Mouni Roy: ছিলেন ব্যাকগ্রাউন্ড ডান্সার, এখন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন! এই অভিনেত্রীর সাফল্যের গল্প শুনলে চমকে উঠবেন

img

মৌনী রায় তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। তারপরেই টেলিভিশনে যাত্রা শুরু। এবং বর্তমানে বলিউডের উচ্চমানের পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠেছেন।

img

মৌনী ২০০৬ সালে একতা কাপুর পরিচালিত ধারাবাহিক 'কিউ কি সাস ভি কাভি বহু থি' দিয়ে তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর তাঁর 'নাগিন' দারুণ জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে।

img

'গোল্ড' ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তাঁর বড়পর্দায় অভিষেক হয়। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।

img

'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান'-এ খলনায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন মৌনী। তাঁর অভিনয় দর্শক থেকে সমালোচক মহলেও দারুণ প্রশংসিত হয়েছিল।