শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | MEETING: অখিলেশের বাড়িতে বৈঠক করলেন অভিষেক

Sumit | ০৬ জুন ২০২৪ ১৩ : ২৪Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বুধবার রাতেই দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে হাজির ছিলেন দু’জনে। এরপর বৃহস্পতিবার সকালে অখিলেশ যাদবের বাড়িতে গিয়ে উপস্থিত হন অভিষেক ব্যানার্জি। সকাল ১০টায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক পৌঁছন অখিলেশের বাড়িতে। সঙ্গে ছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনও। অভিষেকদের স্বাগত জানাতে বাড়ির প্রবেশদ্বার পর্যন্ত এগিয়ে আসেন অখিলেশ। কাঁধে হাত রেখে নিয়ে যান বাড়ির ভিতরে। এরপর অখিলেশের বাড়িতে প্রায় ৪০ মিনিট ধরে চলে ‘ইন্ডিয়া’ দুই অন্যতম প্রধান শরিকের শীর্ষ নেতার বৈঠক।
অনেকেই মনে করছেন, বিরোধী জোটের বৈঠকের পরও ইন্ডিয়ার অন্যতম শরিক দুই দল সমাজবাদী পার্টি এবং তৃণমূলের শীর্ষ নেতার আলাদা করে এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ। তবে তৃণমূল সূত্রে খবর, এই বৈঠক নেহাতই ‘সৌজন্য সাক্ষাৎ’।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



06 24