বুধবার ১৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | TDP: শরিকদের কাছে মাথা নোয়াচ্ছে বিজেপি

Sumit | ০৬ জুন ২০২৪ ১৭ : ৫৭Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: চাপের সামনে মাথা নোয়ানো বা ঠেলার নাম বাবাজি যাই বলুন। সরকার গড়তে সংখ্যাগরিষ্ঠতা দরকার আর যাদের সাহায্যে এই গরিষ্ঠতা পাওয়া যাবে সেই শরিকদের দাবি মানতে বাধ্য হল বিজেপি। এই মুহূর্তে এনডিএ শরিক চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির দাবি মেনে তাদের দল থেকে নরেন্দ্র মোদির সরকারে একজন পূর্ণমন্ত্রী এবং দু'জন রাষ্ট্রমন্ত্রী নিয়োগ হতে চলেছে বলে জানা গিয়েছে। এই দাবি চন্দ্রবাবু আগেই জানিয়েছিলেন। সূত্রের খবর সেই দাবি মেনে নিয়েছেন মোদি এবং অমিত শাহ। একইসঙ্গে চন্দ্রবাবু কথা আদায় করে নিয়েছেন নিজের রাজ্য অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের।
অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর এনডিএ সরকার গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তেলুগু দেশম এবং নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড। কারণ, বিজেপি এককভাবে এই নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২টি আসন বা ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। ফলে তাদের নির্ভর করতে হচ্ছে এই দুই দলের ওপর। সুযোগ বুঝে এই দুই দল মন্ত্রীত্ব পাওয়ার জন্য বিজেপির ওপর চাপ সৃষ্টি করছে। এই দুটি দল ছাড়াও একনাথ শিল্ডের নেতৃত্বাধীন শিবসেনা ও চিরাগ পাসোয়ানের এলজেপি দলও মন্ত্রীত্বের দাবিদার বলে জানা গিয়েছে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



06 24