শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৬ মে ২০২৪ ২২ : ০৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: হাতেগোনা কয়েকদিনের জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ১জুন ভোট মেটার পরেই, ২জুন জেলে ফিরতে হবে তাঁকে। মাঝের কয়েকদিনে আপ-এর প্রার্থীদের হয়ে জোরকদমে প্রচার চালাচ্ছেন তিনি। অমৃতসরে প্রার্থী কূলদীপ সিং ধালিওয়ালের হয়ে প্রচার করেন আপ সুপ্রিমো। বৃহস্পতিবার ফের প্রচারে বলেন, তিনি জেলে ফিরবেন, কি না তা নির্ভর করছে সাধারণ মানুষের ওপর। তাঁরা আপ-এ ভোট দিলে, অরবিন্দ কেজরিওয়ালকে আর জেলে যেতে হবে না। একথা আগেও তিনি বলেছেন। তাঁর এই বার্তাকে ঘিরে ইতিমধ্যে আদালতের দরজাতেও গিয়েছে ইডি। যদিও শীর্ষ আদালত ইডির দাবি অগ্রাহ্য করে। আদালত সেখানে জানিয়েছে, এটা একেবারে তাঁর অনুমান। এটা নিয়ে আদালতের কিছু বলার নেই। কেজরিওয়ালকে নিয়ে তাদের নির্দেশ একেবারে পরিষ্কার। ২ জুন ফের তিহাড় জেলে ফিরতে হবে কেজরিওয়ালকে। এদিন প্রচারে কেজরিওয়াল বলেন, বিজেপি লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেলে এসসি, এসটি এবং ওবিসিদের জন্য সংরক্ষণ তুলে দেবে।