বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বয়স পেরিয়ে গিয়েছে ১০০, ছত্রিশ বছর পর জেল থেকে মুক্তি পেলেন 'রসিক'

দেবস্মিতা | ০৩ ডিসেম্বর ২০২৪ ২০ : ৪৭Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: ৩৬ বছর ধরে সংশোধনাগারে কেটেছে বন্দি-দশা। মঙ্গলবার অবশেষে তিনি পেলেন মুক্তি। ১০৪ বছরের বৃদ্ধ রসিক চন্দ্র মণ্ডল। সর্বোচ্চ আদালতের রায়ে পেয়েছেন মুক্তি। ঘটনাটি মালদার। 

 

 

জানা গিয়েছে, খুনের অভিযোগে গত ৩৬ বছর ধরে সংশোধনাগারে বন্দী ছিলেন ১০৪ বছরের বৃদ্ধ রসিক চন্দ্র মণ্ডল। বারবার হাইকোর্টে জামিনের আবেদন জানালেও তা নামঞ্জুর হয়েছে। শেষপর্যন্ত সর্বোচ্চ আদালতের নির্দেশে মুক্তি পেলেন বৃদ্ধ রসিক মণ্ডল। এই খবরে খুশির হাওয়া তাঁর পরিবারে। গত ২৯ নভেম্বর সুপ্রিম কোর্ট ১০৪ বছরের বৃদ্ধ রসিক চন্দ্র মণ্ডলের জামিন মঞ্জুর করেন। সেই জামিনের কাগজ তিন ডিসেম্বর মঙ্গলবার মালদা জেলা সংশোধনাগারে পৌঁছায়। এরপরই মুক্তি দেওয়া হয় রসিকবাবুকে। 
                
   

            

প্রসঙ্গত, গত ৩৬ বছর আগে এক খুনের ঘটনায় নাম জড়ায় মানিকচক গ্রাম পঞ্চায়েতের পশ্চিম নারায়ণপুর কলোনি বাসিন্দা রসিক চন্দ্র মণ্ডল -সহ বেশ কয়েকজনের। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে রসিকবাবুর ভাই সুরেশ মণ্ডলকে গুলি করে খুনের ঘটনা ঘটে। দিনটি ছিল আট নভেম্বর ১৯৮৮। সেই সময় জমি বিবাদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা চলছিল। মৃতের বাড়ির দাবি, দাদা রসিক মণ্ডলই খুন করেছেন তাঁর ভাইকে। মানিকচক থানায় দাদা রসিক চন্দ্র মণ্ডল -সহ বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত রসিক চন্দ্র মণ্ডল ও সহযোগী মথুরাপুরের বাসিন্দা জিতেন মণ্ডলকে গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ। সেই সময় থেকে সংশোধনাগারে বন্দি-দশা শুরু বৃদ্ধ রসিক মণ্ডলের। মাঝে বেশ কয়েক বছর জামিনে মুক্তি পেলেও আবারও সংশোধনাগারে যেতে হয় তাঁকে। রসিক মণ্ডলের স্থায়ী ঠিকানা হয়ে দাঁড়ায় মালদহ জেলা সংশোধনাগার। ভারতীয় আইন অনুযায়ী একটি নির্দিষ্ট বয়সের পরে জেল বন্দিদের মুক্তি দেওয়া হয়। তবে তাঁর সঙ্গে এমনটা ঘটেনি। কিন্তু হাল ছাড়েননি রসিক মণ্ডলের ছেলে ও পৌত্ররা। কখনও হাইকোর্ট কখনও সুপ্রিম কোর্টে বারবার আবেদন জানিয়েছেন জামিনের। অবশেষে মিলল জামিন।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কুয়াশার দাপট অব্যাহত, চড়ছে পারদও, কবে ফিরবে কনকনে ঠান্ডার আমেজ? রইল বড় আপডেট ...

রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...

জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...

সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...

ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক

'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...

আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...

কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...

পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...

সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...

বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...

রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...

অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...

পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...

১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...



সোশ্যাল মিডিয়া



12 24