শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৯ মার্চ ২০২৪ ১৪ : ৫৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সমাজমাধ্যমের পোস্টে বিতর্ক, প্রকাশিত হয়েছে ব্যক্তিগত তথ্য। অভিযোগ তুলে এবার জাতীয় মহিলা কমিশনে গেলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। জাতীয় তফসিলি কমিশনেও অভিযোগ দায়ের হয়েছে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে। অভিযোগ কী? তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছিল, বিজেপি প্রার্থী রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা ভোগ করে থাকেন। নিজেদের দাবি প্রমাণ করতেই রেখা পাত্রর একগুচ্ছ তথ্য প্রকাশ্যে আনা হয়। অভিযোগ সেখানে ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর। এর পরেই সরব হয় গেরুয়া শিবির। অভিযোগ কেন প্রার্থীর ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনা হবে? তাতে খর্ব হয়েছে গোপনীয়তার মোউলিক অধিকার খর্ব হয়েছে তাঁর। সূত্রের খবর, তার পরেই বিজেপি প্রার্থীর আইনজীবী অভিযোগ দায়ের করেন জাতীয় তফশিলি কমিশন এবং জাতীয় মহিলা কমিশনে।
অন্যদিকে, ভোটমুখী সন্দেশখালি ফের উত্তপ্ত। শুক্রবার এলাকায় পতাকা লাগানোকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয় সন্দেশখালির বেড়মজুড়ের। আইএসএফ এর অভিযোগ তৃণমূলের তরফ থেকে পতাকা লাগাতে দেওয়া হচ্ছে না তাদের।