আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল রানের আগেই পড়ল পাথর। ঘটনার জেরে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ট্রেনটি ছত্তিশগড় থেকে শুরু হয়ে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম পর্যন্ত যাবে। আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনটি উদ্বোধন করবেন বলেই খবর।
জানা গিয়েছে বন্দে ভারত ট্রেনটি বাগবাহরা রেল স্টেশনের কাছে আসার সময় কয়েকজন পাথর ছোঁড়ে। এটি ট্রায়াল রান ছিল বলে কেউ হতাহত হয়নি। তবে ট্রেনের জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রেল পুলিশ। আরপিএফ আধিকারিক জানিয়েছেন, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে বন্দে ভারত চালু হবে। তাই ট্রেনটিকে পরীক্ষামূলক ভাবে চালানো হয়েছিল। মহাসমুন্দ থেকে সকলা ৭টা নাগাদ ট্রেনটি ছাড়ে।
সকাল ৯টা নাগাদ ট্রেনটি বাগবাহরা স্টেশনে পৌঁছতেই সেটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। রেলকর্মীরাই তখন আরপিএফকে ঘটনাটি জানান। ঘটনাস্থলে আরপিএফ আধিকারিকরা গিয়ে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেন। ধৃতেরা হলেন, শিবকুমার বঘেল, দেবেন্দ্র কুমার, জীতু পাণ্ডে, সোনওয়ানি এবং অর্জুন যাদব।
এই প্রথম বার নয়, দেশের যে সব রেল শাখায় বন্দে ভারত চালু হয়েছে, প্রথম থেকেই এই ট্রেনগুলি হামলার শিকার হয়েছে। কখনও গুজরাত, কখনও পশ্চিমবঙ্গ, কখনও আবার অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ুতে বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে।
