শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | England-Switzerland: দুরন্ত সাকা, টাইব্রেকারে সুইসদের হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

Sampurna Chakraborty | ০৭ জুলাই ২০২৪ ০০ : ২৮Sampurna Chakraborty


ইংল্যান্ড - (১)

সুইজারল্যান্ড - (১)

আজকাল ওয়েবডেস্ক: ইউরো সেমিফাইনালে ইংল্যান্ড। শনিবার রাতে ডাসেলডর্ফে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে শেষ চারে চলে গেল হ্যারি কেনরা। পেনাল্টি শুটআউটে পাঁচে পাঁচ গ্যারেথ সাউথগেটের দলের। ইংল্যান্ডের হয়ে গোল করেন কোল পালমার, জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকা, আইভান টনি এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। সুইজারল্যান্ডের গোলদাতা ফ্যাবিয়ান‌ স্কার, শাকিরি, আমদৌনি। মিস করেন আকাঞ্জি। প্রথম শট বাঁচিয়ে দেন ইংল্যান্ড গোলকিপার পিকফোর্ড। এটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এখনও পর্যন্ত তিনটে কোয়ার্টার ফাইনালের মধ্যে দুটোর নিষ্পত্তি হল টাইব্রেকারে। ভাগ্য ভাল ইংল্যান্ডের। গোটা ইউরোয় নিজেদের ছন্দের ধারেকাছে না থেকেও শেষ চারে পৌঁছে গেল থ্রি লায়ন্সরা। 
নব্বই মিনিটের শেষে ১-১। প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। ৭৫ মিনিটে ব্রিল এমবোলোর গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। পাঁচ মিনিটে মধ্যে সমতা ফেরায় ইংল্যান্ড। গোল করেন বুকায়ো সাকা। ১২০ মিনিটের শেষেও ফয়সালা হয়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে সুযোগ কাজে লাগাতে পারলে নির্ধারিত সময়ের মধ্যেই রেজাল্ট হয়ে যেত। দুই দলই একাধিক সুযোগ পায়। তবে অতিরিক্ত সময়ে দু'বার ইংল্যান্ডের পতন রোখেন‌ গোলকিপার পিকফোর্ড। এক্সট্রা টাইমে আধিপত্য বেশি ছিল সুইসদের। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। এর আগে ১৯৯৬ সালের ইউরোয় গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দেশ। ম্যাচ ১-১ গোলে শেষ হয়।
প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই। শুরুতে বল ধরে খেলার চেষ্টা করে ইংল্যান্ড। প্রথম দশ মিনিটে আক্রমণে যাওয়ার চেষ্টা করে সাকা, ফোডেনরা। কিন্তু সুইস রক্ষণ ভাঙতে পারেনি। ১৫ মিনিটে গোল লক্ষ্য করে প্রথম শট ইংল্যান্ডের। কেনের পাস থেকে মাইনুর শট ব্লক করে সুইজারল্যান্ডের ডিফেন্ডাররা। ডানদিক দিয়ে বেশ কয়েকবার বক্সে ঢুকে পড়েন সাকা। প্রথম কোয়ার্টারে বলের দখল ইংল্যান্ডের বেশি ছিল। বিপক্ষ রক্ষণে চাপ সৃষ্টি করেন সাকা। বেশ কয়েকবার ইংল্যান্ডের বক্সেও ঢুকে পড়ে সুইজারল্যান্ডের স্ট্রাইকিং ফোর্স। ইংল্যান্ডের আক্রমণ সাকাকে কেন্দ্র করেই হয়। এদিন গোটা ম্যাচে অনবদ্য পারফরম্যান্স তাঁর। প্রথমার্ধের শেষ কোয়ার্টারে বেশ কয়েকটা সুযোগ পায় সুইজারল্যান্ডও। কিন্তু কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়।

ম্যাচের ৭৫ মিনিটে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমবোলো। এনডয়ের উদ্দেশে বল বাড়ান স্কার। তাঁর পাস স্টোনসের পায়ে লাগলেও তিনি ব্লক করতে পারেনি। সামনে ফাঁকা গোলে ঠেলে দেন এমবোলো। পিছিয়ে পড়ার চার মিনিটের মধ্যে একসঙ্গে তিনটে পরিবর্তন করেন গ্যারেথ সাউথগেট। লুক শ, এবেরেচি এজে এবং কোল পালমারকে নামান। তার এক মিনিটের মধ্যে সমতা ফেরায় ইংল্যান্ড। রাইসের পাস থেকে কাট করে ঢুকে বক্সের মাথা থেকে কোনাকুনি বাঁ পায়ের শটে গোল করেন সাকা। ১-১ হওয়ার পর আরও আগ্রাসী দেখায় ইংল্যান্ডকে। তবে আর গোলমুখ খুলতে পারেনি। ম্যাচের অন্তিমলগ্নে সুযোগ মিস সুইসদের। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু রাইস এবং বেলিংহ্যামের শট বাঁচান সুইস কিপার সোমার।‌ এক্সট্রা টাইমে বিজজ্জনকে দেখায় সুইজারল্যান্ডকে। কিন্তু দুর্গ অক্ষত রাখেন পিকফোর্ড। শেষমেষ সুযোগ নষ্টের খেসারত দিতে হল। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

পারথে লড়াই বোলারে বোলারে, ভারতীয় বোলিংয়ের সামনে কাবু অস্ট্রেলিয়া, একদিনে পড়ল ১৭ উইকেট...

ধ্বংসলীলা চালাচ্ছেন ভারতীয় বোলাররা, পারথে কম রানেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলল ভারত...

সেদিনের বন্দনাই আজকের বনি, চাকরি হারিয়ে সমাজের কাছে দু' মুঠো ভাত চাইছেন একসময়ের তারকা ফুটবলার...

‘নিলামে কোথায় যাচ্ছ?’,ব্যাটিংয়ের মাঝেই পন্থকে লক্ষ্য করে চলল স্লেজিং, ভাইরাল ভিডিও...

পার্থ–এর মাটিতে লজ্জায় মাথা হেঁট ভারতের, ১৫০ রানে গুটিয়ে গেল ইনিংস...

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে পাকিস্তান...

আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...

আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...

কলকাতা ফুটবলের আকাশে নতুন নাম ইউকেএসসি

এই আম্পায়ার মাঠে থাকলেই কপাল খারাপ ভারতের! প্রকাশ্যে পারথ টেস্টের আম্পায়ার এবং ধারাভাষ্যকারদের তালিকা...

পারথে অগ্নিপরীক্ষা, কপিলের উদাহরণ দিয়ে বুমরাকে তাতালেন বিশ্বজয়ী দলের সদস্য...

মুম্বই-আহমেদাবাদ নয়, ২০৩৬ অলিম্পিকের ভেন্যু হওয়ার দৌড়ে এগিয়ে এই দুই শহর ...

ভারতীয় ক্রিকেটের ব্যাড বয়ের জন্য নিলামে ঝাঁপাতে পারে একাধিক দল, ২০ কোটিতে বিকোতে পারেন তারকা ...

কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছিলেন রিঙ্কু, সেই যশকেই পাঠানো হল পারথে, কিন্তু কেন? ...

টেনশনের ম্যাচে চীনকে হারাল ভারত, তৃতীয়বার এশিয়াসেরা ভারতের মেয়েরা ...



সোশ্যাল মিডিয়া



07 24