মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Tollywood: রং বদল আর দাবার চালেই কিস্তিমাত, কেমন হল কৌশিক-দিতিপ্রিয়ার 'আবার রাজনীতি'?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ মে ২০২৪ ১৫ : ১৩Snigdha Dey



নিজস্ব সংবাদদাতা: রাজনীতির অঙ্ক বিষয়টা আসলে বরাবরই বেশ কঠিন। কোনটা যে প্যাঁচ আর কোনটা যে মারপ্যাঁচ, কার কীসে লাভ বা লোকসানের হিসেব কষা, ধরা মুশকিল। যেমন বোঝা শক্ত, তার পাকেচক্রে জড়িয়ে থাকা মানুষগুলো কে সাদা, কে ধূসর, আর কে-ই বা কালো, কিংবা কে কখন বেমালুম রং পাল্টায়। ভোটের পাশা পাল্টে দেওয়ার টানে তাই রাজায় রাজায় যুদ্ধ হয় প্রতিবার। পেঁয়াজের খোসার মতো পরত সরিয়ে সামনে আসা একেকটা ঘটনার সত্যি-মিথ্যে ঝাঁকিয়ে দিয়ে যায় উলুখাগড়াদের। আর তাতে শেষমেশ প্রাণ যায় যে মানুষগুলোর, তারা কোনও না কোনও দাবার চালে স্রেফ বোড়ে মাত্র। রাজনীতির ময়দানের এই গোটা খেলাটাই প্রথম সিজনে তুলে এনেছিল হইচইয়ের জনপ্রিয় সিরিজ ‘রাজনীতি’। তারই দ্বিতীয় সিজন ‘আবার রাজনীতি’ও হাঁটল একই অলিগলি ধরে।

‘রাজনীতি’র শুরুতে দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, স্মৃতিহারা রাশি (দিতিপ্রিয়া রায়) বাড়ি ফেরা ইস্তক একেকটা ঘটনার অভিঘাত তাকে একটু একটু করে মনে করাচ্ছিল পুরনো কথা। আর ক্রমেই স্পষ্ট হচ্ছিল চেনা মানুষদের অচেনা চেহারাগুলো। রিজপুরের প্রতাপশালী রাজনীতিক বাবা রথীন ব্যানার্জির (কৌশিক গাঙ্গুলি) মৃত্যুতে দিশাহারা রাশি যখন মা মল্লিকাকেও (কণীনিকা ব্যানার্জি) ভোল পাল্টাতে দেখল, সেই বড়সড় ঝাঁকুনিতেই শেষ হয়েছিল প্রথম সিজন। যে সময়টায় তার ভরসা ছিল শুধু হবু স্বামী শৌণক (অর্জুন চক্রবর্তী) আর ভাই ঋক।
‘আবার রাজনীতি’র গল্পের শুরু তার ঠিক ন’মাস পর। ইতিমধ্যে শৌণকের সঙ্গে বিয়ের পর মা হতে চলেছে রাশি। জেনে ফেলেছে, মা মল্লিকার জীবন জুড়ে শুধু রাশি রাশি রাজনীতি, যাতে হিসেব কষে ইন্ধন দেয় রাজনৈতিক সহযোগী রাজেশ্বর (শ্যামল চক্রবর্তী) এবং রাশির ব্যবসায়ী শ্বশুর সৌগত। এ সবের মধ্যেই এক দিন আচমকা বাড়ি ফিরে আসেন রাশির প্রয়াত জেঠু প্রতিম ব্যানার্জি (কৌশিক গাঙ্গুলি)। ডাক্তার দেবজিতের (অনিরুদ্ধ গুপ্ত) সৌজন্যে রাশিও মুখোমুখি হতে থাকে একের পর এক সত্যির। অন্য দিকে, বিরোধী দলের মুখ হয়ে এসে দাঁড়ায় ফ্লপ সিনেমার হিরো জিমি (দেবজ্যোতি রায়চৌধুরী)। সবটার মিলিজুলিতে ফের নতুন করে পাল্টে যেতে থাকে রিজপুরের রাজনীতির অঙ্কগুলো। কাকে বিশ্বাস করবে রাশি? মল্লিকা না জিমি, কার হাতে তুরুপের তাস? কোন দিকে হাঁটবে রিজপুরের ভবিষ্যৎ? রাজনীতির রাজপথ থেকে অলিগলি ঘুরে সে প্রশ্নগুলোরই উত্তর খুঁজেছে এবারের সিজন।
একেবারে শুরু থেকেই চমকের পর চমক। একের পর এক ঘটনা মোড়ক খুলছে সত্যি-মিথ্যের, ঝাঁকুনি দিচ্ছে বিশ্বাসের ভিতে। যখন তখন রং পাল্টাচ্ছে একেকটা চরিত্র। টানটান করে গাঁথা ঘটনাক্রম তাই সিরিজের শেষ অবধি বসিয়ে রাখে দর্শককে। তবে হ্যাঁ, রান্নায় কোনও উপকরণ মাত্রাতিরিক্ত হয়ে গেলে স্বাদে যেমন কিছুটা গোলমাল ঠেকে, এ সিরিজেও একটু যেন তারই রেশ। প্রত্যেকটা পর্বে, প্রত্যেকটা চরিত্রে লাগাতার চমক দিতে চাওয়া তাই খানিক ক্লান্তিকর ঠেকে এক-আধ জায়গায়। একেকটা চরিত্রের রংবদলকে দুর্বোধ্য করে তোলার চেষ্টায় কোথাও কোথাও এক-আধটা দৃশ্য একটু বাড়তিও মনে হয়েছে কখনও কখনও। যেমন, যেখানে মা-মেয়ের শত্রু হয়ে ওঠা আগের সিজনেই দেখে ফেলেছেন দর্শক, সেখানে অন্তঃসত্ত্বা রাশিকে বরণ করে ঘরে তোলাটা না দেখালেও চলত বোধহয়।

