শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৮ এপ্রিল ২০২৪ ১৭ : ১৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য। বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেল তৃণমূল। জানা গিয়েছে, শনিবার অশোকনগরে এক প্রচার কর্মসূচি ছিল বিজেপির। সেখান থেকে স্বপন মজুমদার লাগামছাড়া আক্রমণ করেন মমতাকে। সন্দেশখালির ঘটনা, নিয়োগ দুর্নীতি একাধিক ইস্যুতে তিনি দায়ী করেন মুখ্যমন্ত্রীকে।
বলেন, সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন এবং নিয়োগ দুর্নীতিতে যে সব স্কুলশিক্ষকের চাকরি গিয়েছে, তার জন্য দায়ী মুখ্যমন্ত্রীই। এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে আরও খারাপ ভাষায় অবমাননা করেন। এই খবর পৌঁছায় এলাকার তৃণমূল নেতৃত্বের কাছে। সেখান থেকে জেলা নেতৃত্ব এবং তারপর তৃণমূল ভবনে যোগাযোগ করা হয়। এরপরেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানানো হয় তৃণমূলের তরফে।