শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ এপ্রিল ২০২৪ ১৮ : ৩২Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: নির্বাচনী প্রচারের শুরুতে বিস্ফোরক তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি। এদিন শ্রীরামপুরে রামসীতা মন্দিরে পুজো দিয়ে বটতলা থেকে শুরু করে খোটির বাজার পর্যন্ত রোড শো করেন বিদায়ী সাংসদ। কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে কল্যাণ বলেন, "ভারতবর্ষের ১৪০ কোটি মানুষ বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছেন কারণ যখনই যে সরকার গণতন্ত্রের উপর আঘাত হানার চেষ্টা করেছে তখনই মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিচার ব্যবস্থা। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। এমন সময় হাত জোর করে বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছি।" কল্যাণ আরও বলেছেন, সারা ভারতবর্ষের যা পরিস্থিতি বর্তমানে তাতে বিজেপি দুশো আসন পেরোতে পারবে না। ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা বর্তমানে একটা অদ্ভুত আকৃতি ধারণ করেছে। এখন ভারতবর্ষের শিক্ষিত যুবক ৬৭.৫ শতাংশ। অশিক্ষিত যুবক ৮১.৫% শতাংশ। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে সেটা ছিল ৫০.২ শতাংশ।এই যখন হাল, দ্রব্যমূল্য বৃদ্ধি একটা বিশাল জায়গায় গেছে। আর অন্যদিকে ইডি, সিবিআইকে ব্যবহার করে ভারতবর্ষে যত বিরোধী দল আছে তাদের অপদস্ত করা হচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে। এখনও পর্যন্ত ২৫ জন বড় বড় নেতার বিরুদ্ধে ইডি, সিবিআই এর মামলা দেওয়া হয়েছে। যারা বিজেপিতে চলে গেল অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, শুভেন্দু অধিকারী এদের বিরুদ্ধে আর কিছুই নেই। অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সরেনরা যাননি বলে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
অভিষেকের চপারে আয়কর তল্লাশি প্রসঙ্গে কল্যাণ বলেছেন, এটা অবিশ্বাস্য। ভারতবর্ষের মানুষকে এবার ভাবতে হবে নরেন্দ্র মোদি থাকলে ভারতবর্ষের কী দুরবস্থা হবে। এটা তিনি ভাবতেই পারছেন না। এটা চিন্তা ভাবনার মধ্যে আসে কী করে। ভারতের শুধু জনগণ নয় জুডিশিয়ারির কাছেও তাঁর আবেদন থকবে। ভারতবর্ষের গণতন্ত্র বিরোধীদের কণ্ঠস্বর বাঁচানোর জন্য একমাত্র জুডিশিয়ারই আছে। ভাতরবর্ষের গনতন্ত্রকে যখনই যে সরকার যতবার শেষ করতে চেয়েছে, জুডিশিয়ারি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সরকারের বিরুদ্ধে একটার পর একটা রায় হয়েছে। নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না, তাই ভারতবর্ষের বিচারব্যবস্থার খুব বড় ভূমিকা আছে। দেশের ১৪০ কোটি মানুষ সেই বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছে। বামেরা বলেছে মহিলাদের সুরক্ষায় আত্মমর্যাদা কেন্দ্র গড়া হবে, যা সাংসদ তহবিলের অর্থের এক তৃতীয়াংশ টাকা খরচ হবে।সে প্রসঙ্গে কল্যাণ বলেন, সাংসদ কোটার টাকা শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানেই খরচ করা যায়। আধা সরকারি প্রতিষ্ঠানেও খরচ হয়। যারা এ কথা বলেছে তারা হয় আইন না জেনে বলেছে, অথবা সাংসদ হওয়ার শখ জেগেছে কিন্তু আইন জানেন না। না হলে মানুষকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এই কাজটা করেছেন। শ্রীরামপুর রাম সীতার মন্দিরে পুজো দেওয়া প্রসঙ্গে কল্যাণ বলেন, "মন্দির সংস্কারের জন্য শ্রীরামপুর পুরসভার মাধ্যমে কিছু কিছু টাকা দিচ্ছে। যেহেতু শ্রীরামপুর নামটা এখান থেকেই হয়েছে। ডিপিআর তৈরি করে টেন্ডার ডাকা হয়েছে। রামনবমী নিয়ে রাজনীতি, পশ্চিমবঙ্গের মানুষের কাছে তার কোন মূল্য নেই। ধর্মের বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে সারা ভারতবর্ষে। দেশের মানুষ সচেতন, তাঁরা সেটা গ্রহণ করছে না। তুমি ধর্ম করলে ধর্মই করো। আর নাহলে রাজনীতি করলে রাজনীতি করো। ভারতবর্ষের মানুষ ভাবতেই পারছেন না প্রধানমন্ত্রী হঠাৎ মুনি ঋষি সেজে মাথায় গলায় চন্দন লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন। সবকিছুকে মিলিয়ে দিচ্ছেন। বুঝতে পারছেন না কী করবেন? প্রধানমন্ত্রী হবেন নাকি ধর্মীয় গুরু হবেন। তবে ২০২৪ সালের পর ওনাকে কোনও আশ্রমে নিশ্চই যেতে হবে, ওখানেই তাঁকে অধিষ্ঠান করতে হবে।"