শনিবার ০৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: ‘ফাঁস’ তাপসী পান্নুর বিয়ের ভিডিও! বিশেষ দিনে কেমন সেজেছিলেন নায়িকা?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ এপ্রিল ২০২৪ ১৯ : ৩১


নায়িকা না-ও বলেননি, হ্যাঁ-ও! শেষমেশ ফাঁস আসল কিস্যা। ১০ বছরের পুরনো প্রেমিককেই চুপচাপ বিয়ে করেছেন নায়িকা। বুধবারের সন্ধেয় প্রকাশ্যে বিয়ের ছোট্ট ঝলক। সঙ্গে সঙ্গে তোলপাড় অনুরাগমহলে। বাকি নায়িকার মতো প্যাস্টেল শেডের লহেঙ্গা-চোলিতে নয়, লাল রঙের সিক্যুয়েল পাঞ্জাবি সালোয়ার-কামিজ-দুপাট্টায় বিশেষ দিনে সেজেছিলেন তিনি। সাতপাকে বাঁধা পড়েছেন নিজের পারিবারিক রীতি-রেওয়াজ মেনে। পাত্র ম্যাথিয়াস বোয়েও ‘দেশি গার্ল’কে বিয়ে করেছেন ভারতীয় পোশাকে। সাদা শেরওয়ানি, নাগড়া, পাগড়ি, আর অলঙ্কার পরেছিলেন তিনি। পাঞ্জাবি পুরুষ সাজতে জম্পেশ দাড়ি-গোঁফও রেখেছেন!

মরুর দেশ উদয়পুরে বসেছিল বিয়ের আসর। দূরে পাহাড়, মাথার উপরে খোলা আকাশ। তার নীচে সাজানো মঞ্চ। তাতে অজস্র গোলাপের পাপড়ি বৃষ্টি। এমন পরিবেশে চারহাত এক হয়েছে নায়িকা-ব্যাডমিন্টন প্রশিক্ষকের। বাড়তি চমক, রোদের হাত থেকে বাঁচতে তাপসীর চোখে কালা চশমা! পাঞ্জাবি ‘কুঁড়ি’র মতোই লম্বা বিনুনি বেঁধেছিলেন। হাত ভর্তি চুড়া। মাথার উপরে চাঁদোয়া ধরে তাঁকে বিয়ের মঞ্চ পর্যন্ত পৌঁছে দেন পরিবারের রমণিরা। বর এসেছেন সাইকেলে চেপে! গানের তালে ছন্দ মেলাতে মেলাতে তাপসী মঞ্চে ওঠেন। তাঁকে দু’হাত বাড়িয়ে দেন হবু বর। মঞ্চে অল্প নাচাগানার পরে মালাবদল। গোলাপ ফুল দিয়ে তৈরি গোড়ের মালা দিয়ে এই পর্ব সারেন তাঁরা।

দোলের দিন চুপিসারে বিয়ে সারেন তাপসী। উপস্থিত কেবল অনুরাগ কাশ্যপ আর কণিকা ধিঁলো। ১০ বছরের প্রেমিক ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বোয়ের সঙ্গেই সাতপাক ঘুরেছেন তিনি। অথচ, দিন কয়েক আগেও বিয়ের খবর ফাঁস হওয়ায় বিরক্তি প্রকাশ করেন নায়িকা। বলিউড বুঝতেই পারেনি, তাঁর আসল ‘মনমর্জিয়া’! বিয়ের পর সবাইকে নিয়ে একটি সেলফি তোলেন পাভেল গুলাটিয়া। ছবিতে আকাশী নীল লেহেঙ্গা-চোলিতে সুন্দরী তাপসী। সঙ্গে মানানসই ছিমছাম গয়না। ম্যাথিয়াস কালো ব্লেজারে সুপুরুষ। আলো দিয়ে সাজানো হোটেলের সিঁড়ি। সেখানে উপস্থিত নবদম্পতি। সঙ্গী তাপসীর বোন শগুন পান্নু, তুতো বোন ইভানিয়া পান্নু, ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেতা অভিলাশ থাপলিয়াল এবং ব্যাডমিন্টন খেলোয়াড় চিরাগ শেট্টি। সবাইকে নিয়ে সেলফি তুলে পাভেল বিবরণীতে লিখেছেন, ‘আমরা কোথায়? কেউ জানে না!’ ছবি ভাগ করে নিতেই সামাজিক মাধ্যমে মন্তব্যের বানভাসি। সেখানে বহু জন জানিয়েছেন, তাঁরা জানেন, কোথায় সবাইকে নিয়ে সেলফি তুলেছেন গুলাটিয়া।



