শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Urine Pressure: Prostate Cancer Symptoms and Cure

স্বাস্থ্য | প্রস্রাবের গতি দুর্বল? বন্ধের পরেও ফোঁটা ফোঁটা মূত্রপাত? নেপথ্যে থাকতে পারে একটি অঙ্গের ক্যানসার! কীভাবে চিনবেন রোগ?

নিজস্ব সংবাদদাতা | ১১ এপ্রিল ২০২৫ ১৭ : ২৯Akash Debnath


আজকাল ওয়েবডেস্ক: প্রোস্টেট গ্রন্থিটি পুরুষদের প্রজননতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই গ্রন্থি বীর্য তৈরিতে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই এই গ্রন্থির ক্যানসার হওয়ার আশঙ্কা বাড়ে পুরুষদের।  সাধারণত, প্রোস্টেট ক্যানসার ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং প্রাথমিক পর্যায়ে কোনও লক্ষণ দেখা যায় না। তবে, কিছু ক্ষেত্রে এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা গেলে প্রোস্টেট ক্যানসারের সফল চিকিৎসা সম্ভব।

কীভাবে চিনবেন এই রোগ?

প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ে তেমন কোনও সুস্পষ্ট উপসর্গ দেখা নাও দিতে পারে। তবে রোগ বাড়লে কিছু লক্ষণ দেখা যেতে পারে। তেমনই কয়েকটি সাধারণ উপসর্গ এখানে উল্লেখ করা হল-
 * ঘন ঘন প্রস্রাবের বেগ: বিশেষ করে রাতের বেলায় বার বার প্রস্রাবের প্রয়োজন অনুভব করা।
 * প্রস্রাব শুরু করতে বা বন্ধ করতে অসুবিধা: প্রস্রাব শুরু করতে দ্বিধা বোধ করা অথবা শুরু করার পর তা বন্ধ করতে সমস্যা হওয়া।
 * দুর্বল বা থেমে থেমে প্রস্রাবের ধারা: প্রস্রাবের বেগ দুর্বল হওয়া অথবা একটানা না হয়ে থেমে থেমে আসা।
 * প্রস্রাবের সময় ব্যথা বা অস্বস্তি: প্রস্রাব করার সময় ব্যথা, জ্বালা বা অস্বস্তি অনুভব করা।
 * প্রস্রাবে বা বীর্যে রক্ত: প্রস্রাবের সঙ্গে অথবা বীর্যের সঙ্গে রক্ত পড়া।
 * কোমর, নিতম্ব বা পেলভিসে ব্যথা: একটানা কোমর, নিতম্ব বা পেলভিসের হাড়ে ব্যথা অনুভব করা।
 * ইরেকটাইল ডিসফাংশন: লিঙ্গোত্থানে সমস্যা হওয়া।

মনে রাখা জরুরি যে এই উপসর্গগুলো অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণেও হতে পারে। তাই এই ধরনের কোনও লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


Urinary disorderProstate Cancer SymptomsUrine Pressure

নানান খবর

সোশ্যাল মিডিয়া