img

ইলিয়াসের কবিতা

চৌঠা জানুয়ারি বাংলার সাহিত্যের ঝড়ের পাখি আখতারুজ্জামান ইলিয়াসের প্রয়াণ দিবস। '৯৭ সালের সূচনা পর্বেই তিনি আমাদের ছেড়ে চলে যান।

অভিমানী মেঘ ও আমি

অভিমানী মেঘ ন্যাকা সেজে থাকবি কতকাল

img
img

কী পেলাম, কী হারালাম 

মেয়েটা ছাদে দাঁড়িয়েছিল আনমনে। খোলা চুলে উষ্ণতা ছড়িয়ে দিয়েছিল দিকশূন্যপুরের দিকে। সোনালী চুলগুলো উত্তুরে হাওয়ার দাপটে উড়ে গিয়েছিল পিছুটানহীন ভাবে, কোনও চাওয়া পাওয়া ছিল না সেদিন। রোদ ঝরে ঝরে পড়ছিল। ছায়া আরও সুদীর্ঘ হয়ে আসছিল। মরচে পড়া বাড়িগুলো কয়েক নিমেষের মধ্যে আবার প্রাণ ফিরে পাচ্ছিল।

ওটিপি এসে গেছে

-আমি কি চকোরবকোরতিজি-র সঙ্গে কথা বলছি? বাত কর সকতা হ্যায়? -বলছি। -আমি দিল্লি কাস্টমস ডিপার্টমেন্ট থেকে রমেশ যাদব কথা বলছি। আমার এমপ্লয়ি কোড হল বি ২১২৩। -বলুন স্যার।

img