শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০৬ জুন ২০২৪ ১৫ : ৫০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটের ফল ঘোষণার পরই সর্বভারতীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে বিজেপিকে ধরাশায়ী করে ২৯ টি আসনে জয়লাভ করেছে ঘাসফুল শিবির। এরপরই দিল্লিতে দলের প্রতিনিধি হিসাবে অভিষেক ব্যানার্জিকে পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগও দেন অভিষেক। সেখানে স্থির হয় শক্তিশালী বিরোধী জোটের ভূমিকা পালন করবে ইন্ডিয়া জোট। বৃহস্পতিবার সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করেন অভিষেক। এরপরই ফের বৈঠকে বসেন অভিষেক ব্যানার্জি। এবার আম আদমি পার্টি-র সঙ্গে। বৃহস্পতিবার বেলার দিকে দিল্লিতে অভিষেকের বাড়িতে যান অরবিন্দ কেজরিওয়ালের দলের দুই শীর্ষনেতা সঞ্জয় সিংহ এবং রাঘব চড্ডা। তিন নেতা বৈঠক করেন। তবে দু’টি বৈঠক প্রসঙ্গে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এগুলি ‘সৌজন্যমূলক সাক্ষাৎ’। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল শিবির যে এখন অনেকটাই গুরুত্বপূর্ণ তা একবাক্যে মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরাও।