বুধবার ১৩ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Damoh: দামোহ আসনে নির্দল প্রার্থী দুর্গা মাসি

Riya Patra | ২৫ এপ্রিল ২০২৪ ১৯ : ৩৮Riya Patra


বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: মধ্যপ্রদেশের দামোহ আসনে দুই লোধী প্রার্থীর সামনে দুর্গা মাসি। ২০১৪ সাল থেকে গ্রাম পঞ্চায়েত সদস্য এবং জেলা পরিষদের পর এবার তাঁর লক্ষ্য লোকসভা। নবরাত্রির ৯ দিনের মধ্যে নবমীর দিন প্রচার অভিযানে বিরতি দিয়ে প্রার্থনা করতে গিয়েছিলেন দুর্গা বাই মাঝওয়ার ওরফে দুর্গা মাসি। মাইহারে মা সারদা দুর্গা মন্দিরে তিনি দেবী দুর্গার পোশাকে বিশেষ পারফর্ম করেন। রূপান্তরকামী দুর্গা মাসির প্রচার অভিযান ইতিমধ্যেই এলাকায় সাড়া ফেলেছে।  

দামোহ আসনে কংগ্রেস প্রার্থী সারোয়ার সিং লোধির বিরুদ্ধে বিজেপির বাজি রাহুল লোধি। যদিও দ্বিপাক্ষিক লড়াই পরিণত হয়েছে ত্রিপাক্ষিকে। ২০১৪ সাল থেকে টানা ৭ বছর সরপঞ্চ বা গ্রাম সদস্য হিসেবে কাজ করেছেন দুর্গা মাসি। করোনার কারণে তাঁর মেয়াদ বাড়ানো হয়। পরে কাটনি জেলা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বীতা করে জয় হাসিল করেন তিনি এবং বর্তমানে জেলা পরিষদের সদস্য দুর্গা মাসি। তবে শুধুমাত্র রূপান্তরকামী রাজনীতিবিদ নন, দুর্গা মাসি একজন সন্ন্যাসীনিও। কিন্নর আখরায় মহামণ্ডলেশ্বরের আসনেও ছিলেন তিনি। তবে মধ্যপ্রদেশ থেকে কোনও রূপান্তরকামীর নির্বাচনী সাফল্য বা দৌড় এই প্রথম নয়। এর আগে ২০০০ সালে সোহাগপুর বিধানসভা আসনে উপনির্বাচনে কংগ্রেস এবং বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হন শবনম মাসি। ১৯৯৯ সালে কাটনি শহরে পুর নির্বাচনে জয়লাভ করেন কমলা জান ওরফে মাসি। তবে ভোটার তালিকায় তাঁর নাম পুরুষ হিসেবে নথিভুক্ত এবং আসনটি মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় তাঁর জয় অবৈধ ঘোষণা করে আদালত। সেই কমলা মাসিকেই নিজের গুরু বলে মানেন লোকসভা নির্বাচনের প্রার্থী দুর্গা মাসি। এলাকার মানুষের দাবি মেনেই ভোটের ময়দানে নেমেছেন বলে জানিয়েছেন তিনি। বারাণসীতে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে প্রার্থী হয়েছেন হিমাঙ্গী সখি। তাঁর জন্য সমর্থন বার্তা দিয়েছেন দুর্গাবাই মাঝওয়ার ওরফে দুর্গা মাসি।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24