মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | Narendra Modi: মোদির উদ্দেশে প্রশ্নবাণ বিরোধীদের

Kaushik Roy | ২৮ মে ২০২৪ ১৯ : ৪০Kaushik Roy


বীরেন ভট্টাচার্য: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের দিন একগুচ্ছ প্রশ্নের জবাব চাইল বিরোধী শিবির। মনরেগায় রাজ্যের বকেয়া থেকে শুরু করে করোনাকালে বিধানসভা নির্বাচনের প্রচারসভা করে রাজ্যের মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলা নিয়ে প্রশ্নবাণে বিদ্ধ করল কংগ্রেস, তৃণমূলের মতো ইন্ডিয়া জোটভুক্ত দলগুলি। পাশাপাশি বিগত ১০ বছরে সংসদের মর্যাদা ক্ষুন্ন করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন। তাঁর অভিযোগ, এই প্রথমবার লোকসভায় কোনও ডেপুটি স্পিকার নিয়োগ করা হয়নি এবং একটি প্রশ্নেরও জবাব দেননি প্রধানমন্ত্রী। ডেরেক ও ব্রায়েন বলেছেন, "সভার সংখ্যার বিচারে সবচেয়ে কমদিন সংসদ বসেছে এবং তা ১৯৫২ থেকে সর্বনিম্ন। এই সরকারের আমলে কোনও ডেপুটি স্পিকার নিয়োগ করা হয়নি। সভা কক্ষে একটি প্রশ্নেরও জবাব দেননি প্রধানমন্ত্রী মোদি।" ডেরেকের কথায়, "রাজ্যসভায় বিরোধীদের দেওয়া একটি নোটিশও আলোচনার জন্য গৃহীত হয়নি। সভাকক্ষে সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন ট্রেজারি বেঞ্চের একজন সাংসদ।"

প্রসঙ্গত, বিএসপি সাংসদ দানিশ আলি সম্পর্কে সাম্প্রদায়িক মন্তব্য করেন বিজেপি সাংসদ রমেশ বিধুরী। তিনি আরও কয়েকটি উল্লেখ করেছেন, "প্রথমবার লোকসভায় নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে। নিরাপত্তা লঙ্ঘন নিয়ে আলোচনার দাবি জানানোয় বিরোধী শিবিরের ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। বিরোধীদের প্রায় ৩০০টি প্রশ্ন মুছে ফেলা হয়েছে।" ডেরেক ও ব্রায়েনের কথায়, "সংসদকে গভীর অন্ধকার কক্ষে পরিণত করেছে মোদি সরকার। সংসদের প্রতি দায়বদ্ধ থাকে কেন্দ্রীয় সরকার, দেশের জনগণের প্রতি দায়বদ্ধ থাকে সংসদ, ফলে সংসদকে অবহেলা করে দেশের জনগণের প্রতি দায়বদ্ধতা এড়িয়ে যাচ্ছে মোদি সরকার।" ডেরেক ও ব্রায়েন অভিযোগ করেন, "দুর্নীতিগ্রস্ত নেতাদের দলে টানে বিজেপি। ১০ জন দুর্নীতিগ্রস্ত নেতার মধ্যে বিজেপিতে যোগ দেওয়া ৯ জন তদন্ত থেকে রেহাই পেয়েছেন। সেই তালিকায় রয়েছেন হিমন্ত বিশ্বশর্মা, প্রফুল্ল প্যাটেল, নারায়ণ রাণে, অজিত পাওয়ার, অশোক চহ্বান, শুভেন্দু অধিকারী। বিজেপি একটি ওয়াশিং মেশিন।" ডেরেকের বক্তব্য, সন্দেশখালির মহিলারা বিচার চান বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদি।

যদিও সন্দেশখালির ঘটনাকে হাতিয়ার করে বাংলার মর্যাদাহানি করার বিজেপির চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে। বাংলার মহিলাদের টাকা দিয়ে জোর করে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে।" কংগ্রেস নেতা জয়রাম রমেশের বক্তব্য, ২০২১ সালে যখন করোনার মারাত্মক দ্বিতীয় ঢেউ চলছিল, সেই সময় তার মোকাবিলা না করে বাংলায় ভোটপ্রচার করেছেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর কথায়, "সেই সময় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২.৩৪ লক্ষ। যদিও প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন এত বড় জমায়েত তিনি কখনও দেখেননি। আজও যখন সাইক্লোন রেমালে বিপর্যয় এসেছে, বিভাজনের রাজনীতি উস্কে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।" জয়রামের কথায়, "সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, কলকাতা এবং বাংলাকে নষ্ট করে দেওয়া হয়েছে। বাংলার এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে না। যদিও ২০২২ সালে প্রজাতন্ত্র দিবসে নেতাজি সুভাষ চন্দ্রকে নিয়ে বাংলার ট্যাবলো বাতিল করেছে তাঁর সরকার। " বিগত ৩ বছর ধরে কেন বাংলাকে মনরেগার টাকা দেওয়া হয়নি সেই প্রশ্নও তুলেছেন জয়রাম রমেশ।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

পাকিস্তান হল বিষফোঁড়া, অপারেশন দরকার, আক্রমণে যোগী আদিত্যনাথ...

গভীর নিম্নচাপের দাপট অব্যাহত, চলতি সপ্তাহেও ভারি বৃষ্টিতে তছনছ হবে একাধিক রাজ্য, রইল বড় আপডেট...

সোমবারেই বৈঠকে কেজরিওয়াল-সিসোদিয়া, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে? ঠিক হয়ে যেতে পারে আজই...

পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, ফের বাড়ছে ডিএ, কত শতাংশ? ...

পুজোর মুখে সোনার দামে চমক, আজ কিনতে গেলে কত টাকা গুনতে হবে? ...

পরিকাঠামো উন্নয়নে বিশেষ অগ্রাধিকার ত্রিপুরার সরকারের...

দিল্লি পছন্দ করে না জম্মু কাশ্মীরকে, ভোটের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য ফারুক আবদুল্লাহর...

রাহুল গান্ধী সন্ত্রাসবাদী! বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর...

কেরালায় ফের হানা নিপা ভাইরাসের, একজনের মৃত্যুতে ঘরবন্দি করা হল ১৫১ জনকে...

নতুন সিম কার্ড নিতে চান, দেখে নিন নতুন কিছু নিয়ম ...

হেনস্থার অভিযোগ জানাতে গিয়ে গ্রেপ্তার মহিলা, পুলিশের কীর্তি জানলে চমকে যাবেন ...

উৎসবের আবহে ত্রিপুরায় উদ্ধার ১১ কোটি টাকার নেশার সামগ্রী, আটক এক মহিলা সহ দুই পুরুষ ...

বালিকাকে অপহরণ করে খোলা মাঠে যৌন নির্যাতন, ভিডিও করে ছড়িয়ে দিল সমাজমাধ্যমে ...

গিরগিটি মেশানো মিড ডে মিল খেয়ে অসুস্থ অসংখ্য পড়ুয়া, হাসপাতালে ভর্তি ৬৫...

ছত্তিশগড়ে ফের বন্দেভারতে পাথর, গ্রেপ্তার করা হল পাঁচজনকে...



সোশ্যাল মিডিয়া



05 24