জানা গিয়েছে, তাপসী চাননি তাঁর বিয়ে তারকাখচিত হোক। তাঁর বিয়েতে বহুজন উপস্থিত থাকুন। নিরালায়, নিভৃতে ১০ বছরের পুরনো সঙ্গীকেই নিজের করে পেতে চেয়েছেন তিনি। তাই বলিউড থেকে মাত্র তিন জন তাঁর বিয়েতে এসেছিলেন। অনুরাগ, যিনি তাপসীকে ‘মনমর্জিয়া’, ‘দোবারা’য় পরিচালনা করেছিলেন। তাপসীর ‘ষান্ড কি আঁখ’ ছবির প্রযোজক তিনি। আর ছিলেন পাভেল। তিনি ‘দোবারা’ আর ‘থাপ্পড়’-এ নায়িকার সহ-অভিনেতা। এবং কণিকা। তিনি তাপসীর একাধিক ছবির লেখিকা। কণিকা বিয়েতে প্যাস্টেল সাজের পোশাকে সেজেছিলেন। 

  




নানান খবর

নানান খবর

ভরা কোর্ট চত্বরে জামাইকে গুলি করল শাশুড়ি! কী কারণে মেয়ের সিঁথির সিঁদুর কেড়ে নিল মা?

শাহিদের ‘দেবা’ ওটিটিতে দেখেই সলমনকে খোলা চিঠি ভক্তদের — ‘চিত্রনাট্য বাছাইটা এবার একটু শিখুন!’

শরীরে মাধুরীর ‘ভালবাসার দাগ’ আজও বয়ে নিয়ে বেড়াচ্ছেন অজয়! অভিনেত্রীকে সামনে পেয়েই কী করেছিলেন ‘সিংহম’?

'ভীষণ ছোট..'অডিশনে শুনতে হয়েছিল চরম কটাক্ষ! তামিল ছবি থেকে কেন বাদ পড়েন পূজা হেগড়ে?

অসুস্থ শরীর, তবু শেষ দেখা বন্ধুকে— মনোজ কুমারকে শ্রদ্ধা জানাতে হাজির ধর্মেন্দ্র

দু’ভাগের বদলে এক ভাগেই বিরাট চমক! রাজামৌলি-মহেশবাবুর ছবিতে কেন এল এই আচমকা পরিবর্তন?

সাপের সঙ্গে কার্তিকের ধুন্ধুমার লড়াই, করণের নতুন ক্রিয়েচার কমেডিতে নায়িকা কে জানেন?

যশ চোপড়া যেখানে ‘না’ বলেছিলেন, সেখান থেকেই জন্ম নিল সইফ অভিনীত এই জনপ্রিয় প্রেমের ছবি!

স্ত্রী না মেয়ে! করিনাকে কোন চোখে দেখেন সইফ? নিজের মুখেই সত্যিটা ফাঁস করলেন নবাব পুত্র?

বলিউডে সবার পাশে সলমন, ‘সিকান্দর’-এর সময় কেউ নেই তাঁর পাশে! ‘টাইগার’-এর আক্ষেপ ছুঁল ভক্তদের হৃদয়

ফের একসঙ্গে দুই ‘অলফা মেল’! সলমন-সঞ্জয়ের নতুন ছবি ‘গঙ্গা রাম’-এর পরিচালক কে জানেন?

‘বুড়ো’ অজয়ের জন্মদিনে কাজলের দুষ্টু-মিষ্টি শুভেচ্ছা, অভিনেত্রীর মজাদার পোস্ট পড়ে নেটপাড়ায় হাসির তুফান!

‘টপ গান’ থেকে ‘ব্যাটম্যান’ – মাত্র ৬৫তেই শেষ দৃশ্যের পর্দা নামল ভ্যাল কিলমারের

আলিয়ার সঙ্গে তুলনায় কেন বিরক্ত ‘অর্জুন রেড্ডি’র নায়িকা? বক্স অফিসে ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দর’?

মাতৃহারা কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ৬৫ বছরে না ফেরার দেশে অভিনেত্রীর মা

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া