আগের সিরিজের রথীন থেকে এ সিরিজের প্রতিম হয়ে আসা কৌশিক দুটো চরিত্রকে অবলীলায় আলাদা করে দিয়েছেন তাঁর ধারালো অভিনয়ে। যে কোনও মূল্যে রিজপুরের মুকুটহীন রানি হতে চাওয়া মল্লিকার চরিত্রে কণীনিকাও দুরন্ত। হিসেবি, ধুর্ত, ক্ষমতালোভী এবং অনায়াসে যখনতখন খুনের সুপারি দেওয়া মল্লিকার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছেন অনায়াস দক্ষতায়। অর্জুনের সাবলীল অভিনয় শৌণককে নজরকাড়া করে তুলেছে এবারেও। রাশিকে একের পর এক সত্যির মুখোমুখি দাঁড় করানো দেবজিতের চরিত্রে অনিরুদ্ধকে বেশ লাগে। পর্দা থেকে রাজনীতির হিরো সাজতে আসা জিমি-র দোলাচলগুলোকে প্রতিটা ফ্রেমে স্পষ্ট করে তুলে নিজের জাত চিনিয়েছেন দেবজ্যোতিও। বাকিদের তুলনায় বরং অনেক বেশি সরলরেখায় চলেছে শ্যামল চক্রবর্তীর রাজেশ্বর। যাকে বলে কপিবুক খারাপ মানুষ। স্থানীয় নেত্রী রিঙ্কু মল্লিকের ছোট্ট চরিত্রে চোখ টানেন শ্রাবন্তী ভট্টাচার্যও।
তবে আগের সিজন যাকে চিনিয়েছিল রিজপুরের ভবিষ্যৎ নেত্রী হিসেবে, সেই রাশি এবারে বড্ড হতাশ করেছে। অমন দৃঢ়চেতা তরুণী এবার গল্পের শুরু থেকে শেষ স্রেফ অসহায় নারীর খোলসে। সিরিজ জুড়ে তাই যখন তখন শুধু সত্যির গুঁতো খেলেন, বিশ্বাস-অবিশ্বাসের ভাঙচুর সইলেন আর ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে গেলেন দিতিপ্রিয়া। রাশির চরিত্রে তাঁকে ঝলমলে দেখাল ঠিকই, কিন্তু তাঁর অভিনয়ে আজও কোথাও যেন ‘রানিমা’র বসত।তবু স্রেফ গল্পের গুণেই এ সিরিজ দেখে ফেলা যায় একটানা। সঙ্গে বাড়তি পাওনা চোখজুড়নো সিনেম্যাটোগ্রাফি।




