বুধবার ০৯ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Mamata Banerjee: বিজেপি এলে আপনাদের বিদায় দেবে, সংখ্যালঘু মালদায় বললেন মমতা

Kaushik Roy | ৩০ এপ্রিল ২০২৪ ১৭ : ৪৩Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রের বিজেপি সরকার আবার এলে আপনাদের সবাইকে বিদায় করে দেবে। সংখ্যালঘু অধ্যুষিত মালদায় হরিশ্চন্দ্রপুরে দাঁড়িয়ে উত্তর মালদার দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে প্রচার সভায় একদিকে যেমন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ"র বক্তব্যের পাল্টা জবাব দিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন তেমনি তুলে ধরেছেন তাঁর আক্ষেপের কথাও। যা প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, "মালদার দুটো লোকসভা আসন আমরা কোনওদিন পাইনি। এবার কি দেবেন না?" 

এদিনই বর্ধমানের মেমারিতে সভায় অমিত শাহ তৃণমূল সরকারকে নিশানা করে কেন্দ্রের টাকার হিসাব না দেওয়ার অভিযোগ করেন। অমিতের দাবি খন্ডন করে এদিন মমতা দাবি করেন, ক্যাগ রিপোর্ট অনুযায়ী একটা ফান্ডও অব্যবহৃত অবস্থায় পড়ে নেই।  একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন মমতা  ক্যা-এর বিরোধিতা করছেন। সে প্রসঙ্গে মমতা দাবি করেন, "ক্যা"তে আবেদন করলেই আপনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন।" মমতার অভিযোগ, অভিন্ন দিওয়ানি বিধিতে তফসিলি, তফসিলি উপজাতি, সংখ্যালঘুদের অস্তিস্ত থাকবে না। এমনকী হিন্দুরাও সমস্যায় পড়বেন বলে দাবি করেন তিনি।  এদিনও তিনি জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে ১১ লক্ষ মানুষকে আবাসের টাকা দেওয়া হবে।




বিশেষ খবর

নানান খবর

AD

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24