One time Investment in SIP can grow big Wealth One time Investment in SIP can grow big Wealth

প্রতি মাসে বিনিয়োগ নাকি একবার বিনিয়োগ, এসআইপি-তে কোনটি বেশি লাভজনক

img

নিজের টাকা যাতে দ্রুত বৃদ্ধি হয় সেদিকে সকলের নজর থাকে। সেখান থেকে দেখতে হলে এসআইপি হল এমন একটি জায়গা যেখানে আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন।

img

যদি মাসে ১ হাজার টাকা বিনিয়োগ করেন তার তুলনায় যদি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে সেখানে অনেক বেশি লাভ পাবেন।

img

যদি সুদের হার থাকে ১২ শতাংশ করে তাহলে ৪০ বছরে ১ হাজার টাকা থেকে পেতে পারেন ৪ লাখ ৮০ হাজার টাকা। সেখানে ক্যাপিটাল গেন হবে ৯৩ লাখ ১৩ হাজার ৭১ টাকা। মোট ভ্যালু হবে ৯৭ লাখ ৯৩ হাজার ৭১ টাকা।

img

যদি ২০ বছর ধরে মাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে মোট বিনিয়োগ হবে ২৪ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ৬৭ লাখ ৯৮ হাজার ৫৭৪ টাকা। করপাস হবে ৯১ লাখ ৯৮ হাজার ৫৭৪ টাকা।

img

যদি একবারে ২ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ক্যাপিটাল গেন হবে ৪০ বছরে ১ কোটি ৮৪ লাখ ১০ হাজার ১৯৪ টাকা। করপাস হবে ১ কোটি ৮৬ লাখ ১০ হাজার ১৯৪ টাকা।

img

যদি একবারে ২০ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ক্যাপিটাল গেন হবে ১ কোটি ৫২ লাখ ২৫ হাজার ৫২৩ টাকা। করপাস হবে ১ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৫২৩ টাকা।

img

যদি ২ লাখ টাকা ৩০ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ক্যাপিটাল গেন হবে ৫৭ লাখ ৯১ হাজার ৯৮৪ টাকা। করপাস হবে ৫৯ লাখ ৯১ হাজার ৯৮৪ টাকা।

img

যদি ১০ লাখ টাকা ১৪ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ক্যাপিটাল গেন হবে ৩৮ লাখ ৮৭ হাজার ১১২ টাকা। করপাস হবে ৪৮ লাখ ৮৭ হাজার ১১২ টাকা।

img

যদি ২০ লাখ টাকা ৮ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ক্যাপিটাল গেন হবে ২৯ লাখ ৫১ হাজার ৯২৬ টাকা। করপাস হবে ৪৯ লাখ ৫১ হাজার ৯২৬ টাকা।

img

তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে সমস্ত খবর নিয়ে নেবেন। যদি আপনি কোনও ক্ষতির সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।