আজকাল ওয়েবডেস্ক: পরিকাঠামো উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে রাজ্য সরকার। এজন্য ইঞ্জিনিয়ারদের দায়িত্ব নিয়ে রাজ্যের উন্নয়নে এগিয়ে আসতে হবে। সারা দেশের মধ্যে ত্রিপুরাকে একটি উল্লেখযোগ্য রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করতে ইঞ্জিনিয়ারদের বিশেষ ভূমিকা রাখতে হবে। এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ইঞ্জিনিয়ার্স দিবস উপলক্ষে রবিবার রাজধানীর প্রজ্ঞাভবনে আয়োজিত এক সেমিনারের উদ্বোধনে এসে এ কথা বলেন তিনি। 

 

ভারতরত্ন ড. এম বিশ্বেশ্বরাইয়ার যুগান্তকারী অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে উদযাপন করা হয়। এর ব্যতিক্রম হল না এ বছরও। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, ত্রিপুরায় গতকাল দু'জন বিখ্যাত ক্রিকেটার এসেছিলেন। প্রথমবার এই রাজ্যে এসে তারা অবাক হয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের ৬টি জাতীয় সড়ক দিয়েছেন। আরও চারটি জাতীয় সড়ক হতে চলেছে। বিমানবন্দর থেকে শুরু করে শহরে প্রবেশ করে মাতাবাড়ি যাওয়া - এই সবেতেই ইঞ্জিনিয়ারদের স্পর্শ রয়েছে। তাদের নিয়ে আমাদের গর্ব অনুভূত হয়। গত উড়িষ্যার নির্বাচনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন আপনারা ত্রিপুরায় গিয়ে দেখুন উন্নয়ন কাকে বলে। আর এসবই হয়েছে ইঞ্জিনিয়ারদের জন্য। তাদের উপর আমাদের অনেক ভরসা। 

 

মুখ্যমন্ত্রী বলেন, ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছু করা যায়। যে সরকারই থাকুক না কেন। কোনও ইঞ্জিনিয়ার ত্রিপুরার জন্য কিছু করতে চাইলে, তাদের সবসময় সহযোগিতা করে বর্তমান রাজ্য সরকার। মানিক সাহা এদিন আহবান জানান, ত্রিপুরার ছেলেমেয়েদের রাজ্যে ফিরে এসে রাজ্যের উন্নয়নে সামিল হওয়ার জন্য। বলেন, ত্রিপুরাকে একটা মডেল রাজ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার। শুধু উত্তর পূর্বাঞ্চলে নয়, সারা ভারতে ত্রিপুরাকে উল্লেখযোগ্য রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। তাই এগিয়ে আসতে হবে ইঞ্জিনিয়ারদের।