Sonal Chauhan spoke about her intimate scenes in bollywood movie Sonal Chauhan spoke about her intimate scenes in bollywood movie

বড়পর্দায় অন্তরঙ্গ দৃশ্যের পর পাল্টেছিল জীবন! কোন অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে নাম জড়িয়েছিল সোনাল চৌহানের?

img

সংবাদসংস্থা মুম্বই: অভিনয় জগতে পা দিয়েই পেয়েছিলেন ব্যাপক পরিচিত। প্রথম ছবিতেই হিটের তকমা। কিন্তু নায়িকার অভিনয়ের থেকে ছবিতে চুম্বনের দৃশ্য নিয়ে উঠেছিল চর্চা। তিনি আর কেউ নন, বলি অভিনেত্রী সোনাল চৌহান।

img

২০০৮-এ বড়পর্দায় মুক্তি পেয়েছিল ইমরান হাসমি ও সোনাল চৌহান অভিনীত মাস্টারবাস্টার হিট ছবি 'জন্নত'। প্রযোজনায় মুকেশ ভাট। এই ছবির হাত ধরেই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সোনাল।

img

ওই ছবিতে ৩০ টি চুম্বনের দৃশ্য ছিল। যা আজও চর্চায় থাকে দর্শকের। ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী।

img

এরপর নীল নিতিন মুকেশের সঙ্গে 'থ্রিজি' ছবিতে অভিনয় করেন সোনাল। সেই সময়ে ছড়িয়ে পড়ে, ওই ছবিতেও নাকি অন্তরঙ্গ দৃশ্যে দেখা গিয়েছিল তাঁকে। তবে এই গুজবকে উড়িয়ে দেন অভিনেত্রী।

img

এক সাক্ষাৎকারে সোনাল জানান, থ্রিলার ছবিতে একটি রোমান্টিক গান থাকা বাঞ্ছনীয়। ওই গানে বেশকিছু অন্তরঙ্গ দৃশ্য এবং একটি চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। পুরো ছবিতে একেবারেই ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়নি তাঁকে।

img

অভিনেত্রী আরও জানান, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে তাঁর কোনও আপত্তি নেই। তবে আগামীতে ছবির চিত্রনাট্যের সঙ্গে মানানসই ঘনিষ্ঠ দৃশ্য থাকলে তবেই তিনি তা করবেন।

img

যদি ছবির প্রচার কিংবা অন্য কোনও কারণে তাঁকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে বলা হয়, তবে তা নাকচ করে দেবেন বলেও জানিয়েছিলেন সোনাল।

img

বহুদিন অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই নেটিজেনদের চর্চায় দেখা যায় সোনালকে। কখনও তাঁর সাহসী ছবি আবার কখনও তাঁর অভিনীত কোনও ছবির দৃশ্য ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। তাই অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও নেটিজেনরা ভোলেননি সোনালকে।