বোড়েদের মুক্তির সন্ধান

একজন গল্পকারের প্রধান শক্তি হল গল্প বলার ধরণ। প্লট তো আছেই। তন্ময় মণ্ডলের বোড়েগল্পের বইটি বহু বিচিত্র গল্পের সম্ভার। ১২টি গল্পের এই বইকে গ্রামীণ জীবনের আখ্যানমালা বা আর্বান ক্রাইসিস কবলিত বলে দেগে দেওয়া মুশকিল। বইটিতে যেমন রয়েছে গ্রামীণ জীবনের ছোট্ট থেকে ছোট্ট ঘটোনার নিখুঁত চিত্র তেমনই শহরকেন্দ্রিক জীবনের একাকীত্ব, যন্ত্রনা। মূলত নিন্মশ্রেণীর মানুষ আর মধ্যবিত্তের প্রতিচ্ছবি বেশি করে প্রতিভাত হয়েছে গল্পগুলোয়। বইটির একেবারে শেষ গল্প বোড়ে’-- রাজনৈতিক প্রেক্ষাপটে এমন গল্প খুব কমই লেখা হয় এখন। খোয়াইশগল্পে রয়েছে সন্তান হারানোর যন্ত্রণা ও এক অন্য আলোকময় পথ খুঁজে সন্তানের স্বপ্নপূরণের চেষ্টা। রয়েছে ছোটগল্পের সমস্ত আনুসাঙ্গিক উপকরণের উপস্থিতি। কত ছোট থেকে ছোট্ট ঘটনার ভেতর থেকেও যে গল্পের বীজ খুঁজে নেওয়া যায় তা বইটি পড়লে বোঝা যায়। মাটির কাছাকাছি থাকা প্রান্তিক জীবনের চড়াই উতরাই ভাটি থেকে উজানের দিকে তিরতির করে এগিয়েছে কোনও গল্পে। আছে নারীর অস্তিত্ব খুঁজে চলা। মানবিক মূল্যবোধের শুকিয়ে আসা ডালে হঠাৎ জেগে ওঠা পোষ্যপ্রেম। সূর্যোদয়’, ‘বোড়ে’, ‘অন্ধকার ও এক কবির গল্প’, ‘একটা নিজস্ব জানালা’, ‘ধাক্কা’-র মতো গল্পের মধ্যে পাঠককে আবিষ্ট করে রাখার ক্ষমতা রয়েছে। সূর্যোদয়গল্পে গ্রামীণ জীবনের দুঃখ-দুর্দশার নির্মম ছবি যেমন আছে তেমনি আছে মানবিক মূল্যবোধের জয়। প্রত্যেকটি গল্পের মধ্যেই লেখক খুঁজেছেন সমাজের বিভিন্ন স্তরের বোড়েদের মুক্তির গোপন দরজা। নানা সামাজিক সমস্যাকে তিনি স্বল্প পরিসরে তুলে ধরেছেন।

 

 

 

ধাক্কাগল্পটিতে লেখক দেখিয়েছেন গ্রাম থেকে একটি ছেলে শহরে কাজের জন্য আসে। আচমকা পথ আটকে দাঁড়ায় প্রিয়তম মানুষের বিশ্বাসঘাতকতা। পরিণতি চমকে ওঠার মতোই। গল্পগুলো লিখতে যে লেখক মনস্তাত্বিক টানাপোড়েন নিয়ে বেশ অনুশীলন করেছেন, তা পড়লেই বোঝা যায়। মোটের ওপর একজন তরুণ গল্পকারের প্রথম গল্পের বই হিসাবে গদ্যভাষা সাবলীল। গল্পের বুননেও যথেষ্ট মুন্সীয়ানার ছাপ রয়েছে। গল্পের ডিটেলিং ও চরিত্র নির্মাণও পরিণত।

 

বোড়ে

তন্ময় মণ্ডল

পালক পাবলিশার্স

মূদ্রিত মূল্য- ২০০

  • নয়ন ভট্টাচার্য