আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার ব্যাটিং পজিশন স্থির করে দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, রোহিত শর্মার নীচের দিকে ব্যাট করতে নামা উচিত।
পারথ টেস্টে খেলেননি হিটম্যান। দ্বিতীয় বার বাবা হওয়ার জন্য পরিবারকে আরও একটু বেশি সময় দেন রোহিত। সেই কারণেই পারথ টেস্টে তিনি ছিলেন না। প্রথম টেস্টে লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে দুশোর বেশি রান জোড়েন ওপেনিং জুটিতে। ফলে অ্যাডিলেডে রোহিতের ব্যাটিং পজিশন নিয়ে কৌতূহল রয়েছে। এই পরিপ্রেক্ষিতে রবি শাস্ত্রী বলছেন, রোহিত শর্মা যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার। মিডল অর্ডারে ভাল ব্যাটিং করতে পারবেন রোহিত।
প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে রোহিত নিজেকে ব্যাটিং অর্ডারে নামিয়ে আনেন। উল্লেখযোগ্য রান করেননি তিনি। শাস্ত্রী বলেছেন, ''রোহিতের মিডল অর্ডারে নামা উচিত। ও যথেষ্ট দক্ষ। দক্ষতা এবং অভিজ্ঞতা মিডল অর্ডারে কাজে লাগবে।''
টেস্ট ফরম্যাটে রোহিত শর্মা কিন্তু মিডল অর্ডার ব্যাটার হিসেবেই শুরু করেছিলেন। পাঁচ নম্বর ব্যাটার হিসেবে বা তারও নীচে নেমে রোহিতের ঝুলিতে সংগ্রহ ১৪৭৪ রান। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে রোহিতের ন'টি হাফ সেঞ্চুরি ও তিনটি সেঞ্চুরি রয়েছে। শাস্ত্রী বলছেন, ''দলের প্রয়োজনের কথা মাথায় রেখে রোহিত স্থির করুক ও কত নম্বরে নামবে। কত নম্বরে নামলে ও বিপজ্জনক বা অস্ট্রেলিয়া কত নম্বরে ওকে দেখতে চায় না, সেটা স্থির করতে হবে রোহিতকেই।''
