শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৬ এপ্রিল ২০২৪ ১৪ : ৫৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: জোরকদমে নির্বাচনী প্রচার তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, কখনও ভিন রাজ্যে যাচ্ছেন প্রচারে। শুক্রবার, দ্বিতীয় দফার নির্বাচনের দিন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো পিংলায় সভা করেন ঘাটালের প্রার্থী দেব তথা দীপক অধিকারীর সমর্থনে। তাঁর পরেই সভা ঝাড়গ্রামের প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে গড়বেতায়। দেবের সমর্থনে সভার শুরুতেই মমতা বলেন, "আমার প্রিয় প্রার্থী এবং মানুষের প্রার্থী।" শুধু ভোটের সময় নয়, বছরভর যে তাঁর দলের প্রার্থী মানুষের পাশে দাঁড়িয়ে থেকেছেন সেকথা মনে করান মমতা। অভিনেতা দেব যে গত কয়েক বছরে একজন নেতা, রাজনীতিবিদ হয়ে উঠেছেন, বলেন সেকথাও। তারপরেই একগুচ্ছ বিষয়ে কটাক্ষ করেন বিজেপিকে, কেন্দ্র সরকারকে। ৭ দফায় ভোট দেশে, বাংলাতেও ৪২ আসনে ভোট হবে ৭ দফায়। আজ মমতা বলেন, চেন্নাইয়ে ৪০ আসনে ভোট হয়েছে একদিনে। তাহলে বাংলার মানুষের ওপর এত অত্যাচার কেন? প্রশ্ন তোলেন সে বিষয়ে। বিজেপি দেশকে, ধর্মকে, মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছে বলেও এদিন সুর চড়ান। এদিন ফের প্রায় ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে সুর চড়ান মমতা। বিজেপিকে চরম কটাক্ষ করে মমতা বলেন, "মানুষখেকো বাঘ শুনেছেন, চাকরিখেকো বিজেপি দেখেছেন? চাকরিখেকো সিপিএম পার্টি দেখেছেন?" আদালতের রায়ের কথা পুনরায় মনে করিয়ে বলেন, "যখন ইচ্ছে হল সবার চাকরি খেয়ে নেওয়া! মগের মুলুক?" চাকরির অধিকার কাড়তে দেবেন না বলেও আশ্বাস দেন মমতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রসঙ্গ উত্থাপন করেও গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী। সভা থেকে সাফ জানান, "বিজেপি এবার আসছে না, এটা জেনে রাখুন ভাল করে। সেই জন্য ঘাবড়ে গেছে। ঘাবড়ে গেছে বলে উল্টোপাল্টা বলছে।" এলাকার মানুষের জন্য তাঁর দল কী কী কাজ করেছে সেকথা উল্লেখ করে মমতা বলেন, এবার দেব-জুন-ঝাড়গ্রাম জিতলে তিনি মেদিনীপুরকে উপহার দেবেন ঘাটাল মাস্টার প্ল্যান। সঙ্গেই কেন্দ্রের "বেটি বাঁচাও বেটি পড়াও" প্রকল্পকে কটাক্ষ করে তাদের বরাদ্দের কথা মনে করান। বলেন, প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ১০০ কোটি, আর মোদি প্রচারেই খরচ করেছেন ৯০ কোটি। সিপিএম জামানার কথা মনে করিয়েছেন মমতা। সভায় দাঁড়িয়ে মনে করালেন, মেদিনীপুর, কেশপুর, নেতাই, লালগড়, শালবনি, ডেবরার কথা। আজ মমতা বলেন, "সবচেয়ে বড় ডাকাতি চুরি করে গেছে সিপিএম। আমার ভুল, আমি বলেছিলাম বদলা নয় বদল চাই। এরা আজ বিজেপির দুটো চোখ, একটা সিপিএম একটা কংগ্রেস ।" গড়বেতার সভাতেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেন মমতা। কটাক্ষ করেন বাম-কংগ্রেসকে।