'অতীতে যা করেছি তা...'- 'দুষ্টু ছবি'কে বিদায় জানাতে কি কষ্ট হয়েছিল সানি লিওনের?

img

সংবাদসংস্থা মুম্বই: এক সময় দুষ্টু ছবির নায়িকা হিসাবে পরিচিত ছিলেন সানি লিওন। 'জিসম ২'-এর হাত ধরে বলিউডের এন্ট্রি নিয়েছিলেন সানি লিওন।

img

২০০০-এর শুরুর দিকেই অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে আরম্ভ করেন তিনি। বিষয়টি তাঁর পরিবার মেনে নিতে পারেনি। ভাই ছাড়া অন্য কেউই তাঁর পাশে দাঁড়ায়নি।

img

সেই সময় বাড়ি থেকে বেরিয়ে আসেন করণজিৎ কৌর বোহরা ওরফে সানি। রোজ বঞ্চনা শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছিলেন তিনি। নিজের শর্তে বাঁচতে চেয়েছিলেন সানি। পরিবারের অমতে গিয়েই একের পর এক অ্যাডাল্ট ফিল্মে কাজ করতে থাকেন তিনি। ব্যাপক জনপ্রিয়তাও পান।

img

তবে ২০১১ সালে তিনি সিদ্ধান্ত নেন দুষ্টু ছবির ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আসার। একঘেয়ে কাজে আর মন বসাতে পারছিলেন না তিনি। তাছাড়া অভিনেত্রী হওয়ার ইচ্ছে প্রথম থেকেই, তাই বলিউডের ছবিকেই প্রথম টার্নিং পয়েন্ট করেন সানি।

img

এরপর 'রাগিনী এমএমএস ২', 'এক পহেলি লীলা', 'মস্তিজাদে', :ওয়ান নাইট স্ট্যান্ড', 'বেইমান লাভ', 'তেরা ইন্তেজার'-এর মতো ছবিতে কাজ করেন তিনি। হিন্দি ছাড়াও তামিল, কন্নড়, মারাঠি, বাংলাদেশি সিনেমাতেও দাপিয়ে কাজ করেছেন সানি লিওন।

img

অভিনয়ে আসার পর তাঁর অতীত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে। এই বিষয়ে সানি এক সাক্ষাৎকারে বলেছিলেন, "লোকে যা ইচ্ছে বলে দেখি। আমি কিন্তু কোনওদিন কারও সম্পর্কে খারাপ বলি না। কারও খারাপ চাইও না। কখনও নিজের অতীত নিয়ে আক্ষেপ করিনি। এমনকী যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁদের নিয়েও অসম্মানিত বোধ করি না।"