প্রতিপক্ষই সোজা হয় না। ওদের একটা ম্যাচ খেলা হয়ে গেছে। তাই আমাদের পক্ষে ম্যাচটা মোটেই সোজা হবে না।''
তাদের প্রথম এগারো যে রকমই হোক না কেন, পারফরম্যান্স ভাল হবে বলেই মনে করেন নতুন বাগান-অধিনায়ক। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমরা প্রত্যেকেই অনেক দিন ধরে একসঙ্গে খেলছি। তাই যে রকমই দল হোক, আশা করি ভালই খেলব। সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই সব সময়ই, এ বারেও তার ব্যতিক্রম হবে না”।
দুই ঐতিহ্যবাহী ক্লাবের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস বহু বছরের। তবে সাম্প্রতিককালে সাদা-কালো বাহিনীর সঙ্গে সবুজ-মেরুন ব্রিগেডের ফুটবল-যুদ্ধ বেশ একপেশেই হয়েছে। গত আইএসএলে প্রথমে ৩-০ ও পরে ৪-০-য় জেতে মোহনবাগান সুপার জায়ান্ট। বৃহস্পতিবার সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কি না আইএসএল চ্যাম্পিয়নরা, সেটাই দেখার।
গত ডুরান্ড কাপের গ্রুপ পর্বে তিনটির মধ্যে একটি মাত্র ম্যাচে জেতে মহমেডান। তাই নক আউটে ওঠা হয়নি তাদের। বৃহস্পতিবার জিততে না পারলে এ বারও গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার দিকে পা বাড়াবে তারা। সেই পরিস্থিতি এড়ানোর জন্য দেশের সেরা দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে কি না মহমেডান এসসি, এটিই লক্ষ্মীবারের কলকাতা ডার্বিতে সবচেয়ে বড় প্রশ্ন।
আরও পড়ুন: একসময়ের 'প্রতিপক্ষ' এখন 'বন্ধু', হামিদ ও রশিদের দেখা হয়েছিল আগেই, কে জিতেছিলেন? কেইবা হেরেছিলেন?
নানান খবর

মেসির রুদ্রমূর্তি, বিপক্ষের ফুটবলারের মুখের সামনে ছুড়লেন ঘুসি, ভাইরাল সেই মুহূর্ত

সেই হ্যান্ডশেক বিতর্কে ইংল্যান্ডকে বিঁধলেন প্রাক্তন অজি তারকা, সতর্ক করে দিলেন অস্ট্রেলিয়াকেও

লর্ডস থেকে ম্যাঞ্চেস্টার, উত্তেজনায় ভরপুর ইংল্যান্ড সিরিজের সমাপ্তি ওভালে, ভেবেই খুশিতে ডগমগ ক্রিকেট অস্ট্রেলিয়া, কারণ জানেন?

'তিনটি টেস্ট সিরিজ হেরে গেলে প্রবল চাপে পড়বে', গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার

৯৬১ দিনের অপেক্ষা! এবারও খুলল না কপাল, ইংল্যান্ড থেকে খালি হাতে ফিরছেন বাংলার তারকা

ওভালে বড় ঝুঁকি নিতে চলেছে ভারত, শেষ টেস্টে খেলতে পারেন তারকা ক্রিকেটার, কে তিনি?

এক ম্যাচের নিষেধাজ্ঞায় শাপে বর হল মেসির, কিন্তু কেন?

'কেউ আগুন নিয়ে খেলতে পছন্দ করে', বিয়ের মঞ্চে বরকে পরামর্শ ধোনির, ভাইরাল সেই ভিডিও

একসময়ের 'প্রতিপক্ষ' এখন 'বন্ধু', হামিদ ও রশিদের দেখা হয়েছিল আগেই, কে জিতেছিলেন? কেইবা হেরেছিলেন?

আবারও সে এসেছে ফিরিয়া, নিষেধাজ্ঞা শেষে অবসর ভেঙে ফিরলেন ৩৯ বছরের তারকা

মোহনবাগান দিবসে চাঁদের হাট, মিলল ভ্রাতৃত্বের ছোঁয়া

মোহনবাগানের ক্যান্টিন নিজের নামে করার অনুরোধ, লাইফ মেম্বারশিপের স্লট বুক করলেন টুটু বসু

নিলামে ২ কোটি টাকা খরচ করে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স, এবার তিনি টেস্ট দলকে নেতৃত্ব দেবেন

