মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৫ জুন ২০২৪ ০৩ : ০৯Sampurna Chakraborty
ইতালি - ১ (জাকাগনি)
ক্রোয়েশিয়া - ১ (মদ্রিচ)
আজকাল ওয়েবডেস্ক: ম্যাচ শেষ হতে কয়েক সেকেন্ড বাকি। সাইড লাইনে টেনশনে জার্সি কামড়াচ্ছেন লুকা মদ্রিচ। বল ক্রোয়েশিয়ানদের পায়ে। তাঁদের কাজ ছিল শুধু বলের দখল রাখা। কিন্তু মাঝমাঠে বিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নেন কালাফিওরি। বাঁ দিকে ম্যাথিয়া জাকাগনির উদ্দেশে বল বাড়ান। বক্সের মাথা থেকে ডান পায়ের দূরপাল্লার শটে নিখুঁত প্লেসিং ইতালীয়র। বাঁচানোর কোনও সুযোগ ছিল না লিভাকোভিচের। মুহূর্তের মধ্যে নায়ক থেকে ট্র্যাজিক নায়ক বনে গেলেন লুকা মদ্রিচ। নতুন হিরো খুঁজে পেল ইতালি। জাকাগনির শেষ মিনিটের গোলে নাটকীয় পট পরিবর্তন। স্পেনের পর শেষ ষোলোয় ইতালি। সোমবার ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ বি থেকে দ্বিতীয় দল হিসেবে প্রি-কোয়ার্টারের ছাড়পত্র সংগ্রহ করলেন পেল্লিগ্রিনি, ডোন্নারুম্মারা। অধিনায়কের গোলে এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। মদ্রিচের ৫৫ মিনিটে করা গোল দু'দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারত। ম্যাচ সেদিকেই গড়াচ্ছিল। কিন্তু শেষ কয়েক সেকেন্ডে বদলে গেল ম্যাচের রং। এটাই ফুটবল। তিন ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে পরের রাউন্ডে ইতালি। গ্রুপের অন্য ম্যাচে আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের একনম্বর দল হিসেবে শেষ ষোলোয় স্পেন। ইতালি ম্যাচের দলে এদিন দশটি পরিবর্তন করেন স্পেনের কোচ। দ্বিতীয় দল নিয়েও আলবেনিয়ার বিরুদ্ধে সহজ জয়। একমাত্র গোল করেন ফার্নান্দো টোরেস। ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ক্রোয়েশিয়া। বেস্ট অফ থ্রি হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই। কারণ এমন অনেক দল রয়েছে যারা একটি করে ম্যাচ জিতেছে। আলবেনিয়ার সঙ্গে ড্র করাই কাল হল ক্রোটদের।
এদিন গোলের সুযোগ অনেক বেশি ছিল ইতালির। কিন্তু ফিনিশিংয়ের অভাব। পাশাপাশি প্রশংসা করতেই হবে ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচের। কাতার বিশ্বকাপ থেকেই দুরন্ত ফর্মে তিনি। এদিন ইতালির দুটো নিশ্চিত গোল বাঁচিয়ে দলকে টিকিয়ে রেখেছিলেন লিভাকোভিচ। নয়তো বিরতির আগেই জোড়া গোল হজম করতে হত। কিন্তু শেষপর্যন্ত দলকে বাঁচাতে পারলেন না। শেষ মিনিটে ঘুরে গেল ভাগ্যের চাকা। দেড় বছর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলকে ছিটকে দিয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু এই ক্রোয়েশিয়া সেই ক্রোয়েশিয়া নয়। প্রথম দুই ম্যাচের মধ্যে একটা ড্র, একটা হার। ইউরোর শেষ ষোলোয় যেতে হলে জয় ছাড়া কোনও গতি ছিল না মদ্রিচদের। কিন্তু প্রথমার্ধে সেই তাগিদ চোখে পড়েনি। প্রথমদিকে একটি সুযোগ ছাড়া গোলের কোনও পজিটিভ চান্স নেই। কোয়ার্টার ফাইনালের অঙ্ক অনেক সহজ ছিল ইতালির সামনে। ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত। তাসত্ত্বেও গোলের আপ্রাণ চেষ্টা করে আজুরিরা। প্রথমার্ধে দুটো নিশ্চিত গোল বাঁচান লিভাকোভিচ। ইতালির কিপার গিয়ানলুইগি ডোন্নারুম্মাও একটি দুর্দান্ত সেভ করেন। ক্রোটদের রুখতে পাঁচ ডিফেন্ডারে রক্ষণ সাজান ইতালির কোচ। শুরুতে বলের দখল ছিল ক্রোয়েশিয়ার। ম্যাচে প্রথম সুযোগও তাঁদের। সুচিচের শট ঝাঁপিয়ে উঠে ফিস্ট করেন ইতালির কিপার। ২১ মিনিটে গোলের প্রথম সুযোগ তাঁদের। কালাফিওরির ক্রস থেকে রেতেগুইয়ের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ২৭ মিনিটে নিশ্চিত গোল বাঁচান লিভাকোভিচ। বারেল্লার ক্রস থেকে বাস্তোনির হেড বাঁচান ক্রোয়েশিয়ার কিপার। বলের দখল মদ্রিচদের বেশি থাকলেও কোনও আক্রমণ ছিল না। ম্যাচের ৩৭ মিনিটে আবার সুযোগ আসে ইতালির সামনে। কালাফিওরির পাস থেকে পেল্লিগ্রিনির শট বাঁচান লিভাকোভিচ। প্রথমার্ধ সাদামাটা। আহামরি ফুটবল খেলেনি কোনও দলই।
