শনিবার ০৫ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Mamata Banerjee: মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে যাচ্ছেন মমতা ব্যানার্জি

Riya Patra | ১১ এপ্রিল ২০২৪ ১৬ : ২০Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের প্রচারে এবার মুর্শিদাবাদ জেলায় যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। তৃণমূল সূত্রের খবর, সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী ১৯ এপ্রিল মুর্শিদাবাদ জেলায় দু"টি জনসভা করবেন তিনি। তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার জানান, "দলের তরফ থেকে আমাদের মমতা ব্যানার্জির যে কর্মসূচি জানানো হয়েছে তাতে আগামী ১৯ এপ্রিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে একটি জনসভা করার কথা রয়েছে।" 
অন্যদিকে দলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সহ- সভাপতি সুভাষ লালা বলেন, "আগামী ১৯ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুতি বিধানসভার ছাবঘাটিতে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে একটি জনসভা করবেন বলে আমাদের জানানো হয়েছে।"  তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা জানিয়েছেন- ঐদিনই মুখ্যমন্ত্রী যাতে লালগোলা অথবা সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের কোনও একটি জায়গায় খলিলুর রহমানের সমর্থনে আরও একটি জনসভা করেন সেই অনুরোধ রাজ্যের কাছে রাখা হয়েছে। তৃণমূল সূত্রে আরও জানা গেছে, আগামী ২৯ এপ্রিল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের খড়গ্রামে খলিলুর রহমানের সমর্থনে এবং ভগবানগোলা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকারের সমর্থনে একটি রাজনৈতিক জনসভা করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ মে মমতা ব্যানার্জি কান্দিতে ইউসুফ পাঠানের সমর্থনে আরও একটি জনসভা করবেন বলে তৃণমূল সূত্রে জানা গেছে। সূত্রের খবর, ১৯ এপ্রিলের পর যে কোনও দিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক সভা করবেন। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24