বিশেষ খবর

নানান খবর

BREAKING: ফের শোকের ছায়া বিনোদন জগতে, না ফেরার দেশে পরিচালক শ্যাম বেনেগাল #ShyamBenegal #aajkaalonline #BreakingNews

নানান খবর

‘বহুদিনের সম্পর্ক, কলকাতায় এলে রায়বাড়ি অবশ্যই আসতেন…’ শ্যাম বেনেগালের প্রয়াণে শোকস্তব্ধ সন্দীপ রায় আর কী বললেন?...

'কোনওদিন অভিনয় ছাড়বে না', জিতু‌ কমলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন শ্যাম বেনেগাল, পরিচালকের সঙ্গে আলাপের মুহূ...

'প্রশংসা করে বলেছিলেন আমি সাধারণ গায়ক নই, দার্শনিক'-শ্যাম বেনেগালের স্মৃতিচারণায় নচিকেতা...

'৯০ ছোঁয়া বয়সেও শুটিং ছেড়ে কখনও যাননি,সতর্ক দৃষ্টি রাখতেন মনিটরে', শ্যাম বেনেগালের স্মৃতিচারণায় চঞ্চল ...

ভূস্বর্গে টোটা জমজমাট! কেমন হল সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেষ’ ফেলুদা-অভিযান?...

রামচরণের বাহুলগ্না হতেই কটাক্ষের তির এল কিয়ারার দিকে! 'গেম চেঞ্জার' মুক্তির আগেই বেজায় চটলেন দর্শক...

এক ধাক্কায় সোনাক্ষীকে সমুদ্রের জলে ফেলে দিলেন জাহির! বিয়ের ছ'মাস ঘুরতেই কী হল নব দম্পতির মধ্যে?...

নাম না করেই 'খাদান'কে খোঁচা ঋত্বিক চক্রবর্তীর! পাল্টা জবাবে কী বললেন দেব অনুরাগীরা?...

'নিম ফুলের মধু'তে নতুন নায়ক অনিন্দ্য! কোন চমক আসছে গল্পের নতুন মোড়ে?...

বলি নায়িকাকে সরিয়ে নিজের জায়গা পাকা করলেন অদ্রিজা! 'অনুপমা'য় কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?...

বউ নিয়ে টানাটানি! 'দেবা-গৌরব'-এর সামনে ফাঁস 'আঁখি-ঝিলিক'-এর আসল পরিচয়, কী হতে চলেছে গল্পের নতুন মোড়ে...

দেশে বিদেশে সময়টা ভাল যাচ্ছে না কোহলির, এবার পেলেন আইনি নোটিশ, হাতে মাত্র একসপ্তাহ সময়...

হানি সিংকে কষিয়ে চড় মারেন শাহরুখ! সত্যি কি তাই? অবশেষে মুখ খুললেন গায়ক...

শ্রীদেবীর প্রেমে পড়েন বাবা বনি কাপুর, মানতে পারেননি ১০ বছরের অর্জুন! মানসিক অস্থিরতায় কী করেছিলেন অভিনেতা? ...

‘বেলাশেষে’, ‘প্রাক্তন’র পর ফের নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় অপরাজিতা আঢ্য! কোন চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী? ...



সোশ্যাল মিডিয়া



05 24