চোখের পাতা লাফানো শুভ না অশুভ? আসল কারণ জানলে চমকে উঠবেন

img

দূরে কোথাও বেড়াতে যাওয়ার ঠিক আগে চোখ লাফালে অনেকেই ভাবেন, কিছু একটা অশুভ ঘটনা ঘটতে চলেছে। কিন্তু আধুনিক চিকিৎসাবিজ্ঞান জানাচ্ছে—চোখের পাতা লাফানো কোনও অলৌকিক সংকেত নয়, বরং আমাদের শরীরের বা স্নায়ুতন্ত্রের একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া।

img

স্নায়ুর প্রতিক্রিয়া: চোখের পেশি স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোনও কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে পেশিতে ছোট ছোট কাঁপুনি দেখা দেয়, যার মধ্যে চোখ অন্যতম।

img

ব্লেফারোস্পাজম: চোখের পাতা অত্যন্ত দ্রুত এবং জোরে কাঁপলে তা ব্লেফারোস্পাজম হতে পারে, যা মাঝে মাঝে দৃষ্টিশক্তিতেও সমস্যা তৈরি করে।

img

ঘুম ও ক্লান্তি: ঘুমের ঘাটতি, অতিরিক্ত পরিশ্রম এবং মানসিক চাপ চোখ কাঁপার প্রধান কারণগুলির মধ্যে অন্যতম।

img

ক্যাফেইন ও অ্যালকোহল: অতিরিক্ত চা-কফি বা মদ্যপান স্নায়ুতে অতিরিক্ত উত্তেজনা তৈরি করে চোখ কাঁপার কারণ হতে পারে।

img

চোখের সংক্রমণ বা চুলকানি: শুষ্ক চোখ, কনজাংটিভাইটিস বা চোখে ধুলো পড়া ইত্যাদি সমস্যাতেও চোখের পাতা লাফাতে পারে।

img

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: কিছু ওষুধ সেবনের ফলে স্নায়বিক উত্তেজনা বেড়ে যায়, যার প্রতিক্রিয়ায় চোখ কাঁপতে পারে।

img

গুরুতর স্নায়বিক রোগ: ডাইস্টোনিয়া, পারকিনসনস, মাল্টিপল স্কলেরোসিস বা মুখের পক্ষাঘাতের মতো স্নায়বিক রোগের প্রাথমিক লক্ষণ হিসেবেও চোখ কাঁপতে দেখা যেতে পারে।