শতাব্দী, রাজধানী বা তেজস নয়, জানেন ভারতের দ্রুততম ট্রেন কোনটি? গতিবেগ কত?
RD
বৃহস্পতিবার, 20 ফেব্রুয়ারি 2025
1
9
পৃথিবীর চতুর্থ বৃহত্তর রেল নেটওয়ার্ক ভারতের। এ দেশে প্রতিদিন এক গন্তব্য থেকে অন্যত্র যেতে যে সংখ্যায় ট্রেন চলাচল করে তাও নজিরবিহীন। সার্ধশত বছর পেরেলোও ভারতীয় রেল এখনও যেন বিস্ময়।
2
9
এ দেশে বহু দ্রুতগতির এক্সপ্রেস ট্রেন চলাচল করে। দীরপাল্লার দ্রুতগামী ট্রেনগুলির মধ্যে অন্যতম হল- রাজধানী, শতাব্দী, তেজস, বন্দে-ভারত এক্সপ্রেস। কিন্তু কোনটা সবচেয়ে বেশি গতিতে ছোটে?
3
9
মুম্বই রাজধানী এক্সপ্রেস: এই ট্রেন ভারতের পঞ্চম দ্রুততম ট্রেন। মুম্বই রাজধানী এক্সপ্রেস কেবল অ্যালস্টম-এলএইচবি বগি ব্যবহার করা প্রথম রাজধানী ট্রেনই নয়, এটি দ্রুততম রাজধানী এক্সপ্রেস ট্রেনও।
4
9
মুম্বই রাজধানী এক্সপ্রেসে মোট ২০টি কামরা রয়েছে। ১টি প্রথম-শ্রেণীর এসি কোচ, ৫টি দ্বিতীয়-শ্রেণীর এসি কোচ, ১১টি তৃতীয়-শ্রেণীর এসি কোচ, ২টি লাগেজ কোচ এবং ১টি প্যান্ট্রি কোচ। এই ট্রেন মুম্বই সেন্ট্রাল এবং নয়াদিল্লির মধ্যে ১৩৮৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১৪০ কিমি।
5
9
ভোপাল শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেন এ দেশের চতুর্থ দ্রুততম ট্রেন। ভোপাল শতাব্দী এক্সপ্রেস দিল্লি এবং ভোপালকে সংযুক্ত করে এবং এটি প্রথম ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী উদযাপনের জন্য চালু করা হয়েছিল। এই ট্রেন প্রতি ঘন্টায় ১৫৫ কিলোমিটার সর্বোচ্চ গতিতে মোট ৭০৭ কিলোমিটার অতিক্রম করে।
6
9
ভোপাল শতাব্দী এক্সপ্রেস প্রতিদিন চলাচল করে। এই ট্রেনটিতে ১৮টি কোচ রয়েছে, যার মধ্যে ২টি এসি ফার্স্ট ক্লাস কার, ১৪টি এসি চেয়ারকার এবং ২টি পাওয়ার কার রয়েছে।
7
9
ভারতের তৃতীয় দ্রুততম ট্রেন হল গতিমান এক্সপ্রেস। এই ট্রেনটি নতুন দিল্লি এবং আগ্রার মধ্যে ১৮৮ কিলোমিটার পথ ১ ঘন্টা ৪০ মিনিটে অতিক্রম করে। এটি ভারতের দু'টি সর্বাধিক পরিচিত পর্যটনস্থলকে প্রতি ঘন্টায় ১৬০ কিমি বেগে সংযুক্ত করে। ফায়ার অ্যালার্ম, জৈব-টয়লেট, স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা এবং একটি জিপিএস-ভিত্তিক যাত্রী তথ্য ব্যবস্থার মতো বৈশিষ্ট্য রয়েছে গতিমান এক্সপ্রেসে। এই ট্রেনে বিমান সংস্থাগুলির মতোই হোস্টেস রয়েছে।
8
9
তেজস এক্সপ্রেস হল দেশের দ্বিতীয় দ্রুততম ট্রেন। ২০১৭ সালে, ভারতীয় রেলওয়ে তেজস এক্সপ্রেস চালু করেয এই ট্রেন আধা-উচ্চ-গতির, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এই ট্রেনটি ভারতে চলাচলকারী তিনটি আধা-উচ্চ-গতির ট্রেনের মধ্যে একটি এবং এতে আধুনিক অন-বোর্ড সুবিধা এবং স্বয়ংক্রিয় দরজা রয়েছে (অন্যগুলি হল বন্দে ভারত এক্সপ্রেস এবং গতিমান এক্সপ্রেস)। মুম্বই থেকে গোয়া. ৫৫১ কিমি পথ এই ট্রেনটি সাড়ে ৮ পৌঁছে দেয়।।
9
9
এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস। ২০১৯ সালে চালু হওয়া, এই আধা-উচ্চ-গতির ট্রেনটি প্রতি ঘন্টায় ১৮০ কিমি গতিতে ছোটে। এই ট্রেন সম্পূর্ণরূপে ভারতে ডিজাইন এবং নির্মিত, এটি উন্নত প্রযুক্তি, উচ্চতর আরাম এবং সর্বোচ্চ দক্ষতার ছাপ বহনকারী। ট্রেনটিতেঅন-বোর্ড ওয়াই-ফাই, জিপিএস-ভিত্তিক তথ্য ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় দরজার মতো আধুনিক সুবিধা রয়েছে।