প্রতি মাসে বিনিয়োগ নাকি একবার বিনিয়োগ, এসআইপি-তে কোনটি বেশি লাভজনক
Sumit Charkaborty
শুক্রবার, 18 এপ্রিল 2025
1
10
নিজের টাকা যাতে দ্রুত বৃদ্ধি হয় সেদিকে সকলের নজর থাকে। সেখান থেকে দেখতে হলে এসআইপি হল এমন একটি জায়গা যেখানে আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন।
2
10
যদি মাসে ১ হাজার টাকা বিনিয়োগ করেন তার তুলনায় যদি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে সেখানে অনেক বেশি লাভ পাবেন।
3
10
যদি সুদের হার থাকে ১২ শতাংশ করে তাহলে ৪০ বছরে ১ হাজার টাকা থেকে পেতে পারেন ৪ লাখ ৮০ হাজার টাকা। সেখানে ক্যাপিটাল গেন হবে ৯৩ লাখ ১৩ হাজার ৭১ টাকা। মোট ভ্যালু হবে ৯৭ লাখ ৯৩ হাজার ৭১ টাকা।
4
10
যদি ২০ বছর ধরে মাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে মোট বিনিয়োগ হবে ২৪ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ৬৭ লাখ ৯৮ হাজার ৫৭৪ টাকা। করপাস হবে ৯১ লাখ ৯৮ হাজার ৫৭৪ টাকা।
5
10
যদি একবারে ২ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ক্যাপিটাল গেন হবে ৪০ বছরে ১ কোটি ৮৪ লাখ ১০ হাজার ১৯৪ টাকা। করপাস হবে ১ কোটি ৮৬ লাখ ১০ হাজার ১৯৪ টাকা।
6
10
যদি একবারে ২০ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ক্যাপিটাল গেন হবে ১ কোটি ৫২ লাখ ২৫ হাজার ৫২৩ টাকা। করপাস হবে ১ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৫২৩ টাকা।
7
10
যদি ২ লাখ টাকা ৩০ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ক্যাপিটাল গেন হবে ৫৭ লাখ ৯১ হাজার ৯৮৪ টাকা। করপাস হবে ৫৯ লাখ ৯১ হাজার ৯৮৪ টাকা।
8
10
যদি ১০ লাখ টাকা ১৪ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ক্যাপিটাল গেন হবে ৩৮ লাখ ৮৭ হাজার ১১২ টাকা। করপাস হবে ৪৮ লাখ ৮৭ হাজার ১১২ টাকা।
9
10
যদি ২০ লাখ টাকা ৮ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ক্যাপিটাল গেন হবে ২৯ লাখ ৫১ হাজার ৯২৬ টাকা। করপাস হবে ৪৯ লাখ ৫১ হাজার ৯২৬ টাকা।
10
10
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে সমস্ত খবর নিয়ে নেবেন। যদি আপনি কোনও ক্ষতির সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।