বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Adhir Chowdhury: জাতীয় সড়কে হেলমেট ছাড়া বাইক চালিয়ে বিতর্কে অধীর চৌধুরী

PB | ১৫ অক্টোবর ২০২৩ ০৮ : ০৩


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলাবাসী ও জেলা প্রশাসনের দাবি মেনে বহরমপুর শহরে ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস অংশের কাজ শেষ হওয়ার আগেই উৎসবের মরশুমে যানজট এড়ানোর জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ প্রায় ১৫ দিনের জন্য অংশটি খুলে দিয়েছে।  
রবিবার সকালে বাইপাসে সেই অংশ পরিদর্শনে যান বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এরপর হঠাৎই সকলকে চমকে দিয়ে একটি বুলেট বাইক চালিয়ে বাইপাসের বিস্তীর্ণ অংশের কাজ দেখতে বেরিয়ে পড়েন। 
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে (যার সত্যতা আজকাল.ইন যাচাই করেনি), অধীর রঞ্জন চৌধুরী যখন মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তখন তাঁর মাথায় কোনও হেলমেট ছিল না এবং মাঝেমধ্যেই স্ট্যান্ট দেখানোর জন্য ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসের উপরে তিনি মোটরসাইকেল থেকে হাত ছেড়ে দিচ্ছিলেন। 
এই ভিডিও ভাইরাল হওয়াতে সোশ্যাল মিডিয়াতে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন একজন সাংসদ হিসেবে কীভাবে তিনি হেলমেট ছাড়া বাইক চালালেন। 
প্রসঙ্গত বর্তমানে কলকাতা থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে উত্তরবঙ্গ যেতে গেলে বহরমপুর শহরের উপর দিয়েই যেতে হয়। কিন্তু ৩৪ নম্বর জাতীয় সড়কের যে বাইপাসটি তৈরি হয়েছে তা বহরমপুর শহরের ভেতরে না ঢুকে সারগাছির কাছ থেকে আলাদা হয়ে নবগ্রামের কাছে গিয়ে উঠেছে। তবে বাইপাস অংশে ভাগীরথী নদীর উপর একটি লেনের ব্রিজ তৈরির কাজ এখনও বাকি থাকায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তাটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়নি। 
বাইপাস দেখতে গিয়ে অধীর চৌধুরী বলেন, দিল্লিতে সড়ক মন্ত্রণালয়ের শীর্ষ আধিকারিকদের বহুবার অনুরোধ করে মহালয়া থেকে দুর্গাপুজো পর্যন্ত বাইপাস রাস্তাটি খুলে দিতে পেরেছি। আমি চেষ্টা করছি রাস্তাটি যাতে কালীপুজো পর্যন্ত খোলা থাকে।
এরপরই অধীর চৌধুরী একটি বুলেট চালিয়ে রাস্তা দেখতে বেরিয়ে পড়েন। যদিও বাইক চালানোর সময় অধীর চৌধুরীর মাথাতে কোনও হেলমেট ছিল না। তার পরিবর্তে সাংসদের মাথায় একটি সাধারণ কালো টুপি ছিল। সূত্রের খবর ওই টুপিটি সম্প্রতি তাঁকে ভারতীয় নৌসেনার তরফ থেকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ভিডিওটিতে দেখতে পাওয়া যাচ্ছে অধীর চৌধুরী বাইক চালানোর সময় দুহাত ছেড়ে দিয়ে কখনও নমস্কার করছেন কখনও দুহাত পাশে তুলে স্ট্যান্ট দেখানোর চেষ্টা করছেন। 
তার এই ভিডিও দেখে বহু নেট নাগরিক প্রশ্ন তুলেছেন একজন আইনসভার সদস্য কীভাবে আইন ভেঙে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালেন। অধীর চৌধুরীর নিজে তার এই আইন ভাঙা কাজ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ওই রাস্তার সাথে আমার আবেগের সম্পর্ক রয়েছে। আমি যখন বাইক চালিয়েছিলাম তখন সেখানে কোনও ট্রাফিক পুলিশ ছিল না। পুলিশ যদি মনে করে আমি অন্যায় কাজ করেছি, তারা আমাকে জরিমানা করতে পারে। আমি সেই টাকা দিয়ে দেব। 
জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন-হেলমেট না পরে বাইক চালানোর জন্য ১০০০ টাকা এবং মোটর ভেহিকল আইনের ১৮৪ এবং ১৮৯ ধারা অনুসারে বিপদ্দজনকভাবে গাড়ি চালানো এবং স্ট্যান্ট দেখানোর জন্য আরও ৫০০০ টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা হতে পারে সাংসদের।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

হাতির ধাক্কায় বেসামাল পিকআপ ভ্যান এবং অটো, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত পাঁচ...

ভারতের জাতীয় পতাকার অবমাননায় পদক্ষেপ করেনি বাংলাদেশ, একই ঘটনায় উল্টো ছবি এ দেশে...

মাটির ঘরে বসবাস, তবুও আবাস যোজনায় পাওয়া ঘর ফিরিয়ে দিতে চান খোদ পঞ্চায়েত প্রধান...

কোথায় শিক্ষক? স্কুলের দরজা খুলে গা শিউরে উঠল সকলের...

ই-রিক্সার নামে বেআইনি টোটো কারবার কোন্নগরে, হাতেনাতে ধরলেন পুরপ্রধান...

বয়স পেরিয়ে গিয়েছে ১০০, ছত্রিশ বছর পর জেল থেকে মুক্তি পেলেন 'রসিক'...

আবাস তালিকায় নাম ছিল না, দিদিকে বলো'তে ফোন করে ঘর পেলেন বিজেপি নেতা ...

'পুর আইন মানেননি কেন?', উত্তর না পেয়ে বহুতল নির্মাণ বন্ধের নির্দেশ বর্ধমানের পুর চেয়ারম্যানের ...

আলু ধর্মঘট প্রত্যাহার, দাম কমার আশ্বাস মন্ত্রী বেচারাম মান্নার...

ত্রিপুরার পর পশ্চিমবঙ্গের মালদা, হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ হল এই জেলায় ...

পাইপ বসাতে গিয়ে বিপত্তি, পদ্মপুকুরের পাইপলাইন ফেটে উত্তর হাওড়ার ১২টি ওয়ার্ড নির্জলা...

বাঁশ দিয়ে পুলিশকর্মীর মাথা ফাটাল যুবক, ব্যাক আপ ফোর্স ডেকে যুবককে পাকড়াও করল পুলিশ  ...

মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে উত্তর সিকিমের রাস্তা, খুশির হাওয়া পর্যটন মহলে...

তিরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন, বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থা এই চিকিৎসকের ...

ঝাল অথচ ঝাল নয়! 'চিলি‌ রসগোল্লা' নামে মিষ্টির জগতে লঙ্কার রসগোল্লার কদর বাড়ছে প্রতিদিন...



সোশ্যাল মিডিয়া



10 23