রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৮ মে ২০২৪ ১৭ : ৪৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভুল করলে ক্ষমা নেই। এটাই সকলের সামনে প্রতিষ্ঠা করল বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতী। নিজের ভাইপো আকাশ আনন্দকে দলের সমস্ত ধরণের পদ থেকে সরিয়ে দিয়েছে বিএসপি। মঙ্গলবার রাতের এই সিদ্ধান্তের পরই রাজনৈতিক মহলে যথেষ্ট শোরগোল পড়ে যায়। তবে লোকসভা ভোটের আবহে ভোটারদের কাছে স্পষ্ট বার্তা দিলেন মায়াবতী। দলের নিয়ম যে কেউ ভাঙলে তাঁকে রেয়াত করা হবে না। সেখানে পরিবারের সদস্য থেকে শুরু করে দলের কর্মী সকলেই সমান। আকাশ আনন্দের বিএসপিতে যোগদানের পরই পরিবারতন্ত্রের বিষয়টি বারে বারে বিব্রত করছিল মায়াবতীকে। তবে মায়াবতী জানিয়ে দিলেন, রাজনীতিতে এখনও সড়গড় হয়নি আকাশ। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে নির্বাচনী বিধিভঙ্গ করে ফেলেছে সে। তাই তাঁকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হল। আকাশকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বিজেপি নেতা রাকেশ ত্রিপাঠী বলেছেন, আকাশের বিবেচনাহীন মন্তব্যের জন্য সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ত বিএসপি। তাই তাঁকে তড়িঘড়ি করে সরিয়ে দিলেন মায়াবতী।