বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৪ মে ২০২৪ ১৯ : ০০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালির ভিডিয়ো প্রসঙ্গে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি বলেন,‘বিজেপির নেতারা বলতেন, সন্দেশখালি করবে তৃণমূলের চেয়ার খালি। আর আজকের ভিডিয়ো বুঝিয়ে দিয়েছে বিজেপি দলটাই জালি। গঙ্গাধরকে চিনতেই পারছেন না বিজেপির নেতারা। বলছেন, ‘ওকে চিনি না। বুথে কাজ করে কি না তা-ও জানে না। অথচ নিজের ভিডিয়ো প্রকাশ করে সেই গঙ্গাধরই বলছে সে বিজেপির মণ্ডল সভাপতি।’
অভিষেক আরও বলেন, ‘যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের সম্ভ্রম ২০০০ টাকায় বিক্রি করে, সেই দলকে ভোট দেওয়ার আগে দশবার ভাববেন।’ অভিষেক বলেন, ‘বাংলায় ওরা থাকছে, খাচ্ছে আর বাংলার নাম কলুষিত করছে। আসলে বাংলাকে কলুষিত করে দখল করার পরিকল্পনা ছিল বিজেপির। যেভাবে, রাজস্থান, কর্ণাটক দখল করেছে সে ভাবেই বাংলাও দখল করবে। কিন্তু বাংলার দখল নেওয়া অত সহজ নয়।’
বিজেপি ভোটের রাজনীতি করে বলে এদিন ফের একবার দাবি করলেন অভিষেক। তিনি বলেন,"খালি কয়েকটা ভোটের জন্য যা নয় তাই করা হচ্ছে। সমস্যা আদৌ হয়েছে কি না যাচাই না করেই সিবিআই হয়ে যাচ্ছে। সংবিধান মেনে পুলিশকে সুযোগও দেওযা হচ্ছে না। তদন্ত করার সুযোগই দেওয়া হচ্ছে না।"
এদিন অভিষেকের বক্তব্যে উঠে এল কাশ্মীরের পুলওয়ামা প্রসঙ্গ। তিনি বলেন, "কাশ্মীরের পুলওয়ামা প্রসঙ্গে সত্যপাল মালিক বলেছিলেন, পুলওয়ামার ঘটনা পূর্বপরিকল্পিত ছিল। সেদিনই বুঝেছিলাম এরা কতখানি নিকৃষ্ট।’