বুধবার ১৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Congress: আমেঠি-রায়বেরেলি নিয়ে ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত!

Riya Patra | ০১ মে ২০২৪ ১৬ : ২২Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেসের প্রার্থী হবেন কে কে? দুই কেন্দ্রের দিকে তাকিয়ে দিনে দিনে বাড়ছে জল্পনা। দুই কেন্দ্র আমেঠি এবং রয়বরেলি। হাত শিবিরের হয়ে এখান থেকে ভোট লড়বেন কে? তাই নিয়েই জল্পনা দীর্ঘদিনের। বৈঠক হলেও সমাধান আসছে না। কেউ কেউ বলছেন এই দুই কেন্দ্র থেকে সরে দাঁড়াতে চাইছে গান্ধী পরিবার। আবার সমর্থকেরা প্রার্থী হিসেবে চাইছেন তাঁদেরই। জল্পনার মাঝেই উঠে আসছে নাম। দু" দফা ভোট পেরিয়ে যাওয়ার পরেও কংগ্রেস কোনও সিদ্ধান্তে উপনীত হয়নি এখনও। তবে বুধবার জানা গিয়েছেন, হাত শিবির ২৪ ঘণ্টার মধ্যেই নেবে সিদ্ধান্ত। দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ২৪ ঘণ্টার মধ্যে নাম জানানোর কথা বলেছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, কেউ ভীত নয়, কেউ পালিয়ে যাচ্ছেন না। আমেঠি দীর্ঘদিনের কংগ্রেস গড় বলে পরিচিত ছিল। ভোটের মাঝে এসেও প্রার্থী নাম না প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ সেখানকার কংগ্রেস সমর্থকরা। মঙ্গলবার তাঁরা স্লোগান তোলেন আমেঠি গান্ধী পরিবারকেই চায়। দলীয় কার্যালয়ের সামনে নিজেদের দাবি নিয়ে বিক্ষোভে বসেন কর্মী সমর্থকরা। আমেঠি নিয়ে জল্পনায় আসছে রাহুলের নামও। জল্পনা গত ভোটে পরাজয়ের পর এবার ফের গড় পুনরুদ্ধারে নামবেন রাহুল। রায়বেরেলির জন্য চর্চায় রয়েছে প্রিয়ঙ্কার নাম।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24