শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৬ জুন ২০২৪ ২২ : ৩৬Riya Patra
বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: গান্ধী মূর্তির সামনে বিক্ষোভের দৃশ্য কি শেষ হতে চলেছে? বৃহস্পতিবার লোকসভার সচিবালয়ের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, সংসদ ভবন চত্ত্বরে যে সমস্ত মহাপুরুষের মূর্তি রয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলি এক জায়গায় বসানো হয়েছে। প্রেরণা স্থলে স্থাপন করা হয়েছে এই সমস্ত সমস্ত মহাপুরুষের মূর্তি।
সংসদ ভবন চত্ত্বরে থাকা মহাত্মা গান্ধী, বিআর আম্বেদকর, ছত্রপতি শিবাজী, বিরসা মুণ্ডা এবং মহারাণা প্রতাপের মূর্তি সরানো হয়েছে। তাঁদের মূল সংসদ ভবন এবং লাইব্রেরি বিল্ডিং এর মধ্যবর্তী লনে একত্রে রাখা হয়েছে। লোকসভার সচিবালয় জানিয়েছে, সমস্ত মহাপুরুষের মূর্তি স্থাপন করা হয়েছে প্রেরণা স্থলে। সেখানে তাঁদের মূর্তি শ্রদ্ধা জানাতে পারবেন দর্শনার্থীরা। পাশাপাশি সেখানে মহাপুরুষদের জীবনী এবং তাঁদের কাজ, আদর্শ সম্পর্কে বিস্তারিত বিবরণ থাকবে। সেগুলি পড়তে পারবেন দর্শনার্থীরা। তবে তাঁদের মূর্তি মূল জায়গা থেকে সরানো নিয়ে দিনভর নানান আলোচনা, চর্চা চলে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই নির্মম বলে মন্তব্য করেছেন। দলের আরেক নেতা পবন খেরার দাবি, মহারাষ্ট্র বিজেপিক ভোট না দেওয়ায় সংসদ ভবনে থাকা শিবাজী এবং আম্বেদকরের মূর্তি মূল জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গুজরাটে একতরফা জয় হাসিল না হওয়ায় মহাত্মা গান্ধীর মূর্তি সরানো হয়েছে বলে দাবি কংগ্রেসের।