সোমবার ২৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ৩১ মে ২০২৪ ১৯ : ৫১Sumit Chakraborty
বীরেন ভট্টাচার্য,দিল্লি : সংখ্যাগরিষ্ঠতা পেলে কর্তব্যপথে শপথগ্রহণ করবে এনডিএ। ৪ জুন লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হবে। সূত্রের খবর, ৮ জুন কর্তব্যপথে শপথগ্রহণের পরিকল্পনা রয়েছে বিজেপি তথা এনডিএ- এর। বিগত একমাস ধরে শপথগ্রহণ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে বলে সূত্রের দাবি।
২০১৪ লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হয়েছিল ১৬ মে। যদিও শপথগ্রহণ অনুষ্ঠান হয় ২৬ মে। অর্থাৎ ১০ দিন পর শপথগ্রহণ অনুষ্ঠান হয়। ২০১৯ সালে ভোটের ফলাফল প্রকাশিত হয় ২৩ মে। যদিও শপথগ্রহণ অনুষ্ঠান হয় ৩০ মে অর্থাৎ ৭ দিন পর। গত দুবার রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হলেও, এবার তার পরিকল্পনা কর্তব্যপথে। এবারের শপথগ্রহণে মোট ৮,০০০ অতিথি আমন্ত্রিত থাকবেন বলে সূত্রের খবর। তাঁদের তালিকাও তৈরি হয়ে গিয়েছে বলে সূ্ত্রের দাবি। গত সোমবার এনসিপির বৈঠকে অজিত পাওয়ার জানান, শপথগ্রহণ অনুষ্ঠানের কারণে ১০ জুন প্রতিষ্ঠা দিবস পালন করা হবে না। শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে সম্প্রতি একটি বৈঠকও হয়। উপস্থিত ছিলেন আকাশবাণী এবং দূরদর্শনের শীর্ষ কর্তারা। তবে ৮ জুন পুরো মন্ত্রিসভার শপথগ্রহণ না হওয়ার সম্ভাবনা প্রবল।
এদিকে, নব নির্বাচিত সাংসদদের রেজিস্ট্রেশন নিয়েও নতুন পদ্ধতি ঘোষণা করেছে লোকসভার সচিবালয়। আজ সন্ধ্যায় একটি বিবৃতি জারি করে সচিবালয়ের তরফে জানানো হয়েছে, এবার সাংসদদের রেজিস্ট্রেশন হবে ডিজিটাল পদ্ধতিতে। একাধিক ফর্ম পূরণের মাধ্যমে সাংসদদের যাবতীয় তথ্য নথিভুক্ত করার বদলে ডিজিটাল পদ্ধতিতে সমস্ত তথ্য রেকর্ড করা হবে। অনলাইন মাধ্যমে সাংসদদের রেজিস্ট্রেশন হবে। ফলে লোকসভার বিভিন্ন দপ্তরে গিয়ে আলাদা করে কোনও ফর্ম পূরণ করার প্রয়োজন হবে না। ছবি এবং সফটওয়্যারের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে সাংসদদের পরিচয়পত্র থেকে শুরু করে অন্যান্য সমস্ত নথি তৈরি করে নেওয়া হবে। সচিবলায়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ জুন দুপুর ২টোয় চালু হবে নব নির্বাচিত সাংসদদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। এবার সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিং -এ সাংসদদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া হবে। এজন্য ২০টি ডিজিটাল কাউন্টার চালু করা হয়েছে। ব্যাঙ্কোয়েট হল এবং প্রাইভেট ডাইনিং হলে ১০টি করে কম্পিউটার বসানো হয়েছে। বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ছবি তোলার জন্য পৃথক কাউন্টার করা হয়েছে। নতুন সাংসদদের এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য পৃথক কাউন্টার খোলা হয়েছে। নতুন সাংসদের ভারতের সংবিধান থেকে শুরু করে রুল বুক সহ বিভিন্ন বই দেওয়া হবে।
ফলাফলের দিন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নজর রাখবে রেজিস্ট্রেশন বিভাগ। সেখান থেকেই সাংসদদের নাম, ফোন নম্বর সংগ্রহ করা হবে। সফটওয়্যারের মাধ্যমে সেই সাংসদ নতুন কিনা তা যাচাই করা হবে। আজ রেজিস্ট্রেশন এবং অন্যান্য বিভাগের প্রস্তুতি খতিয়ে দেখেন লোকসভার মহাসচিব উৎপল কুমার সিং। তারপরেই বিজ্ঞপ্তি জারি করা হয়।