এশিয়া কাপের দলে নাও থাকতে পারেন এই তারকা পেসার, সামির সম্ভাবনাও নেই, আগাম ভবিষ্যদ্বাণী আকাশ চোপড়ার

পণ্ডিতহীন কেকেআর, আচম্বিতেই নাইট শিবির ছাড়লেন আইপিএল জয়ী কোচ

টলিউডে এবার ধর্মেন্দ্র হেমা মালিনী

কলকাতা ম্যাডিকেল কলেজে জাপানি রোগী নিয়ে চরম বিভ্রাট, ভাষা সমস্যায় বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ! আসছেন জাপানের রাষ্ট্রদূত

কবি সুভাষ স্টেশনের পর ফের কলকাতা মেট্রোয় বড় খবর, হাওড়া ময়দান শাখা নিয়ে এল বড় আপডেট

প্রথমবার জুটি বাঁধছেন রাহুল-সুদীপ্তা, কোন চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক?

সাইনবোর্ডে বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা, ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের মাঝেই বাঙালি অস্মিতায় শান এই পুরসভার

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় হুগলির বড় সাফল্য, ঝুলিতে এল ১৯টি স্বর্ণপদক

টিসিএস-মাইক্রোসফট-ইন্টেল, জুলাই মাস জুড়েই এই সংস্থাগুলি কর্মী ছাঁটাই করেছে হাজার হাজার, কারণ জেনে ভয়ে কাঁপছেন বাকিরা

ক্রেডিট কার্ডের লোন কী পার্সোনাল লোনের থেকে ভাল, দেখে নিন এই তথ্য

দেশজুড়ে সব রাজ্যেই হবে এসআইআর, জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন

রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন সলমন খান? কোন দলকে সমর্থন করে নতুন পদক্ষেপ নিচ্ছেন 'ভাইজান'?

পেটে সন্তান জেনেও লাথি, মাটিতে ফেলে মারধোর! ‘আমি না মরলে, মেরে ফেলবে ওরা’, মা’ কে মেসেজ করেই ওই কাজ করে বসলেন মেয়ে

লোকাল ট্রেনেই বৃষ্টি? ভিড় কামরায় ছাতা খুলে ঠাঁই দাঁড়িয়ে রইলেন! দৃশ্য ভাইরাল হতেই চাঞ্চল্য নেটপাড়ায়

শেষ সাত দিনে তিনটি! কলকাতায় ফের ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ি, ঘটনা এলাকায় চাঞ্চল্য

কত দ্রুত হাঁটেন সেটাই বলে দেবে কত আয়ু! বার্ধক্য দূরে রাখতে কত মাইল বেগে হাঁটা জরুরি?

অন্য রাজ্য থেকে অত্যাচারিত হয়ে যাঁরা ফিরে আসছেন তাঁদের পুজোয় নতুন জামা দিক ক্লাব-প্রশাসন, নেতাজি ইনডোর থেকে বললেন মমতা

সকাল বিকেল এই কাজ করলে অজান্তেই বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি! চিনে নিন ৫ মারণ-অভ্যাস

অবিশ্বাস্য! ছিল ৮৫ হাজার, এ বার লক্ষের গণ্ডি পেরিয়ে পুজোর সরকারি সাহায্য কত? ঘোষণা মমতার

পান্ডুয়ায় শিশুদের জন্য 'জননী আলয়' উদ্বোধন করলেন হুগলির সাংসদ

পাকিস্তানে তৈরি হল রহস্যময় বিমানবন্দর, কারা রয়েছে এর নেপথ্যে

পুজোর আগেই সুরা প্রেমীদের মাথায় হাত! বন্ধ হতে চলেছে বিষাদ ঘেরা সন্ধ্যার বিশ্বস্ত 'বন্ধু' ওল্ড মংক? জোর জল্পনা

হু হু করে কমছিল ওজন, মাত্র দু'বছরের সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটলেন অভিনেত্রী! কী হল তারপর?

সন্ধ্যা নামলেই ঘরবন্দি, কলকাতার এত কাছেও আতঙ্কে রাস্তায় বেরোতেন মেয়েরা, অপেক্ষায় প্রহর গুনতেন মায়েরাও, অবশেষে ‘শাপমুক্তি’

‘দু’জনে বিয়ে দিতে হবে, নইলে তোদের মেরে আমিও...”, মধ্যরাতে মেয়ের প্রেমিকের মাকে গিয়ে হুমকি বাবার

সুষম বীর্য মানে দীর্ঘ জীবন? নতুন গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য