সোমবার ২৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | Govir joler mach 2: জটিলতা আর কুটিলতার গভীরে ডুব!

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ জুন ২০২৪ ১২ : ৪১Snigdha Dey



নিজস্ব সংবাদদাতা: কতটা দাগ কাটল ‘গভীর জলের মাছ ২’? সিরিজ দেখে লিখলেন পরমা দাশগুপ্ত।

ছিল রুমাল।
হয়ে গেল বেড়াল।
এবার তালব্য শ’টাই যা বাকি!

প্রথম সিজনে হইচই ফেলার পর ‘গভীর জলের মাছ’ দ্বিতীয় সিজনে এসে ঠিক এভাবেই জট পাকিয়ে ফেলল গোটা গল্পটাকে।
সাহানা দত্তের কাহিনি এবং সুমন দাসের পরিচালনায় হইচইয়ের এই সিরিজের প্রথম সিজন দেখেছিল চার বান্ধবীর গল্প। চন্দ্রিমা (অনন্যা সেন), দিতি (তৃণা সাহা), আরাত্রিকা (স্বস্তিকা দত্ত) এবং বিশাখা (ঊষসী রায়)। চন্দ্রিমার দেওয়া চ্যালেঞ্জে বরদের চরিত্রের পরীক্ষার খেলায় নেমে নিজেরাই পরকীয়ায় জড়িয়ে গিয়েছিল বাকি তিন জন। এবং সেই খেলার হাত ধরে তাদের মিথ্যের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে দিয়েছিল চন্দ্রিমা এবং তার সহচর এক রেস্তোরাঁ ওয়েটার সুরেশের (অর্পণ ঘোষাল) রহস্যমৃত্যু। যে ঘটনাক্রম গল্পের প্রতিটা চরিত্রকেই সন্দেহভাজন করে তুলতে কসুর করেনি!
দ্বিতীয় সিজনে এসে জানা গেল, বৌদের আগে থেকেই খেলায় নেমেছিল তাদের বরেরা। তীর্থ (যুধাজিৎ সরকার), সুমিত (প্রান্তিক ব্যানার্জি), অনির্বাণ (রাজদীপ গুপ্ত) এবং ধ্রুব (সৌম্য ব্যানার্জি)। তারাই বরং নেমেছিল বৌদের সততার পরীক্ষায়। আর মিথ্যের শুরুটাও তাদের হাত ধরেই। শুধু তা-ই নয়। এবারের জটপাকানো মিথ্যের দৌলতে একই কায়দায় প্রাণও গেল আরও।
দ্বিতীয় সিজনের আগেই সিরিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তৃণা। এবারের গল্পের শুরুতেই তাই স্পষ্ট, ইতিমধ্যেই চন্দ্রিমার মতোই পরিণতি হয়েছে দিতিরও। এবং তার পরেই উলটপুরাণের শুরু। বরদের পরীক্ষা নেওয়ার যে খেলা, তার শুরুটা যে আসলে বরদেরই খেলায়। যে খেলায় বাকিদের পুতুলের মতো নাচায় তীর্থ।
অতএব আরও মিথ্যে। আরও রহস্য। এবং আরও নতুন নতুন চরিত্রদের আগমন। যেমন বৃন্দা (তিতিক্ষা দাস) কিংবা সমকামী সুরেশের স্ত্রী-সন্তান! অফিস কলিগ এই বৃন্দার সঙ্গে তীর্থর জড়িয়ে পড়ার ক্ষোভ এবং তা নিয়ে প্রাণের বন্ধুদের করা অপমানের জ্বালাই প্রথম সিজনে চন্দ্রিমাকে ঠেলে দিয়েছিল তাদের চ্যালেঞ্জ ছুড়তে। এবারের সিজনে বৃন্দা নিজেই হাজির মূর্তিমতী জট হয়ে। যার কথায় আরও বেশি করে ঘনীভূত হল রহস্য, বাড়ল সন্দেহও।

