Elon Musk spreads sperms through women and babies Elon Musk spreads sperms through women and babies

“শুক্রাণু দেব, প্রেম দেব না!” বংশবিস্তারের উদগ্র কামনায় কী কী করেন মাস্ক? জানলে বুক কেঁপে উঠবে

img

আজকাল ওয়েব ডেস্ক: মার্কিন ধনকুবের ইলন মাস্কের ব্যবসার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও জনমানসে প্রবল আগ্রহ। বিশেষ করে তাঁর সন্তান এবং তাঁদের মায়েদের সম্পর্কে প্রায়শই সংবাদমাধ্যমে আলোচনা হয়।

img

জাস্টিন উইলসন: ইলন মাস্কের প্রথম স্ত্রী ছিলেন জাস্টিন উইলসন, ইনি একজন কানাডিয়ান লেখিকা।

img

দম্পতির প্রথম সন্তান, নেভাদা আলেকজান্ডার মাস্ক, ২০০২ সালে সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম রোগের কারণে মাত্র ১০ সপ্তাহ বয়সে মারা যায়।

img

এরপর দম্পতি ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ-এর মাধ্যমে যমজ সন্তান গ্রিফিন এবং ভিভিয়ান (২০০৪) এবং তিন সন্তান কাই, স্যাক্সন এবং ড্যামিয়ানের (২০০৬) জন্ম দেন।

img

গ্রিমস: কানাডিয়ান সংগীতশিল্পী গ্রিমসের সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক ২০১৮ সালে শুরু হয়। তাঁদের তিনটি সন্তান রয়েছে। কারও নামই প্রথাগত নয়। তিন জনের নাম যথাক্রমে- এক্স এ ইয়ে টুয়েলভ, এক্সা ডার্ক সিডেরিয়েল এবং টেকনো মেকানিকাস।

img

শিবোন জিলিস: শিবোন জিলিস হলেন মাস্কের সংস্থা নিউরালিংকের একজন কর্মচারী। তিনি ইলন মাস্কের যমজ সন্তান স্ট্রাইডার এবং অ্যাজুরের মা। শিবোন জিলিস এবং ইলন মাস্কের আরও দুই সন্তান রয়েছে।

img

অ্যাশলি সেন্ট ক্লেয়ার: ডানপন্থী নেট প্রভাবী অ্যাশলি সেন্ট ক্লেয়ার দাবি করেছেন যে ইলন মাস্ক তাঁর সন্তানের বাবা এবং তাঁদের সন্তানের নাম রোমুলাস। যদিও এই বিষয়ে ইলন এখনও নিশ্চিত করে কিছু বলেননি।

img

তবে এখানেই শেষ হয়নি মাস্কের কীর্তি। বিভিন্ন সময় বিভিন্ন মহিলা তাঁদের চ্যাট দেখিয়ে দাবি করছেন ইলন প্রণয় চান না, শুধু বংশবিস্তার করতে চান।

img

এমনকী কিছুদিন আগে ফাঁস হওয়া একটি চ্যাট দেখিয়ে এও অভিযোগ তোলা হয়েছিল যে মাস্ক নিজের সন্তানদের একটি সেনা তৈরি করতে চান, সেই জন্যেই অনিয়ন্ত্রিত ভাবে নিজের শুক্রাণু ছড়াচ্ছেন তিনি।

img

তবে যখনই অভিযোগ ওঠে মাস্কের বিরুদ্ধে, তার কিছুদিন পরেই চাপা পড়ে যায় সেই অভিযোগ। সমালোচকরা অভিযোগ করেন, ইলনের সাগরেদ জারেড বার্কাল নাকি জোর খাটিয়ে কিংবা টাকা দিয়ে মুখ বন্ধ করে দেন অভিযোগকারিণীদের।