বুধবার ০১ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২৮ মে ২০২৪ ১৩ : ২১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রীর ভুল মন্তব্যকে নিয়ে তীব্র কটাক্ষ করলেন এরজেডি নেতা তেজস্বী যাদব। নির্বাচনের সভা থেকে নীতিশ কুমার ভুল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুখ্যমন্ত্রী বলে ফেলেন। সভায় উপস্থিত সকলে তখন থতমত খেয়ে যান। পরে তাঁরাই পরিস্থিতি সামাল দেন। তেজস্বী এরপর তীব্র কটাক্ষ করে বলেন, মনের কথা সর্বদাই মুখে চলে আসে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যা বলেছেন তাই সঠিক। মোদিজি প্রধানমন্ত্রী হিসাবে আর ফিরবে না। তেজস্বীর সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তেজস্বী আরও বলেন, আমাদের সম্মানিত কাকা মন থেকে চান বিজেপি যেন ক্ষমতা থেকে সরে যায়। আমাদের উচিত তাঁর এই মতকে প্রাধান্য দেওয়া। মোদির নেতৃত্বে এনডিএ আর ক্ষমতায় ফিরবে না। বিহারের মানুষ কাউকে ভয় করে না। তাই মোদিকে ভয় পাওয়ার কিছু নেই।