শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | RAEBARELI: মায়ের জয়ের ব্যবধানকে পিছনে ফেলে রায়বরেলি রাহুলের

Sumit | ০৪ জুন ২০২৪ ১৬ : ২৭Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: সোনিয়া তনয়কে খালি হাতে ফেরাল না রায়বরেলি। নিজের মায়ের ভোটের জয়ের ব্যবধানকে ছাপিয়ে গেলেন রাহুল গান্ধী। প্রতিপক্ষ বিজেপির দীনেশ প্রতাপ সিংকে তিন লক্ষের বেশি ভোটে মাত দিলেন রাহুল গান্ধী। ২০০৪ সাল থেকে বারবরেলিতে লড়েছেন সোনিয়া গান্ধী। ২০১৯ সালে দীনেশ প্রতাপ সিংকে ১ লক্ষ ৬৭ হাজার ভোটে হারিয়েছিলেন তিনি। তবে ২০২৪ সালে লোকসভা নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন সোনিয়া। তিনি রাজ্যসভার সদস্য হন। এরপরই রাহুল গান্ধীকে নিজের বদলি হিসাবে তিনি রায়বরেলিতে প্রার্থী করেন তিনি। ভোটের প্রচারের সময়ও সোনিয়া নিজের ছেলের হয়ে বলেছিলেন, ছেলেকে আপনাদের হাতে তুলে দিলাম। সোনিয়ার সেই উক্তির মান রাখল রায়বরেলি। প্রসঙ্গত, রাহুল গান্ধী ২০০৪ সাল থেকে ২০২৯ পর্যন্ত আমেঠী থেকে জয়ী হন। তবে ২০১৯ লোকসভা ভোটে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে পরাজিত হন তিনি। এরপর কেরালা থেকে ভোটে জিতে সাংসদ পদ ধরে রাখেন রাহুল। চলতি লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী দুটি আসন থেকে ভোটে লড়ছেন। রায়বরেলির পাশাপাশি কেরালার ওয়েনাড থেকেও ভোটে লড়ছেন সোনিয়া পুত্র। ওয়েনাডেও সিপিএমের প্রার্থী অ্যানি রাজার থেকে ৩ লক্ষের বেশি ভোটে এগিয়ে রাহুল। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



06 24