বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৬ এপ্রিল ২০২৪ ১১ : ০৪Rajat Bose
অলক সরকার, শিলিগুড়ি: কংগ্রেস প্রকাশ করেছে নির্বাচনী ইস্তাহার। আর সেই ইস্তাহার জনসমক্ষে আসার পরই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে দার্জিলিং সহ উত্তরবঙ্গের অনেকাংশেই। কারণ, ইস্তাহার প্রকাশ হলেও সেই ইস্তাহারে জায়গা পায়নি পাহাড় সমস্যা থেকে উত্তরবঙ্গের উন্নয়ন। অথচ দার্জিলিঙের রাজনৈতিক সমস্যার সমাধান নিয়ে বিশেষ কিছু ইস্তাহারে থাকবে বলে অনেকেই আশা করেছিলেন। দাবিও জানানো হয়েছিল সেইরকম। কিন্তু সেটা না হওয়ায় কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে, কেউ আবার আড়ালে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। এই ক্ষোভ বেশি হবার কারণ, ইস্তাহারে লাদাখ ও মণিপুর প্রসঙ্গ রয়েছে। স্বাভাবিকভাবেই কংগ্রেস বিরোধীরা এই ইস্যুতে কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েননি।
এবারে কংগ্রেসের ইস্তাহারে উত্তরবঙ্গকে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার দাবি করা হয়েছিল বিভিন্ন স্তর থেকে। পাহাড়ের নেতা বিনয় তামাং কংগ্রেসে যোগ দেওয়ার পর তিনি নিজেও একগুচ্ছ দাবি পাঠিয়েছিলেন। তাতে পাহাড় সমস্যা সমাধানে ও উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নে কিছু কথা ইস্তাহারে রাখার অনুরোধও করেছিলেন বলে জানা গেছে। অন্যদিকে সম্প্রতি হমরো পার্টির সুপ্রিমো ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার সময় সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি চেষ্টা করবেন কং ইস্তাহারে পাহাড় সমস্যার সুরাহার বিষয় রাখার। পাহাড় সমস্যার সাংবিধানিক সমাধান, পাহাড়ের সংস্কৃতি রক্ষা, ষষ্ঠ তফশিলে অন্তর্ভুক্তিকরণ, ১১ জনজাতির স্বীকৃতি, শিলিগুড়িতে আইটি হাব কিংবা ইকোনমিক করিডরের মতো প্রস্তাব পাঠানো হয়েছিল বলে জানা যাচ্ছে৷ কিন্তু তার কিছুই দেখা গেল না ইস্তাহারে। পাহাড় নিয়ে তো কিছু নেই, এমনকি উত্তরবঙ্গের চা, পর্যটন, শিল্প বাণিজ্য কোনও বিষয়ই নেই।
দার্জিলিং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জীবন মজুমদার বলেন,‘ইস্তাহারটি গোটা দেশের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে৷ তবে আমাদের নেতারা পাহাড় তথা উত্তরবঙ্গ নিয়ে যথেষ্ট তৎপর৷’ ইন্ডিয়া জোটের শরিক হমরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ডস বলেছেন,‘ইস্তাহারে লিখলেই কিছু হয় না। বিজেপিও ইস্তাহারে লিখেও কিছু করেনি। এর জন্য মানসিকতা দরকার। কংগ্রেসে সেটা আছে এবং আমরা এব্যাপারে সচেষ্ট৷’ কংগ্রেসের প্রদেশ নেতা তথা পাহাড়ের ইনচার্জ বিনয় তামাং অবশ্য এসবে ভুলতে নারাজ। তিনি প্রার্থী ঘোষণার পর থেকে দলের ওপর খাপ্পা। ইস্তাহার নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। জানিয়েছেন,‘ইস্তাহারে পাহাড় কিংবা উত্তরবঙ্গ কোনও কথা নেই। এমনিতেই মুনিশ তামাংকে প্রার্থী করে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতারা৷ এবার ইস্তাহারে কিছু না রেখে কার্যত বিজেপিকে ময়দান ছেড়ে দেওয়া হল। আমি নিজেও নয়টি প্রস্তাব পাঠিয়েছিলাম৷ এখন ভাবছি প্রচারে গিয়ে মানুষকে কী বলব।’ শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব বলেন, ‘কংগ্রেসের সিলেবাসে পাহাড় আর উত্তরবঙ্গ আগেও ছিল না, এখনও নেই৷ তাই তারা শূন্য হয়ে গিয়েছে৷ এবারও ভোট পাবে না৷’
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
খেলতে খেলতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, পাঁচিল ভেঙে মৃত শিশু...
স্ত্রীকে খুশি করতে ‘ভালবাসা’ চুরি, মাঝরাস্তায় ভেঙে গেল প্লাস্টিকের ‘লাভ’, তারপর? ...
তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ, তীব্র চাঞ্চল্য নন্দীগ্রামে ...
বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...
আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো, র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...
বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...
বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...
অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...
বড়দিনের ‘উপহার’ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...
মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...
আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...
বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...
চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...
চলছে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, সুন্দরবনে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার তিন সন্দেহভাজন ...
রেল মন্ত্রীকে দেওয়া চিঠির সদুত্তর মিলেছে, হুগলিতে চলতে পারে মেট্রো! আর কী বললেন সাংসদ রচনা? ...
দ্বিতীয় হুগলি সেতু নয়, ভারী যান চলাচল করবে রোরো ভেসেলের মাধ্যমে ...
পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন, দোষীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা চুঁচুঁড়া আদালতের...
কমছে কাশ্মীরি শালওয়ালাদের আগমন, দরদাম করে কিস্তিতে পোশাক কেনায় ধাক্কা ...