বিরতির পর অনেক বেশি ওপেন ফুটবল। ম্যাচের ৫২ মিনিটে পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। ক্রামারিচের শট বক্সের মধ্যে পরিবর্ত ফুটবলার ফ্রাটেসির হাতে লাগে। 'ভার' এর সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। কিন্তু লুকা মদ্রিচের স্পট কিক বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচান ডোন্নারুম্মা। দারুণ সেভ। কিন্তু দুর্গ অক্ষত রাখতে পারেননি। এক মিনিটের মধ্যে পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত ক্রোয়েশিয়ান গ্রেটের। ম্যাচের ৫৫ মিনিটে দলকে এগিয়ে দেন মদ্রিচ। আন্তে বুদিমিরের শট বাঁচান ডোন্নারুম্মা। কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। বল পড়ে মদ্রিচের পায়ে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে টপ নেট ফিনিশ ক্রোয়েশিয়ার অধিনায়কের। সবচেয়ে বর্ষীয়ান ফুটবলার হিসেবে ইউরো কাপে গোল করার নজির গড়লেন মদ্রিচ। কিন্তু ম্যাচের নায়ক হতে পারলেন না। গায়ে সেঁটে থাকল ট্রাজিক নায়কের তকমা। পিছিয়ে পড়ার পরে আক্রমণ বাড়ালেও গোল করতে পারেনি ইতালি। বরং শেষ পাঁচ মিনিট বল পজেশন থেকে শুরু করে আক্রমণ বেশি ছিল ক্রোয়েশিয়ার। কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে শেষ মিনিটে আজুরিদের হয়ে জয়সূচক গোল ম্যাথিয়া জাকাগনির। ইতালির জার্সিতে প্রথম গোল তাঁর। ম্যাচ শেষে মাঠে আবেগপ্রবণ হয়ে পড়ে দু'দলের ফুটবলাররা। চোখে-মুখে হতাশা স্পষ্ট মদ্রিচের। এই পরিণাম যেন বিশ্বাসই করতে পারছিলেন না। অন্যদিকে ছিটকে যাওয়ার দোরগোড়া থেকে শেষ ষোলোয় যাওয়ার আনন্দে কেঁদে ফেলেন ডোন্নারুম্মারা।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
অধিনায়ক হওয়ার চিন্তা মাথায় নেই, নেতা হতে চান নাইটদের সবচেয়ে দামি তারকা...
আইসিসির কাছে নতুন শর্ত রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে?...
'বোল্যান্ড যদি কোহলির দুর্বলতা জানে, তাহলে হেডকে কেন...', ভারতের জন্য পরামর্শ কাইফের ...
হেডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সিরাজের, কী বললেন কামিন্স? ...
বর্ষসেরা একাদশে নেই মেসি, স্বপ্নের দলে প্রাধান্য রিয়ালের ...
এই কারণেই অ্যাডিলেডে হারতে হল ভারতকে, সাংবাদিক বৈঠকে জানালেন রোহিত ...
আলাদিনের আশ্চর্য প্রদীপ নেভাল মোহনবাগান, নর্থইস্টকে হারিয়ে শীর্ষে সবুজ-মেরুন ...
অ্যাডিলেডে ব্যর্থ কোহলি, ম্যাচ শেষ হতেই চলে গেলেন এই জায়গায়...
রান নেই রোহিতের ব্যাটে, নেতৃত্বের উপরে কি প্রভাব ফেলবে? হিটম্যানের পাশে দাঁড়িয়ে ভাজ্জি বললেন......
ব্যর্থতার রবিবার! বৈভবদের আত্মসমর্পণ, এশিয়াসেরা বাংলাদেশ ...
কিংবদন্তি প্রশাসক প্রদ্যুৎ দত্তকে স্মরণ জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের মিলন উৎসবে...
'নেতৃত্ব ছাড়ার সময় এসেছে আপনার',ভারতের আত্মসমর্পণের পরে কাঠগড়ায় রোহিত...
অ্যাডিলেডে চালকের আসনে অস্ট্রেলিয়া, কোথায় ভুল হল ভারতের, জানালেন পূজারা ...
যত কাণ্ড অ্যাডিলেডে,আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ালেন কোহলি ...
ফিটনেস ছাড়পত্র এল বলে, অস্ট্রেলিয়ার পথে ক্রিকেট কিট, সামিকে নিয়ে পাওয়া গেল বড় আপডেট...