আগের সিজনে চার বান্ধবীর খেলার কাহিনি তবু খানিক কৌতূহল তৈরি করেছিল। দ্বিতীয় সিজনে তার নেপথ্যে তাদের বরদের খেলার প্লট ঢুকে পড়তেই কেমন যেন ক্লান্তিকর ঠেকল সবটা। স্রেফ ইগোর তাড়নায় তিন জোড়া দম্পতির প্রত্যেকেই যদি এমন আগুন নিয়ে খেলতে রাজি হয়ে যায়, এবং নিমেষে নতুন প্রেমে জড়ায়, সে সম্পর্ক তো ঠুনকোই! তার আর নতুন করে পরীক্ষা লাগে নাকি! গোটা দুটো সিজন জুড়ে ‘লেটস প্লে আ গেম’ সংলাপটাও তাই বড্ড বোরিং হয়ে দাঁড়ায়!
এবং মিথ্যে! সম্পর্কে কে কত সৎ, তা নয়, বরং সিরিজ জুড়ে কে কত মিথ্যে বলতে পারে, সেটাই বোধহয় আসল চ্যালেঞ্জ। সাধে কি পুলিশ অফিসার ম্যাচ দ্য ফলোয়িং-এর উপমা টানেন! কোনও এক জনকেও যদি বিশ্বাস করা না যায়, তবে এত জটিল এবং কুটিল চরিত্রদের গল্পে আগ্রহ ধরে রাখাও কঠিন হয়ে পড়ে। ঠিক সেটাই হয়ে উঠেছে ‘গভীর জলের মাছ ২’। একের পর এক খুনে রহস্য বোনার চেষ্টাও তাই বড্ড ক্লান্তি আনে। আর ততটাই হতাশ করে এই সিজনেও রহস্যের যবনিকা পতন না হওয়া।
অনন্যা ভাল অভিনেত্রী। এই সিজনেও তার প্রমাণ রেখেছেন। ঊষসী, স্বস্তিকাও দাগ কাটার চেষ্টা করেছেন নিজের মতো করে। তবে লাস্যময়ী হয়ে ওঠার দায়ে কোথাও কোথাও খানিক চড়া লাগে তাঁদের অভিনয় আর ম্যানারিজম। তাদের বরদের বরং বিশ্বাসযোগ্য করে গড়েছেন সৌম্য, রাজদীপ, প্রান্তিক বা যুধাজিৎ। ওয়েটার সুরেশের ফ্ল্যামবয়েন্ট চরিত্রে ভালই লাগে অর্পণকে। ছোট্ট চরিত্রে নজর কাড়েন তিতিক্ষাও।তবু সবটাই মাটি করে দিল খেলার ওভারডোজ। তৃতীয় সিজনে যদি ফের নতুন খেলা বা খেলোয়াড়ের আগমন ঘটে, এবার বোধহয় দর্শকই রেফারির ভূমিকায় নেমে পড়বেন!




নানান খবর

নানান খবর

'ফুলকি'র ফ্লোরে আইবুড়ো ভাত খেলেন অভিষেক-শার্লি, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

‘বাবুরাম সাপুড়ে’ থেকে ‘হুঁকোমুখো হ্যাংলা’-র পাতায় ছড়াচ্ছে রক্ত! প্রকাশ্যে ‘ম্যাডাম সেনগুপ্ত’র হাড় হিম করা পোস্টার

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, তার মাঝেই নাম জড়াল অনন্যা এবং শ্রীলীলার সঙ্গে!

পর্দায় এবার জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনি! কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলিপাড়ায় চর্চিত জুটির রোম্যান্স?

জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে বসো! সাজিদ খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক কোন অভিনেত্রী?

‘গ্যাংস অফ ওয়াসেপুর ৩’ আসছে কবে? মুখ্যচরিত্রে থাকবে ‘ফয়জল খান’? ফাঁস করলেন নওয়াজ

শেষ মুহূর্তে ‘ওমকারা’ হাতছাড়া হয়েছিল আমির খানের, কোন চরিত্রে প্রত্যাখ্যাত হন 'মি. পারফেকশনিস্ট’?

হাসপাতাল থেকে শুটিং ফ্লোর সামলিয়ে ফের হাসপাতালে কাঞ্চন মল্লিক, কেন দু’বার ভর্তি হতে হল? এখন কেমন আছেন অভিনেতা?

পাহাড়কে সাক্ষী রেখে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন নির্ঝর মিত্র, কবে বিয়ের পিঁড়িতে বসছেন পরিচালক?

মাত্র ২৪ বছর বয়সেই থামল হৃদস্পন্দন! জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটারের মৃত্যুতে শোকের ছায়া নেটপাড়ায়

প্রথমবার বাংলা ছবিতে গজরাজ রাও! কোন বাঙালি অভিনেত্রীর সঙ্গে পর্দাভাগ করবেন?

বৃদ্ধাশ্রম নয়, বাবা-মা'দের জন্য ক্রেশ গড়ে তুললেন রাখি গুলজার! 'আমার বস'-এর ট্রেলারে ফুটল আর কোন চমক? 

অস্ত্র হাতে রাজকুমার, গর্জে উঠছেন প্রসেনজিৎ— আসছে ‘মালিক’!

পেট ভরে মাংস খাওয়ানোর পর প্রযোজককে দিয়ে থালা মাজিয়েছিলেন নানা পাটেকর! জানেন সেই ঘটনা?

ঘোর বিপত্তি 'রাজা শিবাজী'র শুটিং ফ্লোরে! রিতেশের চোখের সামনে নদীতে তলিয়ে গেলেন কোরিওগ্রাফার 

এআর রহমানকে সাধারণ বিদ্যুৎকর্মী ভেবে নিয়েছিলেন কাশ্মীরি মেয়েরা! কিন্তু কেন?

সোশ্যাল মিডিয়া