সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | KEJRIWAL: কেজরিওয়ালের অনুমান প্রসঙ্গে ইডির আবেদন খারিজ করল শীর্ষ আদালত

Sumit | ১৬ মে ২০২৪ ১৫ : ২৫Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনী জনসভা থেকে কেজরিওয়াল ভোটারদের জন্য বার্তা দিয়েছেন। আর এই বার্তাকে ঘিরেই আদালতের দ্বারস্থ ইডি। কেজরিওয়াল বার্তা দিয়েছেন, যদি আপকে ভোট দেওয়া হয়, তবে তিনি আর জেলে ফেরত যাবেন না। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। কেজরিওয়ালের এই ধরণের মন্তব্যকে হাতিয়ার করে ইডি। তবে শীর্ষ আদালত ইডির দাবি অগ্রাহ্য করে। আদালত সেখানে জানিয়েছে, এটা একেবারে তাঁর অনুমান। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। কেজরিওয়ালকে নিয়ে আমাদের অর্ডার একেবারে পরিষ্কার। সেটাই এই আদালতের সিদ্ধান্ত। ২ জুন ফের তিহাড় জেলে ফিরতে হবে কেজরিওয়ালকে। কেজরিওয়ালের জামিন খারিজ করে ফের তাঁকে জেলে ভরার ইডির আবেদন এভাবেই এদিন খারিজ করে দিল শীর্ষ আদালত। প্রসঙ্গত, ঘনিষ্ঠমহলে কেজরিওয়াল জানিয়েছেন, তিনি ২ জুন ফের জেলে ফেরত যাবেন। তবে লোকসভা নির্বাচনের ফলাফলে তিনি নজর রাখবেন। যদি ইন্ডিয়া ব্লক জেতে তবে ৫ জুনই তিনি জেল থেকে বেরিয়ে আসবেন। ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। সমস্ত অভিযোগ অস্বীকার করেন কেজরিওয়াল। রাজনীতির শিকার বলে এই গ্রেপ্তারিকে বর্ণনা করেন কেজরিওয়াল।    




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



05 24